Online Earning: অবসর সময় ফোন স্ক্রল করেই আয় করুন হাজার হাজার টাকা। কোনো পরিশ্রম ছাড়াই বাড়ি বসে ইনকাম করার উপায়
Money Earning By Using Mobile Apps
বর্তমান সমাজে আট থেকে আশি সবার হাতেই স্মার্টফোন। অনলাইন আয় (Online Earning)-এর সুযোগ যেন চারিদিকে প্রশস্ত। তবে অকারণে ফোন না ঘেঁটে সেই সময়টাকে সঠিকভাবে ব্যয় করতে পারেন। অবসর সময় ফোন স্ক্রল করেই আপনার পকেটে আসতে পারে হাজার হাজার টাকা। কোন পরিশ্রম ছাড়াই বাড়িতে বসে আয় করা সম্ভব। কিভাবে? আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
Top Four Online Earning Methods
আপনিও বুঝি স্মার্টফোনের পোকা? সারাদিন এই অ্যাপ থেকে ওই অ্যাপ (Mobile Apps) ঘোরাঘুরি করেন? মোবাইল ঘাঁটলেও এটা জানেন কি এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলি আপনাকে বাড়িতে বসেই আয়ের বন্দোবস্ত করে দেবে? শুধু তাই নয়, কম পরিশ্রমে অধিক টাকা আয় করার সুযোগ তৈরি করে দেবে। এমনি চারটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করা হল আজকের এই ভিডিওতে।
১) mCent
প্রথমেই যে অ্যাপ্লিকেশনের কথা বলব সেটি হল mCent. এই অ্যাপ্লিকেশন আপনাকে টাকা দেবে। কিভাবে? অবশ্যই এর জন্য আপনাকেও কিছু করতে হবে। আপনি টাকা পাবেন যদি আপনার ফোনে একাধিক অ্যাপ্লিকেশন ইন্সটল করেন। এর বদলে আপনাকে টাকা দেবে এই অ্যাপটি। যদিও আপনি এই টাকা রিওয়ার্ড পয়েন্ট হিসাবে পাবেন।যা দিয়ে আপনি মোবাইল রিচার্জ বা অন্যান্য বিল পে করতে পারবেন। এছাড়া অ্যাপ ইন্সটল করার পাশাপাশি ভিডিও ফরম্যাটে বিজ্ঞাপন দেখারও পয়েন্টস দেওয়া হয়ে থাকে। অন্যান্য ইউজারদের ইনভাইট করার মাধ্যমেও পয়েন্টস সংগ্রহ করতে পারেন।
২) Slidejoy
দ্বিতীয় যে অ্যাপটির কথা বলব সেটি Slidejoy. এটিও অনলাইন আয়ের একটি সহজ উপায়। এই অ্যাপের কার্যকারিতা কিরকম? আপনার ফোনের লকস্ক্রিনের বদলে এই অ্যাপ্লিকেশন বিজ্ঞাপন সংক্রান্ত কন্টেন্ট শো করতে বলবে। আপনি ঠিক বিজ্ঞাপন দেখবেন ততই টাকা পাবেন।। তবে মনে রাখা দরকার, এই টাকা আসে ক্যারট রূপে। প্রতি 1,000 ক্যারটে আপনি 1 ডলার পাবেন যা দাঁড়ায় প্রায় 68 টাকার কাছাকাছি। আপনি ঠিক 15 দিন পরে এই টাকা আসে Paypal অ্যাকাউন্টের মাধ্যমে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা যাবে।
৩) Squadrun
Squadrun হলো আরও একটি অ্যাপ্লিকেশন যেটি আপনাকে বাড়ি বসে টাকা দেবে। এই অ্যাপে বেশ কিছু টাস্ক পূরণ করতে হয় ব্যবহারকারীদের। এবার আপনার দক্ষতা অনুযায়ী যেটি পারবেন আপনি সেই অনুসারে বেশ কিছু টাস্ক অ্যাপে শো করতে হবে। এগুলি নির্দিষ্ট গাইডলাইন মেনে পূরণ করতে হবে। যদি আপনি টাস্ক পূরণ করেন তো তার ভিত্তিতে আপনাকে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হবে। অ্যামাউন্ট ট্রান্সফার করা যাবে Paytm অ্যাকাউন্টের মাধ্যমে। টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে অন্ততপক্ষে 60 টাকা ইনকাম করতে হবে।
৪) Keettoo
বাড়ি বসে টাকা রোজগার করার জন্য Keettoo হল আরও একটি উল্লেখযোগ্য অ্যাপ। এই অ্যাপে টাকা আয়ের পদ্ধতি কিভাবে? এর জন্য আপনার কি-বোর্ডে কিছু বিজ্ঞাপন শো করানো হবে আর সেটি ইন্সটল করার পরই নোটিফিকেশন চলে আসবে। আপনি যত বিজ্ঞাপন দেখবেন তত টাকা ক্রেডিট হবে। এখান থেকে প্রতি বিজ্ঞাপনে আপনি 1 টাকা করে পাবেন। এভাবেই বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের ১৫০০ টাকা করে দিচ্ছে। এই প্রকল্পে আজই আবেদন করুন
উপসংহার
তাহলে এবার অবসর সময় শুধু মোবাইল ঘাঁটা নয়, বসে বসে রিল স্ক্রল করা নয়, বরং আপনার মোবাইল ব্যবহার করেই বাড়ি বসে বিনা পরিশ্রমে টাকা রোজগার করা সম্ভব। অ্যাপগুলির সন্ধান তো আপনাকে দেওয়াই হল। তাই দেরি না করে ইন্সটল করুন আর বাড়ি বসে টাকা রোজগার করুন।