পোস্ট অফিস high income in post office invest

ভারতে পোস্ট অফিসের ওপরে ভরসা আছে সবারই। কারণ, মানুষের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভরসার অন্যতম মাধ্যম হল Post Office। আমরা অনেকেই এই পোস্ট অফিসের নানা রকমের স্কিম এর কথা জানি। তবে আসুন, এবারে জেনে নেই, কিভাবে Post Office এর এই স্কিমে আপনি মাসে আয় করতে পারবেন 30 হাজার টাকার থেকেও বেশি।

Advertisement

বাড়িতে বসেই পোস্ট অফিস এর সাথে ব্যবসা করুন।

বিগত মহামারীর কারণে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে খারাপ প্রভাব ফেলেছে। তার ফল ভোগ করছে সাধারণ মানুষ। যত দিন যায়, শুধু দ্রবের মূল্য বেড়েই চলছে। যার দরুণ শুধু পুরুষরাই তার একার ইনকামে সংসার চালাতে চোখে সরষে ফুল দেখছে। তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভাবে এগিয়ে যেতে হবে। এই ব্যবসা নারী পুরুষ উভয়েই করতে পারবেন।  

সংসার চালানোর পাশাপাশি সন্তানের উচ্চশিক্ষা নিয়েও চিন্তিত? তাহলে এবারে Post Office এর সাথে সরাসরি ব্যবসা শুরু করে দিন। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির ব্যবসা আপনি শুরু করতেই পারেন। এর ফলে আপনি পাবেন সরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং প্রতি মাসে আয়ের দারুণ সুযোগ। এতে আপনার সাংসারিক খরচ চালাতে আর অসুবিধা হবে না।

Ads

বর্তমানে ভারতে ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে। স্ট্যাম্প ডিউটি, মানি অর্ডার সহ স্টেশনারি জিনিস পাঠানোর মতো বিভিন্ন কাজও পোস্ট অফিসের মাধ্যমে হয়ে থাকে। সাধারণ মানুষও পোস্ট অফিসে সুদ বেশি এবং নিরাপত্তার কারণে স্মল সেভিংস করে টাকা জমিয়ে থাকেন। শহরের বিভিন্ন জায়গায় Post Office থাকলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনো এই পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।

Advertisement

প্রসঙ্গত, এই পরিষেবার বিস্তার ঘটাতে সরকার নতুন পরিকল্পনা করেছে। সেই কারণে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করতে সুযোগ দিচ্ছে সরকার। পোস্ট অফিসে কত ধরণের ফ্র্যাঞ্চাইজি থাকে তা জানেন কি? এক্ষেত্রে দুই ধরণের ফ্র্যাঞ্চাইজি থাকে। একটি হলো পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজি। অপরটি হল ফ্র্যাঞ্চাইজি আউটলেট।

Advertisement

ফ্র্যাঞ্চাইজি আউটলেট কি?
যে সমস্ত জায়গায় Post Office এখনো পর্যন্ত গড়ে ওঠেনি সেখানে ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিয়ে ব্যবসা করা যেতেই পারে। ইন্ডিয়া পোষ্টের মাধ্যমে সকল পরিষেবা দেওয়া হবে। আপনিও এই ব্যবসা শুরু করতে পারেন, তবে তার জন্য কি কি করতে হবে তা জেনে নিন।

Ads

SBI ব্যাংক এর দারুন অফার, বাড়িতে ATM মেশিন বসিয়ে মাসে 60000 টাকা আয় করুন।

ফ্র্যাঞ্চাইজির ব্যবসা শুরু করতে গেলে কি কি প্রয়োজনীয় –
১) যদি কোনো ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি আউটলেটের ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজির তুলনায় কম টাকা বিনিয়োগ করতে হবে।
২) ব্যক্তির বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
৩) অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
৪) অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে।
৫) কমপক্ষে ২০০ স্কোয়ার ফিট জায়গা থাকতে হবে Post Office খোলার জন্য।

উল্লেখ্য, এই সমস্ত বিধি মেনে চলার পর ব্যক্তিকে ইন্ডিয়া পোস্ট এর সঙ্গে মৌখিক স্বাক্ষর করতে হবে। এরপর সিকিউরিটি ডিপোজিট হিসেবে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে ৫,০০০ টাকা জমা করতে হবে।

ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কত টাকা উপার্জন করা যাবে –
একবার Post Office ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর প্রতি স্পিড পোস্ট থেকে ৫ টাকা এবং প্রতি মানি অর্ডার থেকে ৩-৫ টাকা উপার্জন করা যাবে। এছাড়াও স্টেশনারি এবং পোস্টাল স্টাম্প থেকে ৫% কমিশন পাওয়া যাবে।

বিশ্বের সবচেয়ে সস্তার ইন্সুরেন্স, মাত্র 2 টাকায় 10 লক্ষ টাকার বীমা, আজই করে নিন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্যান্য পরিষেবা দেওয়ার মাধ্যমে পাওয়া যাবে কমিশন। বিনিয়োগকারীরা পোস্টাল ডিপার্টমেন্ট এর রিটেল পরিষেবার থেকে ৪০% আয় করতে পারবেন। এছাড়াও প্রতিমাসে ১০০০ টি রেজিস্ট্রি এবং স্পিড পোস্ট এর মাধ্যমে ২০% অতিরিক্ত কমিশন পাওয়া যাবে।

তাহলে দেরি কিসের আপনিও যদি চান এই ব্যবসা করতে হলে অবশ্যই পরিকল্পনা করে ফেলুন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি। আর অন্যান্য বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
One thought on “পোস্ট অফিস এর ফ্রাঞ্চাইজি নিয়ে ঘরে বসে মাসে আয় 30-40 হাজার টাকা। ক্লিক করে জেনে নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *