Old Coin Sell Online – প্রতারণা ছাড়াই পুরাতন নোট ও কয়েন কিভাবে সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করবেন? জানুন চটপট, Exciting Offer 2022
Old Coin Sell Online – পুরনো ফেলে রাখা জিনিস থেকে লক্ষ্মীলাভের সহজ উপায় জানতে দেখুন
আচ্ছা আপনি কি পুরনো দিনের নোট এবং কয়েন (Old Coin Sell Online) জমাতে ভালোবাসেন? মূল্যবান কোন কয়েন বা নোট ঘরে বসে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে আগ্রহী? কথায় আছে ‘ওল্ড ইজ গোল্ড’। অনেক পুরনো জিনিস অনেক নতুন জিনিসের থেকেও বহু মূল্যবান প্রমাণিত হয় অনেক সময়। এমনই একটি মূল্যবান জিনিস হল পুরনো দিনের নোট ও কয়েন।
যদি আপনার কাছে এমন কোন নোট বা কয়েন (Old Coin Sell Online) থেকে থাকে তাহলে আপনি সেগুলি বিক্রি করে অনায়াসে করতে পারেন লক্ষ্মীলাভ। অনেকেই হয়ত জানেন না আন্তর্জাতিক বাজারে এই সমস্ত পুরনো মুদ্রা কয়েন অনেক চড়া দামের নিলাম করা হয়। আবার অনেকে এই মুহূর্তে কয়েন বিক্রি করার জন্য প্রতারকের নানা ফাঁদে পড়ে থাকেন।
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়েও বড় আপডেট
তাই সঠিকভাবে বিক্রির উপায় হলো হয় অনলাইনে কোন বিশ্বাসযোগ্য, নামি ওয়েবসাইটে একজন বিক্রেতা (Old Coin Sell Online) হিসেবে অ্যাকাউন্ট খোলা। অথবা কোন পুরনো জিনিসের বা পুরনো নোট বা কয়েন এক্সিবিশনে গিয়ে সরাসরি ইচ্ছুক ব্যক্তিদের কাছে সেগুলো বিক্রি করা। প্রসঙ্গত, ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই করা যায় নোট বা কয়েন বিক্রি।
এমন কয়েকটি উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো- quikr.com, coinbazaar, Indiamart, eBay ইত্যাদি। বর্তমানে নোটে (Old Coin Sell Online) লেখা 786 নম্বর ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে কয়েন এর মধ্যে মাতা বিষ্ণুদেবীর প্রতিকৃতি বেশ জনপ্রিয় ক্রেতাদের মধ্যে। তবে অন্যান্য 1, 2, 5, 10, 50 ও 100 টাকার নোট বা কয়েনও বিক্রি হয় বেশ চড়া দামে।
প্রতারণা এবং ঝামেলা ছাড়াই 50 টাকার এই স্পেসাল নোট লাখ টাকায় বেচুন
অনেক সময় অনেক প্রতারক নানা ধরনের ভুয়ো কথা বলে রেজিস্ট্রেশন বাবদ ফি নিয়ে নানাভাবে কয়েন বিক্রেতাদের (Old Coin Sell Online) ঠকিয়ে থাকেন। তাই যারা অনলাইনে বিচক্ষণতার সাথে পুরনো নোট বা কয়েন বিক্রি করতে পারবেন না বা পারেন না মনে করছেন, তারা খোঁজ নিন আশেপাশে কোথায় কয়েনের এক্সিবিশন হচ্ছে বা হতে চলেছে। তাহলে নির্ঝঞ্ঝাটে কোন প্রতারণা ছাড়াই সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন আপনার মূল্যবান কয়েন এবং করতে পারবেন প্রচুর লক্ষ্মীলাভ।
প্রতিদিন এমন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
বহুদিন পর, পশ্চিমবঙ্গে গ্রুপ-ডি পদে 40 হাজার শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ
Amer kace 1.2. takar note ace
One rupees . 10 rupees . 1.2.5 coan
i have us extremly rare coin how to,sell it +8801793581210 whats app contacet me
us extremly rare coin how sell it
আমার কাছেও কিছু ওল্ড কয়েন আছে এগুলো বিক্রি করতে চাই