Pradhan Mantri Jan Dhan Yojana Over draft Facility (জনধন ব্যাংক একাউন্ট)

ভারতের প্রত্যেকটি জনগনের জন্য ব্যাংক একাউন্ট করার লক্ষ্যে কেন্দ্র সরকার চালু করেছিলো Pradhan mantri Jan Dhan Yojana তথা জনধন যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিলো সকলকে জিরো ব্যাল্যান্স এর সেভিংস একাউন্ট (Zero Balance Savings Account) করে দিয়ে সমস্ত সরকারি প্রকল্পের টাকা হাতে হাতে না দিয়ে সরাসরি গ্রাহকের ব্যাংক একাউন্টে দেওয়ার নিয়ম চালু করে। যার ফলে দুর্নীতি অনেকটাই রোখা গেছে, বলে কেন্দ্র সরকারের দাবী। এবার এই Pradhan mantri Jan Dhan Yojana বা জনধন একাউন্ট নিয়ে নয়া ঘোষণা। জেনে নিন বিস্তারিত।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সুখবর শোনা যাচ্ছে। Pradhan mantri Jan Dhan Yoajna কথা তো আমরা সকলেই জানি। যাদের যাদের জন ধন যোজনার আওতায় একাউন্ট রয়েছে তারা নাকি পেতে চলেছেন 10000 করে টাকা প্রত্যেকে, এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই অনেকের একাউন্টে নাকি ঢুকেও গেছে এই টাকা। বাকিদের একাউন্টেও খুব শীঘ্রই টাকা ট্রান্সফার হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উৎসবের মরশুমে দেশের মানুষ এটিকে কেন্দ্রীয় সরকারের উপহার বলেই মনে করছে একপ্রকার।

Pradhan Mantri Jan Dhan Yojana Bank Account

তো চলুন জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি জানানো হয়েছে এই Jan Dhan Yojana এর ১০০০০ টাকা নিয়ে।
কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য জনমুখী প্রকল্প হলো এই জন ধন যোজনার একাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে এই স্কিমের সূচনা করেন। এই স্কিমের মাধ্যমে সাধারণত যে সমস্ত গরীব অসহায় মানুষেরা ব্যাংকে একাউন্ট খুলতে পারেন না অথবা তাদের টাকা পয়সা জমা রাখতে পারেন না তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় সরকারের তরফ থেকে।

Ads

জনধন একাউন্টের সুবিধা

সেই কারণে প্রধানমন্ত্রী এই স্কিমের স্লোগান দিয়েছিলেন “মেরা খাতা ভাগ্য বিধাতা।” জন ধন যোজনার অধীনে ব্যাংক একাউন্ট চালু করার জন্য কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না ব্যাংকের তরফ থেকে। ফলে সকল দরিদ্র মানুষরাও ব্যাংক একাউন্ট এর সুবিধা পান। মূলত জন ধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের ২ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স কভারেজ দেওয়া হয়ে থাকে সরকার মারফত। HDFC Ergo সংস্থা মারফত প্রদান করা হয় এই ইন্সিওরেন্সের অর্থ।

Advertisement

রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন এই টাকা?

এছাড়াও এই জন ধন যোজনার আরো অনেক সুবিধা রয়েছে। যেমন এখানে দশ বছরের কম বয়সী শিশুর ও একাউন্ট চালু করা যায়। যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই খোলা যায় এই যোজনার অ্যাকাউন্ট। এই একাউন্টে সঞ্চিত অর্থের ওপর আপনাকে ভালো পরিমাণ সুদের হারও দেওয়া হয়। সেইসঙ্গে আপনি পেয়ে যান Rupay ডেবিট কার্ডের সুবিধা। যেটি আপনাকে বিনামূল্যে প্রদান করা হয় ব্যাংক মারফত।

Advertisement

Pradhan Mantri Jan Dhan Yojana Over draft Facility

কিন্তু এই জন ধন একাউন্ট এর মাধ্যমে ১০০০০ টাকার সুবিধা কিভাবে পাওয়া যায়?
Jan Dhan Yojna এর একাউন্টে রয়েছে ওভার ড্রাফ্ট ফেসিলিটি। এই সুবিধার মাধ্যমে আপনার একাউন্টে যদি কোন ব্যালেন্স নাও থাকে তবুও আপনি ১০ হাজার টাকা পর্যন্ত অর্থ তুলতে পারেন। এই সুবিধাটি আপনাকে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার মারফত। Jan Dhan Yojana এর একাউন্ট খুললেই একজন ব্যক্তি পেয়ে যান ২০০০ টাকার ওভার ড্রাফ্ট সুবিধা। তবে যে সমস্ত ব্যক্তির একাউন্ট ছয় মাসেরও বেশি পুরনো তারা ১০০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা উপভোগ করে থাকেন।

Ads

 লক্ষীর ভান্ডার প্রকল্পে ডাবল টাকা! পুজোর মাসে মা-বোনেদের জন্য বিরাট সুখবর।

আর এই ওভার ড্রাফ্ট ফ্যাসিলিটি তাদের অ্যাকাউন্টের স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। আগে Jan Dhan Yojana এর একাউন্টে ৫০০০ টাকা ওভার ড্রাফ্ট দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ১০০০০ টাকা পর্যন্ত করা হয়েছে জনগণের সুবিধার জন্য। দেশের সমস্ত দুস্থ নাগরিকদের ব্যাংক একাউন্টের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ এটি।

যদিও এই টাকা পরবর্তীতে ভাগে ভাগে ফেরত দিতে হবে। তবে এই মুহুর্তে কোনও গ্যারান্টি বা মর্টগেজ বা ভালো আয়ের উৎস না থাকলে জেমনন কোনও লোন মেলে না। এই প্রকল্পের ফলে অধিকাংশ গ্রাহক নিজের প্রয়োজনে Pradhan Mantri Jan Dhan Yojana Over draft Facility সুবিধাটা নিতে পারবেন।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন। আপনার একাউন্ট টি জনধন যোজনার কিনা সেটাও সেখান থেকে জানতে পারবেন।
আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *