দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছিলেন পিএম কিষাণ যোজনার(PM Kisan Yojana). বিগত কয়েক বছর ধরে এই প্রকল্পে আবেদন করেছেন অনেকেই। সুবিধাও পেয়েছেন অনেক কৃষক। বিশেষ করে কৃষকদের অবস্থার উন্নতি ও আয় বৃদ্ধির উদ্দেশ্যে সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া পিএম কিষান যোজনা নিয়ে(PM Kisan Yojana) সম্প্রতি নতুন আপডেটটি সামনে এল। দেশের কৃষকেরা যারা এই প্রকল্পের জন্য নিজের আবেদন সাবমিট করেছিলেন, সেই কৃষকদের করতে হবে একটি বিশেষ কাজ। কোন কাজ করতে হবে? সেই সম্পর্কিত সম্পূর্ণ আপডেট রইল আজকের প্রতিবেদনে।
দেশে চালু হতে চলেছে ডিজিটাল কৃষি মিশন! কৃষকদের স্বার্থে সাতটি প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র
PM Kisan Yojana 2024 | পিএম কিষান যোজনা ২০২৪
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojana) যোজনা শুরু করার পর থেকে কৃষকদের একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে। পাশাপাশি, কিষাণ যোজনা প্রকল্প টিকে পরিবর্তন করে তাঁকে আরও উন্নত করারও চেষ্টা করা হয়। কৃষকদের সুবিধা বৃদ্ধির ঘোষণাও হয় মাঝে মধ্যে। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারি স্কিম প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan Yojana) নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
আর সেই আপডেট জানা খুব জরুরী প্রত্যেক কৃষকের জন্যই। পিএম কিষান যোজনা প্রকল্পে আবেদন জানানো প্রত্যেক কৃষক জেনে নিন, আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে যদি না আপনারা এই কাজটি করেন। নিশ্চয়ই ভাবছেন কোন কাজ? তাহলে জেনে নিন, একজন কৃষক যদি কোন একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্টেশন করে থাকেন তাহলে তিনি কিন্তু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
ইতোমধ্যে পিএম কিষান যোজনা প্রকল্প সম্পর্কে সরকার জানিয়েছে, যে সকল কৃষকরা নিজেদের একই মোবাইল নম্বর থেকে দুই অথবা তার বেশি রেজিস্টেশন করে ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan Yojana) প্রকল্পের সুবিধা পেতে পারবেন না। এছাড়া, কোনো কৃষক যদি তাঁদের একটি মোবাইল নম্বর থেকে দুই অথবা ততোধিক রেজিস্টেশন করে থাকেন, তবে শীঘ্রই তাঁকে সেই নম্বরটি পরিবর্তন করতে হবে। যদি তিনি প্রকল্পের সুবিধা পেতে চান।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট! সবাই ডিসেম্বর থেকে টাকা পাবেন! জেনে নিন বিস্তারিত
PM Kisan Yojana New Update 2024
পিএম কিষান যোজনা(PM Kisan Yojana) স্কিম সম্পর্কে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ জারি করা হয়েছে, যে কৃষকদের মোবাইল নম্বর আপডেট করার জন্য সময় দেওয়া হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত। এই সময় সীমার মধ্যে আপনারা নিজেদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
এখন প্রশ্ন হল, মোবাইল নম্বরটি আপডেট করবেন কিভাবে? সেক্ষেত্রে জেনে রাখুন, উল্লিখিত শেষ তারিখের আগে কৃষকরা পোর্টালের হোমপেজে দেওয়া ‘আপডেট মোবাইল নম্বর’ অপশনে ক্লিক করবেন। আর সেখান থেকেই তাঁরা ফোন নম্বরটি আপডেট করতে পারবেন। এছাড়া মোবাইল নম্বর আপডেট করা যাবে আপনাদের নিকটবর্তী CSC কেন্দ্র থেকেও।
কোন সুবিধাভোগী কৃষক যদি এই নির্দেশ না মানেন, তাঁর একাউন্টে প্রকল্পের অর্থ আসবে না। তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। একই মোবাইল থেকে একাধিক রেজিস্টেশন করা কৃষকদের জন্য কড়া বার্তা সরকারের। কৃষকদের অবিলম্বে মোবাইল নম্বর আপডেট করতে বলা হচ্ছে। এখন যদি কেউ এটি না করে থাকেন তবে এই স্কিমের পরবর্তী কিস্তির অর্থ পাবেন না।