প্রধান মন্ত্রী কিষান সম্মান, কৃষক বন্ধু, PM kisan krishak bandhu

PM Kisan Yojana পোর্টালে বদল, না জানলে টাকা ঢুকবে না।

দেশজুড়ে কৃষকদের জন্য ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার PM Kisan Yojana নামে এটি নতুন প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের পুরো নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে কৃষকদের ৩টি কিস্তিতে ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। অধিকাংশ কৃষক তাদের নির্দিষ্ট নথিপত্র জমা দিয়ে পিএম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন।

Advertisement

সূত্রের খবর এখনো পর্যন্ত 13 তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন দেশের কৃষকেরা। এবার 14 তম কিস্তির টাকা আসার আগেই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা পোর্টালে বেশ কিছু পরিবর্তন করেছে। যদি পিএম কিষাণ যোজনার উপভোক্তা হন তাহলে অবশ্যই এই নতুন পরিবর্তন সম্বন্ধে একবার জেনে নিন।

PM Kisan Yojana status check

বেনিফিশিয়ারী স্ট্যাটাস (Beneficiary Status Change) এর পরিবর্তন– পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস দেখতে গেলে এবার থেকে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে পোর্টালে গিয়ে Know Your Registration Number অপশনে ক্লিক করতে হবে।

Ads

এরপর আধার এবং মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড পূরণ করলেই রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন।
এবার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে চাইলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ক্যাপচা কোড পূরণ করে Get Data-তে ক্লিক করলেই আপনার Beneficiary Status দেখতে পারবেন।
ফার্মার্স কর্নার (Farmers Corner)– পোর্টালে Farmers কর্নার অপশনে নতুন ফিচার যোগ করা হয়েছে।

Advertisement
ফ্রি রেশন (Free Ration Scheme on FCI NFSA)

যদি কোনো কৃষক এই বেনিফিট নিতে না চান, তাহলে তিনি সারেন্ডার করতে পারেন সেক্ষেত্রে Volunteery Surrender of PM Kisan Benefits অপশনে ক্লিক করতে হবে।
বানান ভুল থাকলে সংশোধন করতে পারেন।

Advertisement

বানান ভুল সংশোধন

পিএম কিষাণ যোজনার পোর্টালে বানান সহ অন্যান্য কোনো তথ্য ভুল থাকলে সংশোধন করে নিতে পারেন। এক্ষেত্রে আধার নম্বরে নামের যে বানান থাকবে, সেটাই পোর্টালে দিতে হবে। তা না হলে পরবর্তীতে টাকা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে। তাই পোর্টালে গিয়ে Name Correction As Per Aadhaar অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সঠিক নামের বানান লিখে দিতে হবে।

Ads

PM Kisan Yojana mobile app

পি এম কিষাণ মোবাইল অ্যাপ (PM Kisan Mobile App)– এবার থেকে পিএম কিষাণ যোজনার সম্পূর্ণ তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমেও পেয়ে যাবেন। পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট থেকে এর লিংক দেওয়া রয়েছে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ যোজনার মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

আরও পড়ুন, পোস্ট অফিসের নতুন স্কীম! প্রতিমাসে পাবেন নগদ 5550 টাকা, সাথে নিশ্চিত ডবল মুনাফা।

দেশজুড়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) পোর্টালে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনগুলি এখানে জানানো হলো। যাতে নিয়মিত ব্যাংক একাউন্টে কৃষকদের টাকা পৌঁছে যায়। কোনো সমস্যা তৈরি না হয়। সেজন্য পোর্টালের এই নতুন পরিবর্তনগুলি সম্বন্ধে জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *