PAN 2.0: সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সকলকে নতুন প্যান কার্ড করতে হবে
PAN 2.0 Features And Benefits
দেশের নাগরিকদের জন্য জরুরী খবর। প্যান কার্ড (PAN 2.0) নিয়ে এই তথ্য জানার দরকার প্রত্যেক নাগরিকের। ভারতবাসীর কাছে আধার কার্ড ও প্যান কার্ড (Pan Card) অতি গুরুত্বপুর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। আপনার কাছে প্যান কার্ড থাকলে বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। তবে এবার সেই প্যান কার্ড সারা দেশে একেবারে ডিজিটাল করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সারা দেশে চালু হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। সেই প্যান কার্ড করাতে হবে সবাইকেই।
PAN 2.0 বলতে কী বোঝায়?
কেন্দ্রের (Central Government) তরফে জরুরি ঘোষণা। ভারতে আসছে নয়া আইন। ইতিমধ্যেই সে বিষয়ে ঘোষণা হয়ে গিয়েছে। দেশের জন্য নয়া আয়কর বিলটি বাদল অধিবেশনেই পেশ হয়েছে। সেই বিল পাস হয়ে গেলেই দেশে লাগু এই আইন লাগু হয়ে যাবে। এও জানা যাচ্ছে, এই আয়কর আইনে তো বড় বদল আসছেই, তার পাশাপাশি বড়সড় পরিবর্তন আসছে PAN কার্ড নিয়েও।
এই PAN 2.0 আসলে কী? কেন্দ্রের তরফে চালু হতে চলেছে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম যার দ্বারা আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর আরও শক্তপোক্ত হবে। এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খ্যাতনামা এক তথ্যপ্রযুক্তি সংস্থা LTIMindtree-কে। দেশে যখন প্রকল্প চালু হবে তখন এক ছাতার তলায় পাওয়া যাবে সব রকম PAN ও ট্যান সংক্রান্ত পরিষেবাগুলি।
স্পষ্টভাবে আলোচনা করলে বলা যায়, PAN 2.0 হল একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আয়কর দফতরের পক্ষ থেকে PAN ইস্যু, সংশোধন, রি-প্রিন্ট সহ যাবতীয় পরিষেবা পাওয়া যাবে আরও দ্রুত ও সহজভাবে। এর মূল লক্ষ্য মূলত করদাতাদের অভিজ্ঞতা আরও স্বচ্ছ করে তোলা ও মসৃণ করে তোলা।
আরও পড়ুন: Pan Card থাকলে 10,000 টাকা জরিমানা! আয়কর বিভাগের ‘এই’ নির্দেশ আপনি জানেন তো?
করদাতারা কী সুবিধা পাবেন?
সে প্রকল্প চালু হলে করদাতারা বিশেষভাবে সুবিধা পাবেন। এতদিন যেটা হত, প্যান সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য মানুষকে আলাদা আলাদা সাইট ও অফলাইনে ঘুরতে হত। কিন্তু PAN 2.0 চালু হওয়ার পর আপনারা একটি মাত্র প্ল্যাটফর্ম থেকেই করতে পারবেন তাঁরা সমস্ত আবেদন, সংশোধন, স্টেটাস চেক ইত্যাদি। স্বাভাবিকভাবে বলা যায়, এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষের হয়রানি কমবে।
কবে থেকে চালু হবে?
নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে, কবে থেকে এই প্রকল্প চালু হবে, অথবা কবে থেকে সমস্ত সুবিধা মিলবে? আসলে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। কেন্দ্রীয় সরকার চাইছে, যত দ্রুত সম্ভব সারা দেশেএই পরিষেবা চালু করা যায়।
আরও পড়ুন: প্যান কার্ডের নিয়মে বড়সড় বদল, পুরোনো কার্ড কি বাতিল হবে? নতুন কার্ড কিভাবে পাবেন?
উপসংহার
মনে করা হচ্ছে, এই ব্যবস্থা চালু হলে আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর আরও মজবুত হবে। তবে মোটামুটি ভাবে বলা যায়, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই এই প্রকল্প লঞ্চ করা হচ্ছে। আর তখন থেকেই সমস্ত সুবিধা পাবেন জনসাধারণ।