SCSS: পোস্ট অফিসের এই প্রকল্পে প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে 20,000 টাকা। বাড়ি বসে টাকা কামাতে আবেদন করুন আজই
Post Office SCSS Scheme Details
পোস্ট অফিসের সকল জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS). সাধারণত প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য থাকে যিনি গ্রাহক তাঁকে বিভিন্ন দিক থেকে সহায়তা করা। তাই ভারতীয় জনসাধারণ ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর সমস্ত কারণের মধ্যে অন্যতম হলো প্রকল্পগুলির সুদের হার।
বেশি সুদের হার থাকার কারণে পোস্ট অফিসের প্রকল্পগুলি -তে টাকা রাখলে প্রতিমাসে অতিরিক্ত টাকা পাওয়া যায়। প্লাস অল্প সময়ের মধ্যে অধিক হারে রিটার্ন পাওয়া যায়। আজ এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে SCSS (Senior Citizen Savings Scheme) সম্পর্কে বিস্তারিত।
Post Office SCSS Scheme 2025
দেশের মধ্যবিত্ত জনসাধারণের কাছে বিনিয়োগ করার সেরা মাধ্যম পোস্ট অফিস। এখানকার স্কিমগুলি (Post Office Scheme) দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে সিনিয়র সিটিজেন ব্যক্তিরা অর্থাৎ যারা কাজ থেকে অবসর নিয়েছেন, তাঁদের প্রতিমাসে আর্থিক নিরাপত্তা প্রদান করে এই প্রকল্প। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা বিনিয়োগ করার পদ্ধতি ও প্রতিমাসে কুড়ি হাজার টাকা নিশ্চিত করার জন্য কী করতে হবে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ
ভারতীয় পোস্ট অফিসে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। যে প্রকল্পগুলিতে ভাল সুদ পাওয়া যায়। এখানে যেমন আপনার পরিশ্রমের টাকা নিরাপদে থাকে, তেমনই নিশ্চিত সুদের হার মেলে। অবসর জীবনে সকলেই চান নিশ্চিতভাবে জীবন যাপন করতে। যদি টাকার জন্য জীবনে কোন সমস্যা না আসে তাই আগের থেকেই শুরু করতে হবে বিনিয়োগ। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মূলত ডিজাইন করা হয়েছে ৬০ বছরের বেশি বয়সিদের জন্য। যারা অবসর জীবনেও নিশ্চিত আয় পেতে চান।
এই স্কিমে বিনিয়োগ করার শর্তাবলী
সাধারণত প্রত্যেকটি প্রকল্পেই বিনিয়োগ করার জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী থাকে। যেমন এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৬০ বছরের বেশি বয়সী নাগরিক অথবা যারা ভিআরএস নিয়েছেন এমন ৫৫-৬০ বছরের মধ্যে থাকা ব্যক্তি (শর্তসাপেক্ষে)। বর্তমানে এই প্রকল্পে এককালীন সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। এখানে টাকা রাখতে হয় ৫ বছরের জন্য। যা আরও ৩ বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে। মূলত প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার ঘোষণা করা হয়। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর মাসে এই স্কিমে ৮.২% সুদ পাওয়া যাচ্ছে।
প্রতিমাসে ২০,০০০ টাকা আয় করবেন কিভাবে?
পোস্ট অফিসের এই প্রকল্পে আয়করের ধারা ৮০C অনুযায়ী কর ছাড় পাওয়া যায় ১.৫ লক্ষ টাকা। এবার আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন ও এককালীন অর্থ বিনিয়োগ করে রাখতে চান তাহলে অতিরিক্ত সুদের হিসেবে প্রতি মাসে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আসুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। আগে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করার সীমা ছিল ১৫ লক্ষ টাকা। বর্তমানে সেটি ১৫ লক্ষ টাকা। এবার যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তবে বছরে সুদ পাবেন ২,৪৬,০০০ টাকা। এই টাকাকে মাসিক ভিত্তিতে হিসেব করা হলে বুঝতে পারবেন, প্রতি মাসে আপনার আয় হবে প্রায় ২০,৫০০ টাকা।
আরও পড়ুন: 100 ও 200 টাকার নোট নিয়ে RBI বড় নির্দেশ দিলো কোটি কোটি আমজনতার জন্য
উপসংহার
এই বিশেষ প্রকল্পে টাকা রেখে প্রতিমাসে নিশ্চিত আয় করতে চান তো? তাহলে ভিজিট করতে হবে আপনার নিকটবর্তী ব্যাংক অথবা পোস্ট অফিসে। সেখানে গিয়ে এই স্কিমে টাকা রাখার বিবরণ জেনে নিন। ধীরে ধীরে বিনিয়োগ শুরু করুন। আপনিও পাবেন প্রতিমাসে কুড়ি হাজার টাকার গ্যারান্টি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য অনলাইনে এবং পোস্ট অফিসে ভিজিট করলে পাবেন।