SCSS Scheme: প্রতিমাসে 20,500/- টাকা দিচ্ছে পোস্ট অফিস। জনপ্রিয় প্রকল্পে কিভাবে আবেদন করবেন? জেনে নিন একনজরে
প্রতিমাসে ২০,৫০০ টাকা পাবেন পোস্ট অফিসের জনপ্রিয় প্রকল্পে।
ভারতীয় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS Scheme) টি সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। পোস্ট অফিসের এই প্রকল্প ভীষণভাবে জনপ্রিয়। এই প্রকল্পে প্রতিমাসে ২০,৫০০ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আপনারা যারা এই প্রকল্প সম্পর্কে খুব ডিটেলস জানেন না, তাঁদের জন্য আজকের প্রতিবেদন। আপনিও যদি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই স্কিম (Post Office Scheme) সম্পর্কে প্রত্যেকটি তথ্য জেনে নেবেন। কিভাবে বিনিয়োগ করলে এখানে লাভ আসবে, প্রকল্পের বিনিয়োগের নিয়মগুলি কি কি? সমস্ত বিষয়ে এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। আসুন ডিটেলস জানা যাক।
Post Office SCSS Scheme 2024
প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে একটি হল পোস্ট অফিসের প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS Scheme. সাধারণত সিনিয়র সিটিজেনরা অবসর গ্রহণের পর নিরাপদ এবং নিয়মিত আয়ের উৎসের খোঁজে থাকেন। তাঁদের জন্যই এবার একটি চমৎকার বিকল্প নিয়ে এল পোস্ট অফিস। আর এই প্রকল্পের নাম হল পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)।
পোস্ট অফিসের সরকার-সমর্থিত স্কিমে রয়েছে ভালো সুদের হার এবং অত্যন্ত সহজ বিনিয়োগ করার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা। যদি আপনিও এই স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে কি কি নিয়ম মানতে হবে, কিভাবে বিনিয়োগ করতে হবে, সেই সম্পর্কিত তথ্য আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
Post Office SCSS Scheme Eligibility
১) প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন ৬০ এবং তার চেয়ে বেশি বয়সী প্রবীণ নাগরিকেরা। ২) যদি কোনো ব্যক্তি স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন তাহলে ৫৫-৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করতে পারবেন। ৩) মনে রাখবেন, প্রতিরক্ষা কর্মীরা ৫০ এবং তার বেশি বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৪) পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি আপনার স্ত্রীর সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। যাতে এই স্কিম থেকে উভয় ব্যক্তি উপকৃত হতে পারবেন।
Post Office SCSS Scheme Benifits
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রকল্পটিতে প্রদত্ত বার্ষিক সুদের হার হল 8.2%, যা সাধারণত সঞ্চয় স্কিম যেমন ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি। আর এই হার সাধারণত প্রদান করা হয় ত্রৈমাসিকভাবে। প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পটি ঝুঁকিবিহীন আয়ের একটি স্থায়ী উৎস। আরো একটি বিষয় আপনার জেনে রাখা জরুরী, এই প্রকল্পে ট্যাক্স ডিডাকশন (TDS) তখনই প্রযোজ্য হবে, যদি একটি আর্থিক বছরে সুদের আয় হয় প্রতি বছর ৪০,০০০ টাকা (প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা) অতিক্রম করে।
আর এই স্কিমে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। সাধারণত এটি শর্ত সাপেক্ষে আয়কর আইন। 1961-এর ধারা 80C-এর অধীনে কর সুবিধার জন্য যোগ্য। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটিতে টাকা জমানোর জন্য মেয়াদ হলো ৫ বছর। তবে আপনি যদি চান তবে এই স্কিমে টাকা জমানোর মেয়াদ অতিরিক্ত তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন। নিঃসন্দেহে বলা যায়, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প।
SCSS স্কিম থেকে কিভাবে পাবেন ২০,৫০০ টাকা?
যদি একজন প্রবীণ নাগরিক পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মোট ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি ২.৪৬ লক্ষ টাকা বার্ষিক সুদ পাবেন। যা কিনা প্রতি মাসে হয় প্রায় ২০,৫০০ টাকা। ১০ লাখ টাকার বিনিয়োগ প্রতি মাসে প্রায় ৬৮০০ টাকা যেখানে বার্ষিক ৮১,৬০০ টাকা তিনি আয় পাবেন। আর যদি তিনি ৫ লাখ টাকার বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি মাসে প্রায় ৩৪০০ অর্থাৎ বছরে ৪০,৮০০ টাকা পাবেন।