PMKVY Scheme – ভোটের আগে, বেকার ছেলেমেয়েদের চাকরি ও মাসে 8000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। আজই আবেদন করুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চাকরিহীন মানুষদের জন্য নিজ উদ্যোগে PMKVY Scheme বা প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা চালু করেছেন। যার ফলে দেশের সমস্থ বেকার মানুষেরা এবার স্বনির্ভর হতে পারে। যত দিন যাচ্ছে দেশে বেকারের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ। সরকারি চাকরির বাজার খারাপ অন্যদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বর্তমানে চাকরি সহজলভ্য নয়। সব মিলিয়ে দেশ তথা রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদের হিমশিম খাওয়ার মত অবস্থা হয়েছে এখন। একটি চাকরির আশায় মুখিয়ে রয়েছেন তারা। এবার তাদের এই চিন্তা দূর করতে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার।

PMKVY Scheme Benefits in 2023.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্যোগ নিয়েছেন দেশের বেকার সমস্যা দূরীকরণের জন্য। এক নতুন স্কিম চালু করা হয়েছে যার মাধ্যমে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণ করাবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে প্রশিক্ষণ শেষে তাদের দেওয়া হবে 8000 টাকা ভাতাও। এখনই জেনে নিন এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে।

PMKVY SCHEME কী?

দেশের যুবসমাজকে স্বনির্ভর অর্থাৎ শিক্ষিত করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY Scheme. 2015 সালে প্রথম এই যোজনা শুরু করা হয়। এখনো পর্যন্ত এই যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের লক্ষাধিক যুবক-যুবতী। এই প্রকল্পের উদ্দেশ্য হলো- দেশের অল্প শিক্ষিত বা যারা মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছেন এমন যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

কি কি সুবিধা পাওয়া যায়?

১. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY Scheme এর আওতায় 40টি কারিগরি শিক্ষার কোর্স শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। যেমন IT, ইলেকট্রনিক, হার্ডওয়ার, ফার্নিচার এবং কন্ট্রাকশন, রত্ন ও গহনা নির্মাণ এবং চামড়া প্রযুক্তিসহ তালিকাভুক্ত যে কোন কোর্স বেছে নিতে পারেন আবেদনকারীরা।
২. এমনকি নিজেদের সুবিধামতো যে কোন প্রশিক্ষণ কেন্দ্রও বেছে নিতে পারবেন তারা।
৩. এই প্রকল্পে আবেদন করতে গেলে কোনরকম টাকা লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন ।
৪. প্রথমে ছয় মাসের জন্য একটি কোর্স হবে। কোর্স শেষ হলে সরকারিভাবে প্রায় ৮০০০ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়া যায়।

কি যোগ্যতা লাগবে?

১. এই PMKVY Scheme এ আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২. আবেদনকারী কে অবশ্যই বেকার হতে হবে। এবং যাদের আয়ের উৎস একে বারে কম।
৩. যারা বর্তমানে বেকার আবার যারা বর্তমানে পড়াশোনা করেছে তারা সকলেই এই যোজনার মাধ্যমে সবাই আবেদন করতে পারবেন। ন্যূনতম অষ্টম পাস থেকে এখানে কাজের জন্য আবেদন করা যায়। উচ্চ শিক্ষিত প্রার্থীরাও সমানভাবে যোগ্য। তবে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে কাজ দেওয়া হবে।

এই কার্ড করলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার।

Click Here

কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে?

১. আধার কার্ড (Aadhaar Card)
২. ভোটের কার্ড (Identity card)
৩. প্যান কার্ড (Pan card)
৪. Education Certificate
৫. Mobile Number
৬. Email ID

কিভাবে আবেদন করবেন?

১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২. তারপর Quick Links অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর Skill India অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর Registration From -এ আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা সরকারের, খুশির খবর সবার জন্য।

৫. যেমন – আপনার আধার নাম্বার ,এডুকেশন ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি নাম্বার, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
৬. রেজিস্টেশন করার পর আপনাকে আইডি পাসওয়ার্ড provide করা হবে এবং সে আইডির পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন।
৭. Log in করার পর View All Training Centers অপশনে ক্লিক করবেন ।
৮. সবার শেষে আপনাকে District এবং State সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করতে হবে।
Written by Nabadip Saha.

সম্পাদক

Leave a Comment