পোস্ট অফিস সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। আজও একই ভাবে গ্রাহকদের জন্য বিভিন্ন নতুন স্কিম (PLI Scheme) এনে চলেছেন এই পোস্ট অফিস। একজন শিশু কন্যা থেকে বৃদ্ধ পর্যন্ত সকল গ্রাহকদের জন্যই বিভিন্ন স্কিম রয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকিং সমস্ত গুলো বিভিন্ন স্কিম আনলেও এখনো অনেক মানুষ এই পোস্ট অফিসের উপরে নির্ভর করে থাকেন।
Post Office PLI Scheme Benefits and Interest Rate
পোস্ট অফিস অনেক বেশি সুদ দিচ্ছে যেখানে আপনি অল্প বিনিয়োগ করে অধিক মাত্রায় লাভজনক রিটার্ন পাবেন। আজকেও এমন একটি স্কিম সম্বন্ধে আলোচনা করা হবে। আজকে যে স্কিমটি সম্বন্ধে আলোচনা করব সেই স্কিমটির নাম হল PLI Scheme বা পোস্টাল লাইফ ইন্সুরেন্স (Postal Life Insurance).
এটা কিন্তু সরকারের পরিচালিত একটি স্কিম এখানে আপনি বিনিয়োগ করলে লাভজনক রিটার্ন এর সাথে সাথে আপনি কর ছাড় পেয়ে থাকবেন। এপিএল স্কিমের তথা PLI Scheme এর পুরো নাম হচ্ছে পোস্টাল লাইফ ইন্সুরেন্স। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ইন্সুরেন্স পলিসি। যাকে বাংলায় ডাক জীবন বীমাও বলা হয়।
পোস্ট অফিসে অনেক ধরনের স্কিম রয়েছে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষ এখনো অবগত নন আমরাই সে সমস্ত লাভজনক স্কিম গুলোকে তুলে আনব যাতে সাধারণ মানুষ এই সম্পর্কে অবগত হতে পারে। অনেকেই এই পলিসি সম্পর্কে না জানায়, এর সুবিধা থেকে বঞ্চিত হয়। জেনে নেওয়া যাক এরপরে সে সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য।
- পি এল আই স্কিমটি কি?
- কি কি সুবিধা পাবেন?
- PLI Scheme এর কয়টি ভাগ?
পি এল আই স্কিমটি কি?
পোস্ট অফিস পরিচালিত ভারতের প্রথম ইন্সুরেন্স হলো PLI Scheme. যেটি চালু করা হয়েছিল ১৮৮৪ সালে। এটি একটি জীবন বীমা নিগম পলিসি। এই প্ল্যানে সাম অ্যাসুরেডের পরিমান ৫০ লক্ষ টাকা।
তবে জানিয়ে রাখা ভালো এই প্ল্যানটি সমস্ত গ্রাহকের জন্য নয় কেবলমাত্র রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক কর্মচারী থেকে শুরু করে পাবলিক সেক্টর কর্মচারীরা এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
কি কি সুবিধা পাবেন?
- PLI স্কিমে বীমা করার জন্য আপনার সর্বনিন্ম বয়স হতে হবে ১৯ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর।
- পলিসিধারী ব্যাক্তি বীমা করানোর সময় নমিনি করতে পারবে এবং পরবর্তীতে নমিনির নাম পরিবর্তন করারও সুযোগ থাকবে।
- পলিসি কেনার পর একটি দলিল ও একটি পাসবুক দেওয়া হবে। কোনো কারণে পাসবুক হারিয়ে গেলে ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারবেন।
- এই পলিসি কিনলে আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক কিংবা বার্ষিক ভাবে প্রিমিয়াম জমা করার সুযোগ পাবেন। অনলাইন বা অফলাইন দুই ভাবেই প্রিমিয়াম জমা করার সুবিধা পাওয়া যাবে।
প্রতিমাসে 3000 টাকা পেনশন পান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে। আবেদন মাত্রই টাকা সোজা একাউন্টে।
- এই বীমা কিনলে আয়কর ধারা ৮৮ অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।
- সবচেয়ে বড়ো সুবিধা হলো পলিসি কেনার ৩ বছর পর থেকে আপনি আপনার জমাকৃত রাশির উপর ঋণ নেওয়ার সুবিধা পাবেন।
- কোনো কারণে পলিসি বন্ধ হয়ে গেলে আপনি পুনরায় তা চালু করার সুযোগ পাবেন। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পলিসি বন্ধ থেকে চালু করার জন্য দুবার সুযোগ পাবেন। এই পলিসি ভারতের যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করার সুযোগ পাবেন।
PLI Scheme এর কয়টি ভাগ?
- Whole Life Insurance বা সুরক্ষা পলিসি,
- Endowment এসারেন্স বা সন্তোষ পলিসি,
- Convertible Whole Life Insurance বা সুবিধা পলিসি,
- Anticipated Endowment Assurance বা সুমঙ্গল পলিসি,
- Joint Life Endowment Assurance বা যুগল সুরক্ষা,
- Scheme for Physically Handicapped পারসন,
- Children পলিসি বা বাল জীবন বীমা পলিসি,
স্টেট ব্যাংকে SBI WeCare ফান্ডে মাত্র কয়েক বছরে টাকা ডবল। আজই বিনিয়োগ করুন
এই PLI Scheme বা পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিমে যদি আপনি প্রত্যেক মাসে ২৬৭ টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে আপনি পেয়ে যাবেন ২ লক্ষ ৫৬ হাজার টাকা। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।