Old Coin Sale Website – ঘরের কোণে পড়ে থাকা পুরনো এই কয়েন দিয়ে রাতারাতি হয়ে যেতে পারেন লাখপতি! কিভাবে জানুন। Exciting Offer 2022.

Old Coin Sale Website – আপনার কাছেও কি আছে এমন কোন কয়েন?

“যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন”- কথাটির সঙ্গে সঙ্গতি রেখে বলা যায় আমাদের চারপাশে অজস্র অমূল্য (Old Coin Sale Website) সম্পদ রয়েছে। তবুও আমরা অনেকেই তার মূল্য ঠিক ভাবে বুঝতে পারিনা। অথবা বুঝতে পারলেও সঠিক সময় তখন চলে যায়।

এমনই অমূল্য রতন হলো পুরনো দিনের কয়েন এবং নোট (Old Coin Sale Website)। এখন এগুলো ব্যবহার হয় না ঠিকই, তবুও গুরুত্ব আগের চেয়ে বেড়েছে বই কমেনি। আমাদের সকলেরই বাড়িতে কোন না কোন পুরনো কয়েন অথবা নোট রয়েছে। আবার অনেকে আছেন যারা ছোটবেলা থেকেই পুরনো কয়েন এবং নোট সংগ্রহ করে থাকেন শখের বশে।

অনেকেই এই পুরনো কয়েন এবং নোট বিভিন্ন কয়েন এক্সিবিশন অথবা অনলাইনে বিভিন্ন নামে ওয়েবসাইটে ছবি আপলোডের মাধ্যমে করে থাকেন বিক্রি (Old Coin Sale Website)। আবার অনেকে সঠিক উপায়ে বিক্রির উপায় না জেনে পড়েছেন প্রতারণার ফাঁদেও। তবে আর চিন্তা নেই। এই প্রতিবেদনটি পড়ে আপনারা জানতে পারবেন কত সহজে বিক্রি করা যায় পুরোনো দিনের কয়েন এবং নোট।

বাকি সব প্ল্যান ফেল, ২০ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি!

আজ আমরা আলোচনা করতে চলেছি এমনই কিছু পুরনো দিনের কয়েন নিয়ে এগুলি বিক্রি (Old Coin Sale Website) করে আপনি রাতারাতি হয়ে উঠতে পারেন কোটিপতি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আপনার কাছে যদি থাকে ২৫ পয়সার কয়েন পেলে আপনিও ঘরে বসে নির্ঝঞ্ঝাটে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা। তবে যেকোনো ২৫ পয়সায় বিক্রি করেই পাবেন না টাকা। থাকতে হবে সেই কয়েনটির বিশেষ কিছু গুণাগুণ।

আজ যে ২৫ পয়সার কয়েন সম্বন্ধে আলোচনা করছি সেটি হল একটি চাঁদি রঙা পুরনো দিনের ২৫ পয়সা (Old Coin Sale Website)। এই মুদ্রাগুলি যদি আপনি অনলাইনে বিক্রি করেন তাহলে প্রতিটি মুদ্রা পিছু আপনি পাবেন কমপক্ষে ১.৫ লক্ষ টাকা করে। সুতরাং ধরুন যদি আপনার কাছে দশ-বিশটি এমন কয়েন থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি রাতারাতি হয়ে যেতে পারবেন কোটি কোটি টাকার মালিক।

মাধ্যমিকে এবার 60% পেলেই 24 হাজার টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন

আর যত দিন যাচ্ছে ততই এমন টাকার চাহিদা এবং দাম (Old Coin Sale Website) ক্রেতাদের মধ্যে বাড়ছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন এমন ২৫ পয়সাকয়েন। এর মধ্যে একটি হলো Quikr e-commerce. প্রথমে একজন বিক্রেতা হিসেবে এই ওয়েবসাইটটিতে খুলতে হবে একটি অ্যাকাউন্ট। তারপর সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করে কয়েনের দুটো পৃষ্ঠের সুন্দর ছবি আপলোড করতে হবে।

ছবি দেখে পছন্দ হলে ক্রেতারা নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবে এবং কয়েকটি বিক্রির জন্য জানতে চাইবে। এবার আপনার প্রত্যাশা অনুযায়ী দাম দিয়ে বিক্রি করুন কয়েন এবং হয়ে যান লাখপতি কিংবা কোটিপতি একজন। আরও নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

সুখবর! এবার এই অনলাইন কোর্স করলে মিলবে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা

Related Articles

3 Comments

  1. আমি বাংলাদেশ বসবাস করি আমি কি কুইকার এ পোস্ট করতে পারব কুইকারে পোস্ট করতে কোন পিন চাই ছে

  2. আমার কাছে অনেক পুরনো কয়েন আছে সরাসরি যোগাযোগ করুন
    ফোন নম্ব=9609208957

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button