PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষান যোজনার ২১ তম কিস্তির টাকা কবে দেবে? প্রত্যেক কৃষক বন্ধু কত টাকা করে পাবেন?
PM Kisan Yojana 21st Installment Date

দেশের কৃষকদের জন্য ভালো খবর। প্রধানমন্ত্রী কিষান যোজনার (PM Kisan Yojana) ২১ তম কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কৃষকেরা। কিছুদিন আগেই পেয়েছেন ২০ তম কিস্তির টাকা। ২১ তম কিস্তির টাকা ঢোকার জন্য যারা অপেক্ষায় আছেন, এই প্রতিবেদন তাঁদের জন্য। আজকের প্রতিবেদনে থাকছে প্রধানমন্ত্রী কিষান যোজনার গুরুত্বপূর্ণ আপডেট।
PM Kisan Yojana In India
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) দেশের কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। প্রতি চার মাসে ২,০০০ টাকা জমা হয় সরাসরি কৃষকদের একাউন্টে। গত মাসে দেশের অধিকাংশ কৃষকবন্ধুদের অ্যাকাউন্টে ঢুকে গেছে যোজনার ২০ তম কিস্তির টাকা। আর এবার সবার অপেক্ষা ২১তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে।
কিষান যোজনার টাকা কেন গুরুত্বপূর্ণ?
প্রধানমন্ত্রী কিষান যোজনার (PM Kisan) টাকা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকবন্ধুরা এই টাকা দিয়ে খারিফ মরসুমের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন বীজ, সার বা অন্যান্য দ্রব্য সামগ্রী কিনতে পারেন। এর দ্বারা গ্রামের অর্থনীতি এতে চাঙ্গা হয়, কৃষক বন্ধুদের ঋণ নেওয়ার প্রবণতা কমে।
কারা কিষান যোজনার টাকা পাবেন?
প্রকল্পের টাকা পেতে হলে যে যে যোগ্যতা থাকতে হবে সেগুলি হলো-
- আবেদনকারী কৃষককে ভারতীয় নাগরিক হতে হবে।
- শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই আবেদন জানানোর জন্য যোগ্য।
- যারা মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পান তাঁরা এই সুবিধা পাবেন না।
- এই প্রকল্পে আবেদনকারীকে পেশায় কৃষক হতে হবে। তাই যারা স্থায়ী চাকরি বা কোনো অন্য পেশায় আছেন তাঁরা আবেদন জানাতে পারবেন না।
- যদি কৃষিকের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিংক না করা থাকে, তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। তাই মনে রাখা দরকার, কিষান যোজনার টাকা পেতে অবশ্যই আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর তার সঙ্গে e-KYC থাকা আবশ্যক।
আরও পড়ুন: ৭ লাখ কৃষক বন্ধুর একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কৃষক, ভাগ চাষী, দিন মজুর সবাই পাবে
প্রধানমন্ত্রী কিষান যোজনার আবেদন প্রক্রিয়া
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যদি আবেদন জমা করতে চান, তাহলে প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- তারপর সেই ওয়েবসাইট থেকে ক্লিক করতে হবে “New Farmer Registration” অপশনে।
- সেখান থেকে রেজিস্ট্রেশন করার পর আপনার সমস্ত তথ্য আর তার সঙ্গে ব্যাংক একাউন্ট ডিটেলস উল্লেখ করুন।
- আপনার সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন।
- আবেদনটি একবার চেক করে নিয়ে সেটি সাবমিট করে দিন।
অনলাইনে স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
পিএম কিষানের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংরক্ষণ করে রাখুন রেজিস্ট্রেশন নম্বরটি। এরপর কিছুদিন পর অনলাইনে চেক করতে হবে PM Kisan Status. আপনার আবেদন সফল হলে Success দেখাবে। আপনি সময়মতো টাকা পেয়ে যাবেন। e-KYC না করলে কিস্তির টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে।
২১ তম কিস্তির টাকা কবে ঢুকবে?
কৃষকেরা জেনে রাখুন, সবে মাত্র ২০তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। তাই এখনো পর্যন্ত ২১তম কিস্তির টাকা দেওয়ার জন্য সঠিক তারিখ ঘোষণা করা হয়নি। ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল ২০ তম কিস্তির টাকা। তাই প্রতি চার মাস পর অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ২১তম কিস্তির টাকা আসার সম্ভাবনা আছে। এই টাকা সরাসরি ক্রেডিট হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুন: প্রত্যেককে ১৫০০০ টাকা করে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় আবেদন করুন
উপসংহার
দেশের কৃষকরা এই প্রকল্পের দ্বারা দারুণভাবে উপকৃত। প্রতিবছর লাখ লাখ কৃষক যোজনার দ্বারা উপকার পেয়ে থাকেন। আপাতত ২১ তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকেরা অপেক্ষা করে আছেন। সঠিক সময়ে টাকা ঢুকে যাবে। তবে তার জন্য কৃষকদের কিছুদিন অপেক্ষা করতে হবে।



