Scholarship Scheme: সকল পড়ুয়ারা পাবেন 1,25,000 টাকা! যশস্বী স্কলারশিপে জমা করুন আবেদন! জানুন বিস্তারিত

ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি তরফে একাধিক স্কলারশিপ স্কিম চালু হয়েছে (Scholarship Scheme). এই স্কলারশিপগুলি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতিতে সাহায্য করে। বহু মেধাবী পড়ুয়া যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না, তাঁদের জন্য এই স্কলারশিপগুলি (Scholarship Scheme) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প সম্পর্কে (Scholarship Scheme) যার নাম যশস্বী স্কলারশিপ স্কিম(Scholarship Scheme). এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন? এই স্কলারশিপে কত টাকার সাহায্য করা হয়? কিভাবে আবেদন করবেন এই বৃত্তির জন্য? আর কবে পর্যন্ত জমা করা যাবে আবেদন? বিস্তারিত জেনে নিন ছাত্র-ছাত্রীরা।

রাজ্যের যুবশ্রী প্রকল্পে নাম তুলবেন কিভাবে? প্রতিমাসে 1500/- টাকা ও সরকারি ট্রেনিং পেতে এইভাবে আবেদন করুন

PM Yashasvi Scholarship Scheme 2024

বর্তমানে কেন্দ্রীয় সরকার ছাত্র -ছাত্রীদের আর্থিক বাধা দূর করার জন্য যে বৃত্তি প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হলো যশস্বী স্কলারশিপ স্কিম (PM Yashasvi Scholarship Scheme). এই বৃত্তি প্রকল্প ছাত্র-ছাত্রীদের ৭৫ হাজার টাকা থেকে ১,২৫০০০ টাকার অর্থ সাহায্য করে থাকে। প্রতি বছর এই স্কলারশিপের জন্য আবেদন জমা নেওয়া হয়।

চলতি বছরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। আপনারা যারা আবেদন জানাতে চান অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন ও প্রতিবেদনে উল্লেখ করা সমস্ত তথ্য মন দিয়ে পড়ে নেবেন (Yashasvi Scholarship Scheme). ছাত্র -ছাত্রীদের সুবিধায় প্রতিটি তথ্য আলাদাভাবে উল্লেখ করা হলো।

ট্যাবের জন্য বরাদ্দ হলো ১৫০০ কোটি টাকা। ছাত্র ছাত্রীরা পাবে ১০০০০ টাকা করে

PM Yashasvi Scholarship Benifits

অন্যান্য বৃত্তি প্রকল্পের মতো কেন্দ্রীয় সরকারের যশস্বী স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। এই স্কলারশিপের আবেদনরত প্রার্থীরা ৭৫,০০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। যশস্বী স্কলারশিপ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ও এম্পাওয়ারমেন্টের তরফ থেকে দেওয়া হয়। মেধাবী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের সাহায্য পেয়ে থাকেন।

PM Yashasvi Scholarship Eligibility

প্রতিটি স্কলারশিপের মতো যশস্বী স্কলারশিপেও নির্দিষ্ট আবেদন যোগ্যতা ধার্য করা হয়েছে। ‌এখন প্রশ্ন হল, কারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন? একনজরে জেনে নেওয়া যাক।

  • যশস্বী স্কলারশিপে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনরত শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে। কারণ স্কলারশিপ দেওয়া হয় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।
  • এই বৃত্তি প্রকল্পে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে বছরে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম। আর এই যোগ্যতাগুলি থাকলেই আবেদন করা যাবে যশস্বী স্কলারশিপ স্কিমে।

PM Yashasvi Scholarship Application

নিশ্চয়ই ভাবছেন, স্কলারশিপের জন্য আবেদন জানাবেন কিভাবে? আসুন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।

  • প্রথম ধাপে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর সেখান থেকে ক্লিক করতে হবে ‘New Candidate Register Here’ অপশনে। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে সেরে নিতে হবে রেজিস্ট্রেশন পক্রিয়া।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
  • এরপর সেটি দিয়ে লগ ইন করুন।
  • তারপর সাইট থেকে সেখানে “PM Yashasvi Scholarship 2024” অপশন খুঁজে নিন।
  • এই অপশনে ক্লিক করুন। আবেদনপত্রটি স্ক্রিনে দেখতে পাবেন।
  • তারপর যথাযথ তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নিতে হবে।
  • এরপর এর সঙ্গে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে দিন।
  • যে যে নথি যাওয়া হয়েছে সেগুলি জমা করুন।
  • তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি আর একবার মিলিয়ে নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button