Unclaimed Deposit বা Unclaimed Money নিয়ে RBI এর নতুন পদক্ষেপ।
বেনামী টাকা বা Unclaimed Deposit বা Unclaimed Money ইস্যুতে দেশবাসীর সুবিধার জন্য পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). প্রতিটি মানুষেরই যে কোনো ব্যাংকে একটি বা একাধিক একাউন্ট রয়েছে। এবার বহু সময় দেখা যাচ্ছে, অনেকের এমন দাবিহীন একাউন্ট রয়েছে, যেগুলো সম্বন্ধে হয় তাদের বিস্তারিত তথ্য কাছে নেই, কিংবা অ্যাকাউন্টের তথ্য হারিয়ে গিয়েছে, বা তারা ভুলে গিয়েছেন।
আর এর ফলে দাবীহীন একাউন্টের সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে (Unclaimed Deposits Account) এবার থেকে যাতে জনগণ সেই দাবিহীন একাউন্টের খোঁজ পেতে পারেন এবং তা অনুসন্ধান করে টাকা ফেরত পেতে পারেন, সেই উদ্দেশ্যেই RBI এর এর তরফে চালু করা হয়েছে নতুন পোর্টাল। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে Unclaimed Deposits- Gateway to Access Information, UDGAM Portal
How to get unclaimed deposits or unclaimed money
RBI-এর পক্ষ থেকে ৬ই এপ্রিল ২০২৩ জনগণের সুবিধার জন্য এই পোর্টাল চালুর বিষয়ে ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই UDGAM পোর্টালটি চালু করা হয়েছে। আর বি আই এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন ব্যাংকে আনক্লেমড ডিপোজিট একাউন্ট এর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিষয়ে জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে জনগণ জানতে পারবেন, তারা তাদের সেই দাবীহীন একাউন্টের খোঁজ পাবেন। সেই টাকা তারা তুলে নিতে পারবেন কিংবা নিজের একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর ফলে দেশবাসী উপকৃত হবেন। এই মুহূর্তে Unclaimed Deposits এ বহু গ্রাহকের অনেক টাকাই পড়ে রয়েছে।
আরও পড়ুন, সোমবার থেকে বাড়ছে সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। কি কি দাম বাড়বে, জেনে নিন।
যাতে তারা সেই আনক্লেমড ডিপোজিট একাউন্টগুলি শনাক্ত করতে পারেন সেই উদ্দেশ্যেই RBI UDGAM পোর্টালের সূচনা করেছেন। এর মাধ্যমে দাবীহীন একাউন্টগুলিকে খোঁজ নিয়ে সেই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। তবে প্রথমেই সমস্ত ব্যাংকে এই সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন, মাত্র 10 হাজার টাকা জমিয়ে সারা জীবন প্রতিমাসে পান 17 হাজার টাকা।
কোন কোন ব্যাংকে দেওয়া হবে?
শুরুতে ৭টি ব্যাংকে গিয়ে গ্রাহকরা এই সুবিধাটি পেতে পারবেন। সেই ৭টি ব্যাংক হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিটি ব্যাংক, ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড, সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড এবং ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড।
তবে ধাপে ধাপে সমস্ত ব্যাংক এই পোর্টালের আওতায় চলে আসবে। 15ই অক্টোবর ২০২৩ এর মধ্যেই সমস্ত ব্যাংককে এই পোর্টালে আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।