Post Office Payment – কতটা সুবিধা মিলবে গ্রাহকদের?
দেশের প্রায় প্রতিটি পরিবারেরই রয়েছে ভারতীয় পোস্ট অফিসে (Post Office Payment) কোন না কোন স্কিমে অ্যাকাউন্ট। দেশের প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আগে ব্যক্তি সঞ্চয় প্রতি ধ্যান না দিলেও এখন তা অবশ্যই করে থাকে। সম্প্রতি পোস্ট অফিসের তরফে জারি করা হয়েছে নতুন নিয়ম।
কি নিয়ম?
পোস্ট অফিসের তরফে জানানো হয় যাদের অ্যাকাউন্ট রয়েছে (Post Office Payment) তারা এবার থেকে করতে পারবেন RTGS এবং ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (NEFT)।
NEFT এবং RTGS-এর সুবিধা কি?
গত ১৮ মে থেকে শুরু হয়েছে পোস্ট অফিসে NEFT-এর সুবিধা। অন্যদিকে RTGS প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এই দুটির মাধ্যমেই পোস্ট অফিসের গ্রাহকেরা সারা বছর সব সময় ২৪ ঘন্টার জন্য খুব সহজে টাকা পাঠাতে পারবেন।
লটারির টিকিট কেটে এক চান্সে কোটিপতি হতে চান? তাহলে দেখে নিন এই বিশেষ পদ্ধতি
ব্যাংকে বহু বছর ধরে এই প্রক্রিয়া চালু থাকলেও পোস্ট অফিসে (Post Office Payment) এটি নতুন। যার মাধ্যমে খুব সহজে দ্রুত নিরাপত্তার সাথে টাকা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। একদিক থেকে একটি ইলেকট্রনিক পদ্ধতিতে তহবিল স্থানান্তর বলা যায়। তবে এনিয়ে রয়েছে কিছু বিশেষ শর্তাবলী। তাই কিছু গ্রাহকেরা অবশ্যই পোস্ট অফিসের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
কত টাকা ট্রান্সফার করা যাবে? (Post Office Payment)
NEFT-এর ক্ষেত্রে টাকা স্থানান্তরের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তবে RTGS প্রক্রিয়ায় টাকা পাঠাতে হলে গ্রাহকে সর্বনিম্ন ২ লক্ষ টাকা পাঠাতে হবে।
পুজোর আগেই ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীরা, প্রস্তাবিত ড্রাফট রেডি
কত টাকা চার্জ কাটা হবে?
NEFT-এর ক্ষেত্রেই টাকা পাঠাতে হলে গ্রাহকের থেকে কাটা হবে কিছু চার্জ। এক্ষেত্রে,
ক) ১০ হাজার টাকা পর্যন্ত ২.৫০ টাকা + GST দিতে হবে। ১০ হাজার থেকে ১ লাখ টাকার জন্য ৫ টাকা + জিএসটি। খ) ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত, ১৫ টাকা + জিএসটি।
গ) ২ লক্ষের বেশি পরিমাণের জন্য ২৫ টাকা + জিএসটি দিতে হবে। (Post Office Payment)
প্রতিদিন এমন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.