Life Certificate – সমস্ত সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জরুরী নির্দেশ। 30 নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিন

৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দিল সরকার।

সমস্ত সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য লাইফ সার্টিফিকেট (Life Certificate) নিয়ে একটি জরুরী খবর। আপনাদের অতি শীঘ্রই জমা করতে হবে লাইফ সার্টিফিকেট। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না করলে সমস্যায় পড়বেন। তাই সরকারি নির্দেশ মত নভেম্বর মাসের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া জরুরী। সরকারি নির্দেশ বলছে, যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মী, পেনশন গ্রাহকেরা নিজেদের লাইফ সার্টিফিকেট জমা দেবেন।

Life Certificate Instructions By Government

সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল লাইফ সার্টিফিকেট। এই নথি দ্বারা নিশ্চিত করা হয় যে সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকরা এখনো বেঁচে আছেন। সরকার যেহেতু প্রতিমাসে পেনশন গ্রাহকদের একাউন্টে টাকা পাঠিয়ে দেন, তাই লাইফ সার্টিফিকেট নথি দেখিয়ে নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী। প্রতিবছর নির্দিষ্ট সময়ে তাই সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কবে এবং কত তারিখের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়।

সাধারণত, চাকরি পরবর্তী জীবনে অর্থাৎ অবসর জীবনে আয়ের একমাত্র উৎস পেনশন। সাধারণত ৫৮ থেকে ৬০ বছর বয়স থেকেই সকল সরকারি-বেসরকারি কর্মীরা অবসর গ্রহণের পর পেনশন পেয়ে থাকেন। তবে তার জন্য প্রবীণ নাগরিকদের বাধ্যতামূূলকভাবে জীবন প্রমাণপত্র অথবা লাইফ সার্টিফিকেট জমা দিতেই হবে। আদৌ ঠিক লোক সরকারি পেনশন গ্রহণ করছেন কিনা তা নিশ্চিত করতেই এই প্রক্রিয়া চালু করা হয়েছে। আর এবার লাইফ সার্টিফিকেট সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে সরকারি বিজ্ঞপ্তি!

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে সকল পেনশন এবং লাইফ সার্টিফিকেট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর সেই বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছিল, সরকারি পেনশন প্রাপকরা অর্থাৎ যাদের বয়স কিনা ৮০ বছরের কম তাঁরা লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন নভেম্বরের শুরু থেকে অর্থাৎ ১ নভেম্বর থেকে। তবে যারা ৮০ বছরের বেশি বয়সী সেই সকল পেনশন প্রাপকরা ১ অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। আসলে বেশি বয়সী ব্যক্তিদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্যই সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জমা দেওয়ার এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। ডিজিটাল ও অফলাইন আপনারা দুই মাধ্যমেই এই সার্টিফিকেট জমা দিতে পারবেন।

লাইফ সার্টিফিকেট জমা না দিলে কী হবে?

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপনারা যদি লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেন, তাহলে আপনাদের পেনশন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বর মাসের জন্য যে পেনশন প্রাপকদের পাওয়ার কথা ছিল সেই পেনশন তাঁরা পাবেন না। তবে দেরিতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর যদি আপনার পূর্ববর্তী কোনও মাসের পেনশন বাকি থাকে তবে এবার তা পেয়ে যাবেন। কিন্তু এ কথাও মনে রাখবেন, তিন বছর বা তার বেশি সময় লাইফ সার্টিফিকেট যদি জমা না দেন তাহলে পেনশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

সমস্ত পেনশন গ্রাহকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ। কি কি পরিবর্তন হলো জেনে নিন

কীভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন?

আপনারা বাড়িতে বসে অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। এছাড়া, পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়েও বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে লাইফ সার্টিফিকেট সাবমিট এবং আপডেট করা সম্ভব। আর যে সকল পেনশন প্রাপকদের প্রধানত হাঁটা চলার সমস্যা আছে বা হাঁটুর সমস্যা রয়েছে তাঁদের সুবিধার জন্য বাড়িতেই ব্যাঙ্কের লোক এসে নথি সংগ্রহ করে নিয়ে যাবেন। এক্ষেত্রে ডোরস্টেপ ব্যাঙ্কিং এজেন্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রাপকদের বাড়ি থেকে ডকুমেন্ট সংগ্রহ করা হবে।

Related Articles

Back to top button