জ্বালানী তেল

রাজ্য তথা সারা দেশ জুড়ে জ্বালানী তেল হিসেবে পেট্রোল, ডিজেলের দাম বাড়লে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। আর এই জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেলে এর সাথে সাথে যুক্ত অন্যান্য জিনিসে দাম বেড়ে যায়। কারণ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য পৌঁছতে ব্যবহৃত যানবাহন চলে এই জ্বালানী তেলের সাহায্যে। সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন ব্যয় বহুলাংশে নির্ভরশীল এই পেট্রোল ডিজেলের ওপরেই।

Advertisement

জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারের ওপরে নির্ভর করে।

বদল এলো পেট্রোল ডিজেলের দামে। দেখে নেওয়া যাক, বিভিন্ন শহরে দাম কত হল। শনিবার অর্থাৎ, ১১ ই মার্চ আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম। এই দাম বৃদ্ধির জেরে দেশীয় বাজারে এবার কমল জ্বালানির দাম। সপ্তাহান্তে দেশের বিভিন্ন শহরে পরিবর্তন হল জ্বালানির দাম। শনিবার হিমাচল প্রদেশে পেট্রলের দাম কমল ৬৩ পয়সা।

দাম কমার পর হিমাচল প্রদেশে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৫.০৭টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৪.৩৮ টাকায় দাঁড়িয়েছে। হিমাচল ছাড়াও জ্বালানির দাম কমেছে হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গনা-সহ আরও অনেক রাজ্যে। পাশাপাশি, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। যেসব রাজ্যে বাড়ল পেট্রোলের দাম- পঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র।

Ads

প্যান আধার লিঙ্ক করা থাকলেও দেখুন, নাহলে SEBI এর সিদ্ধান্তে বিপদের সম্মুখীন হতে পারেন আপনিও।

যেসব রাজ্যে কমল পেট্রোলের দাম- হিমাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানা। তবে দামে বদল এলেও দেশের চার মহানগরীতে জ্বালানির দামে কোনও পরিবর্তন ঘটেনি। আজ কলকাতা-সহ দেশের অন্যান্য বড় শহরগুলিতে কত টাকা দরে বিকোচ্ছে জ্বালানি, তা দেখে নেওয়া যাক। কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম।

Advertisement

কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায় এবং এখানে ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০২.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা। রাজধানী দিল্লিতে দাম অবশ্য এই তিন মহানগরীর চেয়ে বেশ অনেকটাই কম। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৭২টাকা এবং ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। দেশের অন্যান্য বড় শহরগুলিতেও অবশ্য জ্বালানির দামে বিশেষ হেরফের হয় নি।

Advertisement

ফ্রী রেশন নিচ্ছেন? এবার থেকে নিজের বাড়ি, গাড়ি থাকলে রেশন পাবেন না, সরকারের নতুন নিয়ম জেনে নিন।

ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার রয়েছে প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম নেওয়া হচ্ছে ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম নেওয়া হচ্ছে ৯৩.৭২ টাকা।এলাহাবাদে বর্তমানে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং এখানে ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।
Written by Parna Banerjee.

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *