পোস্ট অফিস post office new scheme for all

সাধারণ মানুষের অর্থনৈতিক ভরসার দিক থেকে ভারতীয় পোস্ট অফিস অনেক আগে থেকেই নিজেদের ভরসার জায়গা পাকা করে রেখেছে অন্যান্য ব্যাংকিং সংস্থার থেকে। আর সাধারণ মানুষের কথা ভেবে পোস্ট অফিসের নতুন নতুন স্কিম জনসাধারণকে দিয়ে থাকে বাড়তি সুবিধার বহর। এবারে জেনে নেওয়া যাক, আপনি কিভাবে এই সামান্য টাকা থেকে শুরু করলেও রিতারনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা রিটার্ন!

Advertisement

ভারতীয় পোস্ট অফিস এর তরফে আনা প্ল্যান গুলিতে সমাজের সকলেই আর্থিক বিনিয়োগের লাভ তুলতে পারবেন।

ভারতীয় পোস্ট অফিস এর নানা ধরণের বিনিয়োগের স্কিমগুলির মধ্যে এই স্কিমটি বেশ লাভজনক। এক্ষেত্রে কোন রকমের ঝুঁকি নেই বললেই চলে। অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট সময়ান্তরে পাওয়া যাবে লক্ষ লক্ষ টাকার বিরাট রিটার্ন। চলুন তবে বিস্তারি আলোচনায় জেনে নেওয়া যাক, স্কিমের সম্পূর্ণ নিয়ম কানুন।

পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বীমা প্রকল্পের আওতায় একাধিক প্রকল্প চালু রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ Gram Suraksha Yojana. পোস্ট অফিসের এই যোজনাতে প্রত্যেকদিন খুবই অল্প বিনিয়োগে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব! প্রত্যেকদিন মাত্র 50 টাকা। Gram Suraksha Yojana – তে আপনি যদি প্রত্যেকদিন মাত্র 50 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার জন্যে অপেক্ষা করে থাকবে 35 লাখ টাকা রিটার্ন!

Ads

অর্থাৎ এই যোজনাতে মাসে মাত্র 1500 টাকা বিনিয়োগ করতে হবে। আর তা বিনিয়োগ করে একটা নির্দিষ্ট সময় পর রিটার্ন হিসাবে 35 লাখ টাকা পাওয়া ঝাবে। কিন্তু কীভাবে এই সুবিধা পাওয়া যাবে? কত বছর টাকা জমালে পাবেন এই বিরাট রিটার্ন? সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Advertisement

সাধারণ মানুষের কথা ভেবে পোস্ট অফিসের দারুন যোজনা যার নাম হল Gram Suraksha Yojana. এই যোজনাতে টাকা রাখতে 40 বছর বয়সে রিটার্ন হিসাবে পাওয়া যাবে। বোনাস সহ এই স্কিমের টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যদি এই পলিসি ধারকের 40 বছরে আগেই অকাল প্রয়াণ হয়ে যায় তাহলে নমিনিকে সমস্ত টাকা দেওয়া হবে। কারণ আবেদনের সময়েই নমিনির সমস্ত তথ্য জমা দিয়ে রাখতে হবে।

Advertisement

‘500-1000’ এর পর আবার নতুন নোট বাতিলের পথে RBI. কবে থেকে শুরু? জেনে নিন বিশদে।

কারা কারা বিনিয়োগ করতে পারবেন?
Gram Suraksha Yojana – তে নুন্যতম বয়স হতে হবে 19 বছর। তবে 55 বছর পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক এই যোজনার মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ বিনিয়োগ শুরুর ক্ষেত্রে বয়সসীমা বেশ প্রশস্ত।

Ads

ন্যুনতম কত করে বিনিয়োগ করতে হবে?
10 হাজার টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত এই যোজনার মাধ্যমে বিনিয়োগ করতে পারা যাবে। প্রিমিয়াম দেওয়ার জন্যেও থাকছে একাধিক বিকল্প। এক্ষেত্রে কিস্তি জমা দিতে বিনিয়োগকারী প্রতি মাসে, তিনমাসে, ছয় মাসে এবং বছরে তার নির্দিষ্ট প্রিমিয়াম জমা দিতে পারবেন। পুরোটাই বিনিয়োগকারীর নিজস্ব স্বাধীনতার অন্তর্গত।

পোস্ট অফিস এর সেরার সেরা স্কীম। মাত্র ২০০ টাকায় লাখপতি।

এই ক্ষেত্রে থাকছে লোন নেবার দারুণ সুযোগ। বিনিয়োগকারী নিজের প্রয়োজন অনুসারে নিতে পারবেন লোন। তবে এক্ষেত্রে ন্যুনতম 4 বছর বিনিয়োগ করার পরেই মিলবে এই লোনের বিশেষ সুবিধা। Gram Suraksha Yojana – তে যদি পলিসির মেয়াদে প্রিমিয়াম পরিশোধ করতে কখনও ভুলে যান তাহলে ফের বাকি থাকা টাকা জমা করে আবার এই যোজনা শুরু করা সম্ভব।

পোস্ট অফিস এর এই স্কিম সংক্রান্ত বিষয়ে আরও জানতে স্থানীয় কোনও পোস্ট অফিসে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আপনি আপনার মূল্যবান সময়ের সামান্য কিছুটা অংশ ব্যয় করে অন্যান্য নানা ধরণের আর্থিক বিনিয়োগ সংক্রান্ত নানা ধরণের বাম্পার স্কিম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতেই পারেন।ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *