PMEGP: যুবক-যুবতীদের 10 লাখ টাকা দিচ্ছে মোদি সরকার। টাকা পেতে তাড়াতাড়ি আবেদন করুন এই পদ্ধতি মেনে
Central Government PMEGP Scheme Details
কেন্দ্রীয় সরকার যুবক-যুবতীদের জন্য নিয়ে এল কর্মসংস্থান প্রকল্প PMEGP. রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদনকারীদের ১০ লাখ টাকা দেওয়া হয়। অন্যান্য সকল সরকারি স্কিম (Government Scheme) মতো কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পেও নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জমা করতে হয়। এই প্রকল্পে আবেদন সাবমিট করার সুবিধা পাবেন এই যে আপনি বাড়ি বসেও আবেদন করতে পারবেন। তবে টাকা পেতে চাইলে আপনি কিভাবে আবেদন করতে পারেন আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো।
Central Government PMEGP Scheme
ভারতবর্ষের কর্মমুখী ছেলে-মেয়েদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করলেন নতুন একটি প্রকল্প নাম PMEGP. এই প্রকল্পটি যুবক-যুবতীদের সহায়তা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারের PMEGP Loan স্কিমের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে বা প্রতিষ্ঠিত হতে আপনিও সরকারের কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন। এই প্রকল্পে লোন নেওয়ার পর আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, তখন সেটা ফেরত দিতে পারবেন। বলাই বাহুল্য, এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে এই প্রকল্পটির ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে আপনাকে প্রকল্পে আবেদন করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। ভারতবর্ষের যে কোনো প্রান্তের ছেলেমেয়েরা এই প্রকল্পে নিজের আবেদন সাবমিট করতে পারবেন।
PMEGP Scheme Benifits
১) কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা মেলে। ২) যদি একজন যুবক-যুবতী গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন তাহলে এই লোন নেওয়ার ক্ষেত্রে তিনি ৩৫ শতাংশ ভর্তুকি পাবেন কেন্দ্রের তরফে। ৩) আর শহরাঞ্চলের ক্ষেত্রে আবেদনকারীদের দেওয়া হয় মোট ২৫ শতাংশ ভর্তুকি। ৪) কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় যে কোনো ব্যাংকে। ৫) এই প্রকল্পের দ্বারা সহজ শর্তে ঋণ শোধ করার সুযোগ দেওয়া হয়।
মাত্র 15000 টাকা বিনিয়োগ করে প্রতিমাসে 50000 টাকা করে পাবেন।
PMEGP Scheme Eligibility
১) পিএমইজিপি লোনের জন্য আবেদন করতে হলে সেই আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছরের উপরে। ২) এই প্রকল্পে আবেদনকারীর কোন সরকার স্বীকৃত স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ৩) এই প্রকল্প থেকে টাকা পেতে অবশ্যই নিজের একটি ব্যবসা শুরু করে থাকতে হবে। ৪) এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য কোন প্রকল্পের সুবিধাভোগী হলে চলবে না।
1 লাখ টাকার ইনস্ট্যান্ট লোন দিচ্ছে সরকার। কোন কোন নথি লাগবে?
PMEGP Scheme Application
- আপনি যদি পিএমইজিপি লোনে আবেদন করতে চান, তাহলে আপনাকে ভিজিট করতে হবে খাদি কমিশনের ওয়েবাইটে বা MSME Loan এর ওয়েবাসাইটে।
- এর পরের ধাপে ওয়েবসাইট ওপেন করে হোমপেজে PMEGP e Portal লিঙ্ক ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে দেখতে পাবেন Application Form for Individual. এই লিঙ্কের উপর ক্লিক করুন।
- প্রকল্পের জন্য আবেদনপত্র দেখা যাবে স্ক্রিনে। আপনি আবেদনপত্রে সঠিক তথ্য দিয়ে তা পূরণ করে ফেলুন।
- আর এবার Save aplicant Data তে ক্লিক করুন, আবেদনের তথ্য সেভ করুন এবং পরের পেজে চলে আসুন।
- এবার নিজের প্রয়োজনীয় সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদনের কাজ শেষ হবে।
- আপনি নিজের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যা দিয়ে ভবিষ্যতে লগইন করতে পারবেন অ্যাকাউন্টে।