হোলির আগেই দেশের কৃষকদের জন্য PM Kisan নিয়ে বিশেষ খুশির খবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা ঢোকার দিন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার পিএম কিষাণের ৪ বছর পূর্তি উপলক্ষে ভারতের সকল কৃষকদের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন। চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত।
PM Kisan প্রকল্পের টাকা পেলে বেশ উপকৃত হন রাজ্য তথ্য দেশের কৃষকেরা।
কৃষিমন্ত্রীর করা সেই টুইটে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ফেব্রুয়ারি পিএম কিষাণের ১৩তম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন করবেন। এখনও পর্যন্ত কৃষকদের ১২টি কিস্তির টাকা দিয়েছে সরকার ৷ ১২ তম কিস্তিটি ছিল গত বছরের অক্টোবরে, তখন শেষ বারের মত টাকা পেয়েছেন কৃষকরা। ১৩ তম কিস্তিতে আপনি টাকা পাবেন কিনা, তা নিশ্চিত করতে PM Kisan Yojana এর নতুন তালিকায় আপনার নাম আছে কিনা দেখতে পারেন।
ফেব্রুয়ারি মাসে যারা PM Kisan – এর টাকা পাবেন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পোর্টালে সেইসব কৃষকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই তালিকায় নিজের নাম আছে কিনা দেখতে চান তবে, আপনাকে এই পোর্টালে যেতে হবে। পোর্টালে আপনি শুধুমাত্র আপনার নামই নয়, আপনি আশপাশের এবং পুরো গ্রামের মানুষের নামও চেক করতে পারবেন।
কীভাবে আপনার নামের স্টেটাস চেক করবেন?
এক, নিজের নামের স্টেটাস দেখতে গেলে প্রথমেই আপনাকে PM কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।
দুই, এবার Farmer Corner এ ক্লিক করুন। এখানে সুবিধাভোগী তালিকায় আপনার নাম আছে কিনা খুঁজুন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে নতুন ব্যবসা করেই আয় করুন বার্ষিক আট লক্ষ টাকা। কীভাবে দেখে নিন।
তিন, আপনার নামের পাশে ই-কেওয়াইসি, যোগ্যতা এবং ল্যান্ড সাইডিংয়ের সামনে ‘YES’ বা ‘NO’ লেখা আছে কি না তা পরীক্ষা করতে হবে।
চার, উপরের তিনটি স্ট্যাটাসের পাশে যদি ‘YES’ লেখা থাকে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন, কারণ ১৩তম কিস্তি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
পাঁচ, তবে, যদি এইগুলির কোনও একটিতে ‘NO’ লেখা থাকে তবে আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।
বাংলার নতুন প্রকল্প, আপন বাংলা কার্ড, এই কার্ড কিভাবে করবেন, কি কি সুবিধা পাবেন।
কিস্তি বন্ধ হয়ে গেলে কৃষকদের এই হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করা উচিত- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092। এখানে ফোন করে আপনি, আপনার সমস্যা খুলে বলুন। এখানে কৃষকদের সব রকমের সমস্যার সমাধান করা হয়। এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধির ১৩তম কিস্তির বিষয়ে কৃষকরা অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in- এ যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।
Written by Parna Banerjee.