Kisan Vikas Patra – পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! বিনিয়োগ করলেই কয়েক মাসেই হবে টাকা ডবল।
আপনি কি বিনিয়োগ করবেন বলে ভাবছেন? তাহলেই আজ আপনার জন্য একটি দুর্দান্ত বিনিয়োগ স্কিম নিয়ে এসেছি। যার নাম কিষান বিকাশ পত্র বা Kisan Vikas Patra স্কিম। এটি পোস্ট অফিসের একটি স্কিম, যেখানে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিস সর্বদা নিরাপদ ও উচ্চ রিটার্নযুক্ত স্কিমের অফার করে থাকে। আপনি যদি নিরাপদ বিনিয়োগের বিকল্প খোঁজেন তবে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র স্কিম আপনার জন্য খুবই ভালো হবে। আজকের প্রতিবেদন থেকে এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন
Post Office Kisan Vikas Patra Scheme
- পোস্ট অফিসের দারুন স্কিম
- বৈশিষ্ট্য
- যোগ্যতা
- সুবিধা
- টাকা দ্বিগুন করা যাবে
পোস্ট অফিসের দারুন স্কিম
কিষাণ বিকাশ পত্র বা Kisan Vikas Patra স্কিম, নাম শুনেই মনে হবে এটি শুধুমাত্র কিষান বা কৃষকদের জন্য। আপনি যদি এমনটা ভাবেন তবে আপনি পুরোপুরি ভুল নয়। আসলে ভারতীয় পোস্ট অফিস 1988 সালে ভারতের কৃষকদের জন্য কিষান বিকাশ পত্র স্কিম চালু করেছিল। তবে 2011 সালে এই স্কিমটি বন্ধ করে দেওয়া হয়। 2014 সালে মোদী সরকার আসার পর পুনরায় কিষান বিকাশ পত্র স্কিম চালু করা হয়েছে।
বৈশিষ্ট্য
পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম হলো কিষান বিকাশ পত্র বা Kisan Vikas Patra স্কিম। এটি একটি স্মল সেভিংস স্কিম। যেখানে অল্প টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে নূন্যতম 1000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এখানে সিঙ্গেল ও জয়েন্ট ভাবে অ্যাকাউন্ট খোলা যায়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফেরত দিতে হবে ট্যাবের টাকা! হটাৎ এমন নির্দেশ কেন?
যোগ্যতা
আগে শুধুমাত্র কৃষকদের জন্য এই Kisan Vikas Patra স্কিম চালু করা হয়েছিল। তবে 2014 সালের পর এই স্কিমের দ্বার সকলের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে শুধু কিষান নয় যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। KVP স্কিমে আবেদনের বয়স হতে হবে 18 বছরের বেশি। 10 বছরের বেশি নাবালকরাও প্রাপ্তবয়স্ককে সঙ্গে নিয়ে এই স্কিমে আবেদন করতে পারবে।
সুবিধা
এই Kisan Vikas Patra স্কিম স্টক মার্কেট নির্ভর নয়, ফলে বিনিয়োগ নিরাপদ। পোস্ট অফিসের স্কিম হওয়ার ফলে ভালো রিটার্ন পাওয়া যায়। যে কোনো পোস্ট অফিস থেকে এই অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের মেয়াদ 115 মাস বা 9 বছর 7 মাস। বিশেষত বিষয় হলো মেয়াদের পর টাকা পড়ে থাকলে সুদ পেতে থাকবেন। আর এই স্কিমের মাধ্যমে লোনও পাওয়া যাবে।
পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম বদল। নতুন পুরনো সব গ্রাহকদের মানতে হবে।
টাকা দ্বিগুন করা যাবে
আপনি চাইলে এখানে বিনিয়োগ করে টাকা দ্বিগুন করতে পারবেন। এখানে মাত্র 115 মাসে টাকা দ্বিগুন করা যায়। আগে 114 মাসে টাকা দ্বিগুন হতো। তবে এখন টাকা 9 বছর 7 মাস বা 115 মাসে দ্বিগুন হবে। বর্তমানে KVP স্কিমে 7.5 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এখানে আপনি 1 লক্ষ টাকা রাখলে মেয়াদ শেষে 2 লক্ষ টাকা হয়ে যাবে। একই ভাবে 10 লক্ষ টাকা থাকলে 20 লক্ষ টাকা হবে।