Post Office Scholarship: ছাত্রছাত্রীদের 6000 টাকা স্কলারশিপ দিচ্ছে পোস্ট অফিস! যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন
Post Office Scholarship Yojana Details
ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে একগুচ্ছ নতুন প্রকল্প (Post Office Scholarship) চালু করা হয়েছে গত কয়েক বছরে। মূলত গ্রাহকদের উপকারের জন্য পোস্ট অফিসের এই বিভিন্ন স্কিম। আর তার জন্যই এখনো মানুষ পোস্ট অফিসে টাকা রাখে থাকেন। পোস্ট অফিসের প্রকল্পগুলি চালু করা হয়েছে বিভিন্ন বয়সীদের জন্য। শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই আছে পোস্ট অফিসের প্রকল্প। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তেমনি এক বিশেষ প্রকল্প সম্পর্কে।
Post Office Scholrship
বড়োদের পাশাপাশি ছোটদের জন্যেও পোস্ট অফিস বিভিন্ন ধরনের প্রকল্প (Post Office Scheme) চালু করেছে। আজকের প্রতিবেদনে আমরা একটি পোস্ট অফিস স্কলারশিপ প্রকল্প সম্পর্কে আলোচনা করছি। পোস্ট অফিসে টাকা বিনিয়োগের পাশাপাশি পোস্ট অফিস কিন্তু স্কলারশিপের সুবিধাও দেয়। কিন্তু আপনি যদি এই বিষয় না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আজকের প্রতিবেদন পড়ে নিতে হবে। তাই আর দেরি না করে চটপট আজকের প্রতিবেদন পড়ে ফেলুন।
ছাত্রছাত্রীদের শিক্ষার পথে কোনোভাবেই যাতে অর্থ বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ (Scholarship) বা বৃত্তি প্রদান করা হয়। ঠিক এমন একটি স্কলারশিপ প্রকল্প হল দীনদয়াল স্পর্শ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে আপনি বছরে ৬০০০ টাকা পাবেন। তবে জেনে নেওয়া জরুরী যে, এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়ে।
আসলে এটি মূলত একটি পোস্টাল ডিপার্টমেন্টের তরফে স্কলারশিপ। যেখানে আবেদন জমা করতে পারবেন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়া সকল ছাত্রছাত্রীরা। এই স্কলারশিপের জন্য আবেদন করলে শিক্ষার্থীদর প্রতিমাসে দেওয়া হবে ৫০০ টাকা। অর্থাৎ বছরে একজন পড়ুয়া পাবেন মোট ৬০০০ টাকা। এখন প্রশ্ন হল কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে?
পোস্টাল ডিপার্টমেন্টের এই স্কলারশিপের জন্য আগ্রহী পড়ুয়াকে মূলত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। যার মধ্যে প্রথম পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। আর এরপর দ্বিতীয় পরীক্ষায় থাকবে স্ট্যাম্প সংগ্রহ করার প্রজেক্ট। এই লিখিত পরীক্ষার মধ্যে পড়ুয়াকে পোস্টাল স্ট্যাম্প ছাড়াও প্রশ্ন করা হবে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা সম্পর্কে।
প্রতিমাসে একাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গের ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ
স্কলারশিপের যোগ্যতা
যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন, তাঁদের নির্দিষ্ট কিছু যোগ্যতা মেনে চলতে হবে। আপনাদের কি কি যোগ্যতা মানতে হবে? নিম্নে তার বিবরণ দেওয়া হল। ১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, আর সেই সাথে শিক্ষার্থীকে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে। ২) দ্বিতীয়ত, স্কুলের Philately Club থাকতে হবে ও আবেদনকারীকে সেই ক্লাবের সদস্য হতে হবে। যদি দেখা যায় যে, স্কুলের ক্লাব না থাকে তাহলে আবেদনকারী পড়ুয়া -র যদি Philatelic Deposit Account থাকে, তাহলেও আবেদন করা যাবে। স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীকে শেষ পরীক্ষায় মোট ৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে SC ও ST-র শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হবে।
কিভাবে আবেদন করা যাবে?
কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চাল তাহলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই পরীক্ষার ফর্ম তুলে নিতে হবে। আর এরপর সেই ফর্ম যথাযথভাবে পূরণ করুন। আর তাতে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিন্টেন্ডেন্টের কাছে বা চিফ পোস্ট মাস্টার ভুবনেশ্বরের কাছে জমা করুন। এরপর আপনি যোগ্য হলে স্কলারশিপ পেয়ে যাবেন।