Petrol Pump Business: ভারতে পেট্রোল পাম্প ব্যবসা করে বিরাট মুনাফা করুন। লাইসেন্স, আবেদন, ব্যবসার লাভ সম্পর্কে জানুন খুঁটিনাটি
Petrol Pump Business In India
ভারতবর্ষে পেট্রোল পাম্পের ব্যবসা (Petrol Pump Business) করে বহু মানুষ কোটি কোটি টাকা রোজগার করেন। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে এই ব্যবসা কিভাবে শুরু করা যায়? কিভাবে এই ব্যবসার জন্য আবেদন করা যায়। আজকের এই প্রতিবেদনে পেট্রোল পাম্প বিজনেস নিয়েই সমস্ত তথ্য আলোচনা করা হল। দেখে নেওয়া যাক।
Petrol Pump Business In India
ভারতে পেট্রল পাম্প চালিয়ে বড়লোক হয়েছেন অনেকেই। খুব স্বাভাবিকভাবেই এটি অনেকের কাছে লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। সারা দেশে কোটি কোটি গাড়ি ছোটে যার কারণে তুঙ্গে থাকে পেট্রল ও ডিজেলের চাহিদা। যার জোগান দেয় এই ফুয়েল স্টেশনগুলি। পেট্রোল পাম্পের ব্যবসায় লাভ আসে ভালই। তবে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা দরকার হয়।
পেট্রোল পাম্প ব্যবসার লাভের উৎস
পেট্রোল পাম্পের ব্যবসার লাভ মূলত নির্ভর করে এর সঠিক অবস্থান, ওই পেট্রোল পাম্প থেকে প্রতিদিন বিক্রির পরিমাণ, এছাড়া খরচ ও তেল বিপণন সংস্থাগুলির (OMC) কমিশনের হারের উপর। প্রতি লিটার পেট্রোল বিক্রিতে কমিশন পাওয়া যায় প্রায় ১.৫ টাকা থেকে ৩ টাকা।
আর ডিজেলে কমিশন পাওয়া যায় প্রায় ২ টাকা থেকে ৩ টাকা অবধি। তাও এই হার বদলাতে পারে। একটি হিসেব এরম বলা যায় যে, শহরে গড় পাম্প থেকে দৈনিক ১০,০০০ থেকে ২০,০০০ লিটার তেল বিক্রি হলে দৈনিক কম বেশি মিলিয়ে তার উপার্জন হতে পারে ১৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা অবধি।
বিজনেস থেকে বাড়তি আয়ের সুযোগ
বহু পেট্রোল পাম্প শুধুমাত্র যে জ্বালানি বিক্রির ওপর নির্ভর করে তা নয়। বিভিন্ন স্ন্যাকস, ঠান্ডা পানীয়, এছাড়া গাড়ির সামগ্রী ইত্যাদি বিক্রি করে তাঁরা বাড়তি রোজগার করে। আর একটি আয়ের সুযোগ হল ডিজেল ডেলিভারি করা। অনেক পাম্প থেকে ডিজেল ডেলিভারি করা হয় আর সেখান থেকেও বাড়তি ইনকাম আসে। তবে মনে রাখবেন পাম্প খোলার জন্য অন্ততপক্ষে ২০ লক্ষ থেকে ২ কোটি পর্যন্ত বিনিয়োগ করতে লাগে।
পেট্রোল পাম্প খোলার জন্য যোগ্যতা
১) একটি পেট্রোল পাম্প খোলার জন্য আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। ২) আপনার বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। ৩) শিক্ষাগত যোগ্যতা হতে হবে ১০+২. তবে গ্রামাঞ্চলে ছাড় দেওয়া আছে, ৪) আগের থেকে নিজের বা লিজে নেওয়া জমি থাকতে হবে।
বিজনেসের লাইসেন্সের জন্য আবেদন
আপনি যদি পেট্রোল পাম্প খুলতে চান আর তার ব্যবসা করতে চান, তাহলে আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ জেনে নিন।
১) প্রথমে petrolpumpdealerchayan.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ২) এরপর রেজিস্ট্রেশন করে নিন ও নিজের প্রোফাইল তৈরি করে নিন। ৩) এরপর অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নিতে হবে আর সেটি জমা দিতে হবে। ৪) তারপর পাম্পটি যেখানে খুলবেন সেই জমির অবস্থান খতিয়ে দেখা হয়। ৫) তারপর কম্পিউটারাইজড লটারি বা বিডিংয়ের মাধ্যমে সেটি নির্বাচন হয়।
আরও পড়ুন: কম বিনিয়োগে ডবল মুনাফার ব্যবসায়ী আইডিয়া। মাত্র কয়েক হাজার টাকা সফল ব্যবসা
উপসংহার
পেট্রোল পাম্পের ব্যবসা করে অনেক মানুষ অল্প সময়ে মোটা পুঁজি করেছে। আজকের প্রতিবেদনে পেট্রোল পাম্প এর ব্যবসা সম্পর্কে বিস্তারিত বলা হলো। আপনারাও যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেই লক্ষ্য পূরণ করতে পারেন।