MIS: সংসার চালাতে টাকা দিচ্ছে পোস্ট অফিস। ঘরে বসে পাবেন কড়কড়ে 16,000 টাকা। সুবিধা পেতে কী করবেন?
Post Office MIS Scheme
সংসার চালাতে টাকা দিচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS) থেকে বাড়িতে বসেই হাতে পাওয়া সম্ভব কড়কড়ে টাকা। প্রকল্পে যে হারে সুদ দেওয়া হয়, তাতে যে কোনো ব্যক্তির সংসার চলে যাবে। একদিকে নিশ্চিন্ত আর অন্য দিকে উচ্চ রিটার্ন সব মিলিয়ে পোস্ট অফিসের জনপ্রিয় POMIS স্কিম জনসাধারণের মুখে হাসি ফোটাচ্ছে।
Post Office MIS Scheme 2025
আপনারা পোস্ট অফিসের বহু প্রকল্প (Post Office Scheme) সম্পর্কে জানেন। তার মধ্যে অন্যতম হল মান্থলি ইনকাম স্কিম। এবার আপনি যদি এখানে টাকা বিনিয়োগ করতে চান, তাহলে উচ্চ সুদের গ্যারেন্টি পাচ্ছেন। গত কয়েক বছরে এই প্রকল্প দারুন লাভ করেছে। এখানে একজন ব্যক্তি এককালীন টাকা রাখলে তার ওপর ৭.৫% হারে সুদ পাবেন। একজন ব্যক্তি তাঁর দৈনন্দিন খরচ এর দ্বারা মেটাতে পারবেন।
MIS স্কিমে বিনিয়োগ করার শর্তগুলি কী কী
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করার কিছু শর্ত আছে। সেগুলি হল-
- এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন যেকোনও ভারতীয় নাগরিক।
- তবে বিনিয়োগ করার জন্য সেই ব্যক্তির বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
- আপনি যদি একজন নাবালকের নামে বিনিয়োগ করতে চান, অর্থাৎ মা, বাবা যদি সন্তানের নামে বিনিয়োগ করতে চান, হবে সরাসরি জয়েন্ট যৌথ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন।
- এই বিশেষ স্কিমে সর্বাধিক তিন জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন।
MIS স্কিমে বিনিয়োগের সীমা বৃদ্ধি পেল
পোস্ট অফিস (Post Office) MIS স্কিমে সম্প্রতি একটি বড় পরিবর্তন এসেছে। এখান থেকে জানা যাচ্ছে যে, এখন জয়েন্ট MIS অ্যাকাউন্টে আপনি ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এছাড়া যদি সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান, তাহলে মোটামুটি ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করার সুযোগ রয়েছে।
১৬,০০০ টাকা প্রাপ্তির ফর্মুলা
এবার আপনি জেনেছেন যে পোস্ট অফিসের MIS (POMIS) স্কিমে ১৬,৬৫০ টাকা পাওয়া সম্ভব। এখন প্রশ্ন হল যে, সেটি কিভাবে? আসলে পোস্ট অফিসের MIS স্কিমে আপনি যদি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে হাতে আসবে ৫,৫৫০ টাকা। যা ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,৬৫০ টাকা হবে। পোস্ট অফিসের এমআইএস স্কিমে বিনিয়োগ করা হয় ৫ বছরের জন্য। এই স্কিমে আপনি যদি ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে তার মাধ্যমে ৯,৩৫০ টাকার সুদ পাওয়া সম্ভব।
আরও পড়ুন: পোস্ট অফিস দিচ্ছে পার্সোনাল লোন। কম সুদে ঋণ পাওয়ার জন্য কি করতে হবে?
উপসংহার
অর্থাৎ আপনি জেনে নিলেন পোস্ট অফিসের MIS প্রকল্পের নিয়মগুলি। এবার আপনি যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তবে নিকটবর্তী পোস্ট অফিসে ভিজিট করুন। সেখানে গিয়ে সমস্ত নথি জমা দিয়ে, ফর্ম ফিল আপ করে টাকা রাখতে হবে। আপনিও প্রতিমাসে হাতে পাবেন উচ্চ হারে সুদ।