Old Coin Sell – পুরনো এই কয়েন থাকলে আপনিও করতে পারেন বাজিমাত! রাতারাতি কত পেতে পারেন জানেন? Exciting Offer 2022.
Old Coin Sell – হাতের নাগালে সোনায় সোহাগা অফার।
আজকালকার দিনে সকলেই চান একটু অতিরিক্ত উপায়ে টাকা আয় (Old Coin Sell) করতে। তবে সেই পথটি যেতে খুব সহজ হয়। আর যদি বাড়িতে বসে করা যায় অতিরিক্ত টাকা আয় তাহলে তো সোনায় সোহাগা। আমাদের সকলের বাড়িতেই রয়েছে পুরনো দিনের নোট বা কয়েন।
কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এক্ষেত্রেও কথাটি ১০০ শতাংশ খাঁটি। ভাবছেন কীভাবে? পুরনো এখন অনেক জিনিস আছে যেগুলির অনেকেই জানেন না। অনেকেই হয়ত জানেন পুরনো নোট এবং কয়েন আন্তর্জাতিক বাজারে অনেক চড়া দামে (Old Coin Sell) নিলাম হয়। যেগুলো দিয়ে রাতারাতি আয় করা যায় লক্ষ লক্ষ টাকা।
বাজারে এক এক সময় এক এক রকম কয়েন এবং টাকার চাহিদা লক্ষ্য করা যায়। তবে পুরনো কয়েন বা নোট হলেই যে সেটি আন্তর্জাতিক বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করা যাবে এমনটা নয়। তার মধ্যে থাকতে হবে বিশেষ কিছু গুণাগুণ। আজ আমরা এমন একটি কয়েনের সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেটি বিক্রি (Old Coin Sell) করে আপনি সহজেই আয় করতে পারবেন প্রচুর টাকা।
আজ আমরা আলোচনা করব কিভাবে পুরনো ১ টাকার কয়েন বিক্রি করা যায়। যে কয়েনটির সম্বন্ধে আলোচনা করতে চলেছে সেটি আজ থেকে ১০০ বছরের (Old Coin Sell) অধিক পুরনো। সম্প্রতি ১৯১৮ সালে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের আমলে তৈরি একটি কয়েনের দাম উঠেছিল ৯ লক্ষ টাকা। তবে পরবর্তীকালে এটির দাম আরো বেশিও হতে পারে, কমও হতে পারে।
অনেকেই পুরনো নোট এবং কয়েন বিক্রি (Old Coin Sell) করতে গিয়ে নানান ধরনের প্রতারণার সম্মুখীন হয়েছেন। আর চিন্তা করার প্রয়োজন নেই। অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি কোনো কয়েন এক্সিবিশনে গিয়ে বিক্রি করা যাবে এই সমস্ত নোট এবং কয়েন। অনলাইনে এমন কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট হল- Quikr e-Commerce, CoinBazzar, IndiaMART, OLX ইত্যাদি।
বকেয়া ডিএ না দিলে পেন ডাউনের হুসিয়ারি, এক জোটে রাস্তায় নামছে ১৭টি কর্মী ও শিক্ষক সংগঠন
এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে কয়েন বিক্রি (Old Coin Sell) করার জন্য প্রথমেই আপনাকে বিক্রেতা হিসেবে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় তথ্যাদি নিজের নাম, ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর কয়েনটি দুটো পৃষ্ঠের ছবি পরিষ্কার করে তুলে আপলোড করতে হবে।
এটি দেখে যদি পরবর্তীকালে কোন ক্রেতার পছন্দ হয় তারা সরাসরি তিনি আপনার সাথে যোগাযোগ করবেন এবং নির্ঝঞ্ঝাটভাবেই বিক্রি (Old Coin Sell) করতে পারবেন আপনার ১ টাকার সেই কয়েন। তাহলে আর দেরি না করে এখনি খুঁজতে শুরু করুন আপনার ঘরের আলমারি, সিঁন্দুক, কোনো পুরনো বাক্স ইত্যাদি যেখানে যেখানে পুরনো কয়েন বা নোট রাখতেন।
তার সাথে নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
এই কাজটি করলেই সর্বনাশ! নিমেষে ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট!
I have to my old coins and note
I want to sell my old coins and Note if anyone can buy this all then contact me my mail ID sumandutta378@gmail.com and mobile number is+917384652418
Coin. :. Mata Vaishnov Devi
Note. : 786
Amar kachi Ekta koiye