Provident Fund Employee Login – PF এর UAN নম্বর ভুলে গেলে সমাধান হাতের মুঠোয়, চটপট জেনে নিন। New Update.

Provident Fund Employee Login – PF এর UAN নম্বর ফিরে পাওয়ার পদ্ধতি জেনে নিন।

বর্তমানে অনেকেই আছেন প্রায়ই কর্মক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করে থাকেন (Provident Fund Employee Login)। প্রতিটি কোম্পানিতেই কাজের ক্ষেত্রে কর্মচারীদের PF এর সুবিধা দেওয়া হয়। এর মধ্যে অনেকে আবার UAN নম্বর ভুলে যান। সেক্ষেত্রে কি করতে হবে, তা এই প্রতিবেদনে জানানো হবে।

প্রথমে বলা যাক UAN নম্বর কি?
UAN নম্বর হল ১২ সংখ্যার নম্বর। EPFO এর ক্ষেত্রে এই UAN নম্বর জারি করা হয়। এই UAN নম্বর কর্মচারীর সারাজীবনে বদলায় না। চাকরি বদল করলেও এর পরিবর্তন হয় না। (Provident Fund Employee Login)

রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ অর্থদপ্তর

UAN নম্বর ভুলে গেলে কী করতে হবে?
১) EPFO-এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- https://epfindia.gov.in/site_en/
এ যেতে হবে। এরপর ‘services’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘For Employees’-এ ক্লিক করতে হবে। (Provident Fund Employee Login)

২) ’employee UAN/ অনলাইন পরিষেবা’ অপশনে ক্লিক করতে হবে। কর্মীর UAN পোর্টালে ঢুকতে হবে। নিজের মোবাইল নম্বর এবং পিএফ সদস্য আইডি লিখতে হবে।
৩) ‘Get authorization PIN’-এ ক্লিক করতে হবে। নিজের বৈধ ও সক্রিয় রেজিস্টার্ড মোবাইল নম্বরে পিন নম্বর পাঠানো হবে। এরপর OTP লিখতে হবে। ‘Validate OTP’ অপশনে ক্লিক করতে হবে।

রাজ্য সরকারী কর্মীদের পুজোর আগের প্রথম কিস্তিতে কত শতাংশ ডিএ, খরচ কত, রিপোর্ট দিলো নবান্ন

উল্লেখ্য, এই নিয়ম মেনে চললে UAN নম্বরটি চলে আসবে। UAN-এর মাধ্যমে অনলাইন PF ট্রান্সফার, ব্যালেন্স চেক এবং টাকা তোলার সুবিধা কর্মচারীরা পাবেন (Provident Fund Employee Login)। সমস্ত পুরানো এবং নতুন অ্যাকাউন্ট UAN-এ দেখাবে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button