Postal Insurance

Postal Insurance – এখনই করে ফেলুন আবেদন।

দুর্ঘটনা থেকে বাঁচতে সাধারন ভাবে বীমা করানোর পরামর্শ। আর বর্তমান সময়ে স্বাস্থ্য বীমার করার বা করানোর গুরুত্ব (Postal Insurance) আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে। যত বয়স বাড়ে ততই স্বাস্থ্য বীমাতে প্রিমিয়াম প্রদানের মাত্রাও বাড়তে থাকে।
আর ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ বীমা করাতে চান না। তবে আর চিন্তার কোনো কারণ নেই। মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের এই চিন্তা দূর করতে পোস্ট অফিসের তরফে চালু করা হয়েছে একটি দুর্দান্ত বীমা স্কিম।

Advertisement

কিভাবে শুরু হলো এটি?
ইন্ডিয়া পোস্ট এবং টাটা এআইজি-র যৌথ প্রচেষ্টায় চুক্তিবদ্ধভাবে শুরু করা হয়েছে এই বীমা প্রকল্প। (Postal Insurance)
আবেদনের বয়সসীমা-
এই বীমা প্রকল্পে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বাধিক ৬৫ বছর বয়স্ক হতে হবে।

লটারি টিকিট কাটার জন্য লাকি নম্বর কোনগুলি? এই পদ্ধতিগুলি করবে বাজিমাত

কত টাকা বিনিয়োগে মিলবে বীমা?
মাত্র ২৯৯ থেকে ৩৯৯ টাকার প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পাওয়া যাবে ১০ লক্ষ টাকার বীমা কভারেজ। (Postal Insurance)
কখন মিলবে এই বীমা কভারেজ?
প্রকল্পটি যার নামে করা থাকবে তার আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু, আংশিক অথবা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্ত হলে মিলবে এই ১০ লক্ষ টাকার বীমা কভারেজ।

Ads

এই বিমার অধীনে ব্যক্তির দুর্ঘটনার কবলে পড়লে চিকিৎসার জন্য প্রদান করা হবে ৬০ হাজার টাকা। যদি ব্যক্তি অসুস্থ হয়ে IPD অথবা OPD-তে ভর্তি থাকেন সেক্ষেত্রে দেওয়া হবে ৩০ হাজার টাকা পর্যন্ত (Postal Insurance)। এটিও দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের জন্যই প্রযোজ্য।

Advertisement

অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের মিটলো বেতন বৈষম্য, অর্থদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন

অন্যদিকে দু’জন শিশুর লেখাপড়ার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা এবং হাসপাতালে ১০ দিন যদি থাকে সেক্ষেত্রে প্রতিদিন দেওয়া হবে ১ হাজার করে টাকা (Postal Insurance)। যদি ব্যক্তির মৃত্যু হয় সে ক্ষেত্রে দেওয়া হবে ৫ হাজার টাকা।

Advertisement

বিমা পুনর্নবীকরণ-
প্রতি ১ বছর পর পর বিমাটি পুনর্নবীকরণ করতে হয়। এক্ষেত্রে বীমা হোল্ডার ব্যক্তির ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তবেই দেওয়া যাবে সমস্ত প্রিমিয়াম।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Ads

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, সর্বোচ্চ বেতন ৯২,১০০ টাকা

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *