PM Mudra Yojana Loan

PM Mudra Yojana Loan – দেশের যেকোনো প্রান্ত থেকে করা যাবে এর জন্য আবেদন।

দেশের তরুণ প্রজন্মের ওপরে (PM Mudra Yojana Loan) ভিত্তি করে এগিয়ে চলে দেশ। পড়াশোনার পর কেউ করেন চাকরি, তো কেউ বা করেন ব্যবসা। তবে ব্যবসা শুরু করতে প্রয়োজন হয় পুঁজির। আবার কোন একটি ছোট ব্যবসাকে বড় করতেও প্রয়োজন হয় পুঁজির। সরকারি-বেসরকারি নানা জায়গায় এখন ছোট ছোট নানান নন-কর্পোরেট উদ্যোগগুলিকে ডানা মেলতে দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ। এমনই একটি সরকারি উদ্যোগ হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।

Advertisement

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আসলে কি? (PM Mudra Yojana Loan)
এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেখানে গ্রামীণ এলাকায় নন-কর্পোরেট ছোট উদ্যোগগুলি নতুনভাবে শুরু করতে বা আরো তার সম্প্রসারণ ঘটানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় ঋণ। উপরন্তু সময়মতো ঋণ পরিশোধ করলে পাওয়া যায় ঋণে সুদের হার মুকুবের সুবর্ণ সুযোগ।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অন্তর্গত ঋণের প্রকারভেদ-
এই যোজনার অন্তর্গত ঋণগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
১) শিশু ঋণ- এই ঋণের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ঋণ।
২) কিশোর ঋণ- এই ঋণের আওতায় আবেদনকারীরা পেয়ে যান ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। (PM Mudra Yojana Loan)
৩) তরুণ ঋণ- এর অধীনে আবেদনকারীরা পেয়ে যান ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

Ads

ব্যাংকে একাউন্ট রাখতে হলে, মানতে হবে এই নিয়ম, RBI এর কড়া নির্দেশ

কারা আবেদনযোগ্য? (PM Mudra Yojana Loan)
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে যেকোনো ছোট ব্যবসায়ী, ছোট দোকানদার, যারা ছোটখাটো শিল্পের সঙ্গে যুক্ত সকলেই নিতে পারবেন এই ঋণের সুবিধা। শুধুমাত্র প্রয়োজন হবে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন ছবি, ব্যবসায়ী শংসাপত্র ইত্যাদির।

Advertisement

লটারি কাটার গোপন কৌশল, এই নম্বর গুলো পেলে কিনে নিন, আর দেখুন ম্যাজিক

ঋণ নেওয়ার জন্য আবেদন পদ্ধতি-
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অন্তর্গত শিশু মুদ্রা ঋণ প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার জন্য প্রয়োজন হবে না কোনো গ্যারান্টারের। এমনকি দিতে হবে না কোন চার্জও (PM Mudra Yojana Loan)। তবে বিভিন্ন ব্যাংকে এই ঋণে সুদের হার বিভিন্ন রকম হতে পারে। সকল আবেদনকারীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যে বার্ষিক ৯ থেকে ১২ সুদের শতাংশ হারে ঋণ নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী ব্যাংকের আধিকারিকদের সঙ্গে।

Advertisement

আরো বিশদে জানতে ক্লিক করুন অফিসের ওয়েবসাইট
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Ads

রাজ্যের বিদ্যুৎ দপ্তর প্রচুর সংখ্যক পদের নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

Advertisement
One thought on “PM Mudra Yojana Loan – স্বাবলম্বী হতে 10 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র, সবার আগে দেখুন কিভাবে পাবেন, জলদি করুন আবেদন।”
  1. Sotti kotha ata . Tahole ami loan nite chai tar jonno ki korte hobe ki vabe loan jonno apply korbo ektu bolben

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *