PM Scholarship Scheme: অ্যাকাউন্টে 75,000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। পুরুষ, মহিলা সবাই পাবেন। কিভাবে আবেদন করবেন?

PM Scholarship Scheme Application

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পিএম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme) চালু করেছেন। যে প্রকল্পে আবেদন করলেই মিলবে আর্থিক সাহায্য। ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে এই প্রকল্পটি চালু হয়েছে দেশে। সবমিলিয়ে ৭৫,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে কিভাবে আবেদন জমা করতে হবে? কোন কোন যোগ্যতা লাগবে? কত তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

PM Scholarship Scheme 2025

কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি জনপ্রিয় স্কলারশিপ স্কিম হল এটি। এই স্কলারশিপ প্রকল্পটি মূলত তৈরি হয়েছে সেইসব ছাত্রছাত্রীদের জন্য, যারা ভর্তি হয়েছেন মূলত উচ্চপ্রযুক্তি অথবা পেশাদার কোর্সে, অথবা তাঁরা পড়ছেন কলেজ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন ভর্তি কোর্সে। যাঁরা পিছিয়ে পড়া শ্রেণি, উদাহরণস্বরূপ সেনা/প্যারামিলিটারি কর্মীদের সন্তান, কিংবা তাঁরা RPF (Railway Protection Force) কর্মীদের সন্তান তাঁরাও এই প্রকল্পে টাকা পাবেন।

তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আপনাদের আবেদন জমা করতে হবে। কেন্দ্রের তরফে চালু হওয়া এই স্কিমের মাধ্যমে প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হন, তাঁরা তাঁদের পছন্দের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এছাড়াও আর্থিক দিক থেকে যারা দুর্বল সেই সকল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা এই নির্দিষ্ট প্রকল্পটির মাধ্যমে পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন।

এই স্কলারশিপে কত টাকার সাহায্য পাবেন?

আবেদনকারী পড়ুয়া যদি ছেলে হন তাহলে এই স্কলারশিপ থেকে মাসিক ২৫০০ টাকা সহায়তা পাবেন। বার্ষিক স্কলারশিপের পরিমাণ ৩০,০০০ টাকা। তিন বছরে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা অর্থ সাহায্য পাবেন। আবেদনকারী পড়ুয়া যদি মেয়ে হন, তাহলে তিনি মাসিক ৩০০০ টাকা আর বছরে ৩৬,০০০ টাকা পাবেন। ২+ বছরে সেই টাকার পরিমাণ হবে ৭৫,০০০ টাকা। এই প্রকল্পটির মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা B.Tech, MBBS, MBA, MCA, BBA, BDS, B.Sc নার্সিং ইত্যাদি বিভিন্ন পেশাদার ডিগ্রি অর্জন করতে পারবেন।

আরও পড়ুন: রাজ্যের মেয়েদের কড়কড়ে 25,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। কিভাবে আবেদন করবেন?

কারা স্কলারশিপে আবেদন জানাতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা তাদের যোগ্যতা হল নিম্নরূপ-

  • যারা সেনা, আধাসামরিক বাহিনী, অথবা RPF কর্মীদের সন্তান।
  • যারা OBC, MBC, SC/ST অথবা অনগ্রসর শ্রেণির অন্তর্গত ছাত্রছাত্রী।
  • যারা ভর্তি হয়েছেন কোনো উচ্চশিক্ষা বা পেশাদার কোর্সে।
  • এছাড়াও যারা দ্বাদশ শ্রেণিতে ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন।
  • মনে রাখতে হবে এই স্কিম মূলত প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য থাকছে।
  • এছাড়া ডিপ্লোমা বা দূরশিক্ষণের ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য নয়।

আবেদন জানাবেন কিভাবে?

  • প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমে আবেদন জানাতে হলে আপনাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর সেখানে গিয়ে ক্লিক করুন নতুন রেজিস্ট্রেশন অপশনটিতে।
  • এবার এখান থেকে সমস্ত নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ে নিন তারপর Agree করুন।
  • এর পর উল্লেখ করুন Aadhaar নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি, ও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আর নিজের ফর্ম পূরণ করে নিন।
  • এর পরের ধাপে করুনইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • তারপর সিলেক্ট করে নিতে হবে “PM Scholarship Scheme 2025”. আর আবেদন জমা করতে হবে।
  • এর পরের ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
  • সবশেষে ফর্মটি সাবমিট করার আগে ভালভাবে রিভিউ করে নিন।
  • সমস্ত তথ্য ঠিক থাকলে সাবমিট করুন। আর সঙ্গে আপনার Reference ID/Number সংরক্ষণ করে রাখুন।

আরও পড়ুন: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ২০২৫ এ আবেদন করলে পড়ুয়ারা পাবে ৪৮০০০ টাকা ও ল্যাপটপ

উপসংহার

আজকের এই প্রতিবেদন থেকে আপনারা পিএম স্কলারশিপ স্কিম সম্পর্কে ধারণা লাভ করলেন। এই প্রকল্পটি কেন্দ্রের তরফে চালু হওয়া এক জনপ্রিয় প্রকল্প। ছেলেমেয়েরা সবাই প্রকল্পটির সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও কেন্দ্রের অন্যান্য স্কলারশিপ স্কিম রয়েছে। তবে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

Related Articles

Back to top button