Ration Card – দেশজুড়ে রেশন কার্ড নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের, বদলে গেল সমস্ত নিয়ম। New Update 2022.

Ration Card – কারা কি সুবিধা পেতে চলেছেন দেখে নিন।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে সারা দেশের মানুষ পাচ্ছেন ফ্রিতে রেশন পরিষেবা (Ration Card)। তবে এটিও ঠিক মাঝে মধ্যে কয়েকটি জায়গা থেকে উঠে আসছে রেশন বিতরণ নিয়ে বিক্ষোভের চিত্র। বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প বাস্তবায়নের কথা দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছিল। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল সারাদেশ জুড়ে।

গত ২১ জুন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রোগ্রাম (Ration Card) সারাদেশের বাস্তবায়িত হওয়ার কথা ঘোষণা করা হয়। এই ‘এক দেশ এক রেশন কার্ড’ বা ONORC প্রকল্পটি ২০১৩ সালের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA অধীনে কার্যকর করা হবে। যার ফলে রেশন উপভোক্তারা দেশের যেকোন স্থানের যেকোনো ই-পিওএস রেশন শপ থেকে সংগ্রহ করতে পারবেন ভর্তুকিযুক্ত রেশন।

Bank of Baroda তে চলছে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগ

২০১৯ সালের আগস্ট মাসে প্রথম এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বাস্তবায়ন করা শুরু হয়েছিল। সম্প্রতি অসম ভারতের শেষ রাজ্য হিসেবে রেশন কার্ড পোর্টেবিলিটি পরিষেবা (Ration Card) শুরু করেছে। বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রক্রিয়া চালু হওয়ার দরুন এখন থেকে দেশের যেকোন স্থানের যেকোনো রেশন শপ থেকেই সংগ্রহ করা যাবে রেশন।

দেশজুড়ে লকডাউন যখন চালু ছিল পরিযায়ী শ্রমিকরা অন্য স্থানে বসবাসের কারণে অনেক সমস্যায় পড়েছেন। অনেক সময় জোটেনি দুবেলা পেট ভরে খাবারও। এবার এই প্রক্রিয়া চালু হওয়ার কারণে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা কর্মী এবং তাদের পরিবারের সদস্যরাও তুলতে পারবেন রেশন।

পশ্চিমবঙ্গে আবার বন্ধ হতে পারে স্কুল, আজ জানিয়ে দিলো শিক্ষা দপ্তর

মেরা রেশন-
‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের সুবিধা পেতে এবার ১৩ টি ভাষায় ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ্লিকেশন (Ration Card) চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে দেশের রেশন উপভোক্তারা বি এল টাইম তথ্য জানতে পারবেন। এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারা যাবে। ইতিমধ্যে ২০ লক্ষেরও বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

মাত্র 1 টাকার নোট করবে ধামাল, পাওয়া যাবে 7 লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button