লঞ্চ হল OPPO Reno14 সিরিজ। 50 MP ক্যামেরা, 6000 mAh ব্যাটারি আরও কত কি! সস্তায় দুর্দান্ত স্মার্টফোন

OPPO Reno14 Series Smartphone

নতুন স্মার্টফোন লঞ্চ করলো OPPO. বাজারে এল OPPO Reno14 সিরিজ (OPPO Reno14 Pro 5G) ব্যবহারকারীদের সব রকম সুবিধা দিতে হাজির হয়েছে কোম্পানিটি। এমনিতেই ভারতের বাজারে Oppo, Vivo, দারুন ব্যবসা করছে দীর্ঘদিন ধরেই। আর এবার বিপুল সুবিধাযুক্ত এই স্মার্টফোন রিলিজ হতে মোবাইলপ্রেমীদের মুখে হাসি ফুটলো। আর এই ফোনটির দামও রাখা হয়েছে ব্যবহারকারীদের সাধ্যের মধ্যে।

OPPO Reno14 Smartphone

আপনি নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এই OPPO Reno14 Smartphone. এতে এমন সব ফিচার ব্যবহার করা হয়েছে, যেগুলি আপনাকে আধুনিক স্মার্টফোনের (OPPO Smartphone 5G) সেরা অভিজ্ঞতা দেবে। OPPO Reno14 স্মার্টফোনের প্রত্যেকটি ফিচার পারফরম্যান্স, স্পষ্টতা ও পাওয়ারের দাবী রাখে। ব্যবহারকারীর ছবি তোলা, এডিট করা, দুর্ধর্ষ ব্যাটারী পাওয়ার,  এমনকি দামের দিক থেকেও এই স্মার্টফোন এক কথায় বলতে গেলে অলরাউন্ডার।

OPPO Reno 14 Smartphone Camera

সাধারণভাবে প্রত্যেক ক্রেতা নতুন মোবাইল ফোন কেনার আগে সেই মোবাইলের ক্যামেরা কিরকম  সেটা আগের থেকে দেখে নেন। কারণ এখনকার দিনে ডিজিটাল জগতে বেঁচে থাকার জন্য সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা। মুহূর্ত বন্দি হচ্ছে অতি দ্রুত। এবার আপনি যদি স্মার্টফোন কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কেও জেনে নিন।

প্রথমবারের মতো Reno14 এবং Reno14 Pro উভয় ফোনেই ব্যবহার হয়েছে 3.5x টেলিফটো লেন্স। এবার যদি ক্যামেরা সিস্টেমের কথা বলা হয়, তাহলে জেনে রাখুন ফোনে 3.5x টেলিফটো লেন্স-সহ 50MP Hypertone ক্যামেরা সেট-আপ থাকছে। একজন ব্যবহারকারী হাইব্রিড জ্যুম ব্যবহার করে মোবাইল ক্যামেরা 120x পর্যন্ত জ্যুম করতে পারবেন। এছাড়া, এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে তিনটি রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা। যার সাহায্যে 60fps-এ Cinematic 4K HDR ভিডিও রেকর্ড করা সম্ভব।

আরও পড়ুন: 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা ৫ স্মার্টফোন। ঝকঝকে ক্যামেরা, দুর্দান্ত স্টোরেজ, সুপারফাস্ট ব্যাটারি।

OPPO Reno14 স্মার্টফোনটি এমন ফিচার নিয়ে এসেছে যে টেলিফটো, মেন এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনি একই রকম ভিডিও তোলার অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এতে Underwater Photography Mode ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা যার সাহায্যে 4K ভিডিও অথবা কেস ছাড়াই জলের নীচে অনায়াসে ছবি তুলতে পারবেন।

OPPO Reno14 Smartphone Bettery

OPPO Reno14 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। যেটি ৫ বছর ডিউরেবল ব্যাটারি পাওয়ার নিয়ে আসে। আর সঙ্গে রয়েছে 80W SUPERVOOC™ ফাস্ট চার্জিং সুবিধাও। আর Reno14 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে আরও শক্তিশালী ৬২০০mAh পাওয়ারের ৫ বছর ডিউরেবল ব্যাটারি। আর এর সঙ্গে থাকবে 50W AIRVOOC™ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

OPPO Reno14 স্মার্টফোনের অন্যান্য ফিচার

ক্যামেরা আর ব্যাটারি পাওয়ারের পাশাপাশি এই স্মার্টফোনটি অন্যান্য দুর্দান্ত ফিচার হাজির করে। OPPO যে Reno14 সিরিজটি অসাধারণ এবং টেকসই। অপ্পো কোম্পানির উভয় মডেলে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনে যে ব্যবহার করা USB পোর্টটিতে আছে সেটি বিশেষ প্ল্যাটিনাম কোটিং।

OPPO Reno14 ফোনটিকে মূলত ক্ষয় এবং আর্দ্রতার হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়াও, Reno14 5G-তে ব্যবহৃত হয়েছে Dimensity 8350 চিপসেট। আর তার সঙ্গে এই স্মার্টফোনটি আপনাকে সাহায্য করবে মাল্টিটাস্কিং, গেমিং ও এআই-এর কাজে।

OPPO Reno 14 স্মার্টফোনটির দাম কত?

এবার আসা যাক দামের প্রসঙ্গে। কারণ এতক্ষণ আপনারা ফিচার জানছিলেন এবার জেনে নিন এই ফোনটি ঠিক কত টাকা দামে আপনি কিনতে পারবেন (OPPO Smartphone Price). OPPO Reno14 Pro 5G স্মার্টফোনের যেটি 12GB+256GB ভ্যারিয়েন্ট তার দাম রাখা হয়েছে ৪৯৯৯৯ টাকা। যেটির 12GB+512GB ভ্যারিয়েন্ট তার দাম রাখা হয়েছে ৫৪৯৯৯ টাকা।

এর পাশাপাশি, Reno14 5G-র যেটি 8GB + 256GB ভ্যারিয়েন্ট, তার দাম রাখা হয়েছে ৩৭৯৯৯ টাকা। যেটি 12GB + 256GB ভ্যারিয়েন্ট তার দাম রাখা হয়েছে ৩৯৯৯৯ টাকা। আর আপনি যদি এই স্মার্টফোনের 12GB + 512GB ভ্যারিয়েন্ট কিনতে চান তাহলে আপনার দাম পড়বে ৪২৯৯৯ টাকা।

আরও পড়ুন: ৩০০০০ টাকার কমে সেরা Gaming Smartphone! বাজেট মোবাইল ফোনের তালিকা দেখুন

উপসংহার

এবার আপনি যদি এই স্মার্টফোন কিনতে চান তাহলে আপনাকে অফিশিয়াল সাইটে নজর রাখতে হবে। এছাড়াও বিভিন্ন শপিং সাইটে এই স্মার্টফোন উপলব্ধ রয়েছে। আপনার বাজেটের মধ্যে একগুচ্ছ সুবিধা-সহ এই স্মার্টফোনটি আপনার জন্য হতে পারে পারফেক্ট চয়েস।

Related Articles

Back to top button