PM Shadi Shagun Yojana – বিরাট সুযোগ! কন্যা সন্তান বড় হলেই 51 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র।

PM Shadi Shagun Yojana – জেনে নিন বিস্তারিত তথ্য।

আমাদের সমাজ পুরুষশাসিত সমাজ (PM Shadi Shagun Yojana)। এখনো দেশের অনেক জায়গায় মেয়েরা লাঞ্ছিত, অপমানিত হয়ে থাকেন প্রতিনিয়ত। তবে এখন নানা উদ্যোগ নিয়ে মেয়েদেরকে এই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করছে সরকার। আরে বাল রাজ্য সরকারের পর মেয়ের বিয়ের চাপ কমাতে নতুন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী শাদি শগুন যোজনার মাধ্যমে মেয়ের বিয়ের সময় কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হচ্ছে 51 হাজার টাকার আর্থিক সাহায্য (PM Shadi Shagun Yojana)। আমাদের সমাজে প্রথাগতভাবে প্রচলিত নিয়মে কন্যা সন্তানের বিয়ে সম্পন্ন করতে প্রয়োজন হয় বেশ খানিকটা অর্থের। যেটি ইচ্ছে অনুযায়ী জোগাড় করতে পারেন না অনেক মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবার। তাই তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

কারা পাবেন এই সুবিধা?
১) এই স্কিমটি সুবিধা পেতে হলে কমপক্ষে স্নাতক পাশ করতে হবে কন্যা সন্তানকে। (PM Shadi Shagun Yojana)
২) অবশ্যই তাকে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হতে হবে। মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সম্প্রদায়ের কন্যা সন্তানরা পাবেন এই স্কিমের সুবিধা।
৩) যারা বেগম হযরত মহল জাতীয় বৃত্তি (Begum Hazrat Mahal National Scholarship) পাচ্ছেন তারা এর সুবিধা পেতে পারেন।

বাম্পার অফার! পুরনো এই নোট বিক্রি করে হাতেনাতে পেয়ে যান অন্তত 2 লাখ টাকা

আবেদন পদ্ধতি-
১) মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে
https://www.india.gov.in/ এ ক্লিক করতে হবে।
২) এখান থেকে স্কলারশিপ অপশন নির্বাচন করতে হবে।
৩) ‘শাদি শগুন যোজনা ফর্ম’ ক্লিক করতে হবে।
৪) সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করে জমা করতে হবে।
৫) সবশেষে রেজিস্ট্রেশন স্লিপটি ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিতে হবে।

বিদ্যুৎ কর্মীদের পর এবার রাজ্য সরকারী কর্মীদের ও বেতন বৃদ্ধির ঘোষণা

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) কন্যা সন্তানের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।
২) স্কুলের মার্কশিট।
৩) পারিবারিক রেশন কার্ড। (PM Shadi Shagun Yojana)
৪) বাবা-মায়ের ব্যাঙ্কের পাসবুক।
৫) আধার কার্ড।
৬) বাড়ি বা আবাসনের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর প্রদান করা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ব্যাঙ্কের কাজের সাথে যুক্ত সকল ব্যক্তিদের কড়া বার্তা RBI গভর্নরের, না মানলে নেওয়া হবে আইনি পদক্ষেপ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button