PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্পে ২০ তম কিস্তির আপডেট। এই কাজ না করলে আর পাবেন না টাকা।
PM Kisan Yojana Scheme
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কিষানদের জন্য পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্প চালু করেছিলেন আগেই। এই প্রকল্পের দ্বারা উপকৃত হন শত, সহস্র কৃষক পরিবার। তবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে আপনাকেও। জানানো হচ্ছে যে, এই বিশেষ কাজ না করলে আপনারও টাকা আসা আটকে যাবে। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
PM Kisan Yojana Scheme 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প চালু করায় কিষানদের মুখে হাসি ফুটেছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষকরা সরকারি প্রকল্পটির (Government Scheme) দ্বারা সরাসরি নিজ অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এই আর প্রকল্পের ২০ তম কিস্তির টাকা পাঠানো হতে চলেছে শীঘ্রই।
পিএম কিষান যোজনা প্রকল্পের সুবিধা
পিএম কিষান যোজনা প্রকল্পের দ্বারা কৃষকরা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা পান কেন্দ্র সরকারি তরফে। তবে এবার পাঠানো হতে চলেছে ২০ তম কিস্তির টাকা। আর এই টাকা পেতে গেলে অতি অবশ্যই আপনাকে আগে থেকে ই-কেওয়াইসি করতে হবে। ই-কেওয়াইসি যদি না করা থেকে, তাহলে কৃষকরা আর টাকা পাবেন না।
আসলে প্রধানমন্ত্রী কিষান যোজনা হল নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের আওতায় এ-দেশের ছোট এবং প্রান্তিক কৃষকদের প্রতি বছরে ৬০০০ টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে। টাকা আসে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত শেষ কিস্তি অর্থাৎ ১৯ তম কিস্তিটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছিল। আর এবার চলছে ২০ তম কিস্তির প্রস্তুতি।
আরও পড়ুন: কৃষক বন্ধুর পরের কিস্তির টাকা কবে ঢুকবে? কিভাবে স্ট্যাটাস চেক করবেন? নতুন আবেদনের পদ্ধতি দেখে নিন
এই নিয়ম না মানলে টাকা পাবেন না!
সম্প্রতি সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, যদি ওটিপি-ভিত্তিক ই-কেওয়াইসি না করা হয় তাহলে এবার থেকে আর এই প্রকল্পের আর টাকা পাওয়া যাবে না। একজন কৃষক যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে কিন্তু প্রকল্পের টাকা পাবেন না। তাই বলা হচ্ছে, ই-কেওয়াইসি দ্রুত সম্পন্ন করে নিতে। জুনের মধ্যে যদি এটি না করেন তাহলে ২০ তম কিস্তির টাকাও ঢুকবে না। আর ২০ তম কিস্তির টাকা আসার কথা জুন মাসের মধ্যেই।
ই-কেওয়াইসি করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ
ই-কেওয়াইসি করার জন্য প্রয়োজন হবে শুধুমাত্র আপনার আধার নম্বর এবং সেই নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইলটি। আসুন পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক।
- আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/-এ ভিজিট করতে হবে।
- এবার ডান দিকের Farmers Corner অপশনে যেতে হবে আর সেখানে গিয়ে ‘e-KYC’ লেখাতে ক্লিক করতে হবে।
- এর পরের ধাপে নিজের আধার নাম্বার টাইপ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
- এবার খেয়াল করবেন যে আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি আসছে।
- ওটিপিটি সঠিক জায়গায় বসিয়ে সাবমিট করে দিন।
- এতেই আপনার ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের 5 লাখ টাকার সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে পাবেন?
উপসংহার
আপনাদের জেনে রাখা দরকার যে, ৩০ জুনের মধ্যে যদি ই-কেওয়াইসি সম্পন্ন করে নিতে হবে। নয়তো আপনার অ্যাকাউন্টে পিএম কিষান যোজনা কিস্তির টাকা আর আসবে না। আর ভবিষ্যতেও এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন।