Pan Aadhar Link (আধার প্যান লিঙ্ক)

Pan Aadhar Link – প্যান আধার লিঙ্ক করাবার আগে এই নিয়মটি জেনে নিন।

দেশের প্রতিটি নাগরিকের প্যানের সাথে আধার সংযুক্ত (Pan Aadhar Link) করতে হবে, এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর জন্য বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। 31 মার্চের মধ্যে প্যান আধার সংযুক্তি করা বাধ্যতামূলক করা হয়েছিল। এর পরে যদিও এই সময়সীমা বাড়িয়ে 30 জুন করে দেয় সরকার। মূলত গ্রাহকদের সুবিধার্থেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এখন যেসব গ্রাহক নিজেদের প্যানের সাথে আধার যুক্ত করতে চান, তাঁদেরকে 1000 টাকা দিয়ে 30 জুনের মধ্যে এই সংযুক্তি করতে হবে। তবে এই বিষয়ে একটি নতুন নিয়ম এনেছে সরকার, সংযুক্তির আগে সেই নিয়ম জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

দুই টাকার এই পুরাতন কয়েন বিক্রি করে কামান লক্ষাধিক টাকা, জানুন কীভাবে?

কী সেই নতুন নিয়ম?
আসলে, প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্কের (Pan Aadhar Link) সময়সীমা বাড়িয়ে দেওয়ার পরেই ফের অ্যাসেসমেন্ট ইয়ার (AY) ফিরিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে যেসব গ্রাহক 31 মার্চের মধ্যে এই লিঙ্ক করিয়েছেন, তাঁদের জন্য এই অপশনটি ছিল না। তবে আবার এই বিষয়টি চালু করা হয়েছে। ফলে এখন প্যান এবং আধার লিঙ্ক করার সময় ‘AY 24-25 and Other Receipt’ এই অপশন নির্বাচন করতে হবে গ্রাহকদের। লিঙ্ক করার সময় AY জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Ads

প্যানের সাথে আধার যুক্ত করবেন কীভাবে?
(1) আবেদন করার জন্য প্রথমে ইনকাম ট্যাক্সের পোর্টাল অর্থাৎ https://www.incometax.gov.in/iec/foportal/ -এই লিঙ্কটি ভিজিট করতে হবে।
(2) এরপরে, Quick Links অপশনের নীচে থাকা link Aadhar অপশনটিতে ক্লিক করুন।
(3) এবার একটি নতুন ওয়েব পেজ খুলবে , ওই পেজে একটি ফর্ম থাকবে, সেখানে নিজের প্যান নম্বর, আধার নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য (Pan Aadhar Link) সঠিকভাবে প্রদান করতে হবে। সবশেষে 1000 টাকা জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

Advertisement

আগে থেকেই আপনার প্যান এবং আধার যুক্ত আছে কিনা, তা কীভাবে দেখবেন?
(1) স্ট্যাটাস চেক করার জন্যেও ইনকাম ট্যাক্সের পোর্টাল অর্থাৎ https://www.incometax.gov.in/iec/foportal/ -এই লিঙ্কটি ভিজিট করতে হবে।
(2) এরপরে, Quick Links অপশনের নীচে থাকা link Aadhar অপশনটিতে ক্লিক করুন।

Advertisement

(3) এবার নিজের প্যান এবং আধার নম্বর দিয়ে, View Link Adhar Status এই অপশনটিতে ক্লিক করুন। এক্ষেত্রে যদি আপনার প্যানের সাথে আধার যুক্ত করা থাকে, তবে Linked বলে দেখাবে। যদি যুক্ত না থাকে, তবে সত্ত্বর 1000 টাকা দিয়ে যুক্ত করে নিন।

Ads

প্যান আধার লিঙ্ক করা আছে? মনে পড়ছে না? লিঙ্ক হয়েছে কিনা, প্যান নম্বর জানেন না, স্ট্যাটাস চেক, PAN Card হারিয়ে গেছে।

Advertisement
One thought on “Pan Aadhar Link – বদলে গেলো প্যান আঁধার লিঙ্কের নিয়ম, বাঁচাতে পারেন 1000 টাকা, জানুন কীভাবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *