Puja Bonus 2024: পুজোর বাম্পার উপহার! রাজ্যে কর্মরত ১৫,০০০ কর্মীর পকেটে আসছে কড়কড়ে নোট! জারি হল নতুন বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার মাঝেমধ্যেই নানান গুরুত্বপূর্ণ ঘোষণা করে থাকে। সরকারি কর্মীদের স্বার্থে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। যেমন, পূজো আসার আগেই বোনাসের ঘোষণা করে সরকার(Puja Bonus 2024). আর সেই ঘোষণার ফলে মুখে হাসি ফোটে রাজ্যের বহু সরকারি কর্মীর।

তবে এবার কর্মরত ১৫,০০০ কর্মীর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পৌরসভার। পুজোর আগেই কর্মীদের ব্যাংক একাউন্টে ক্রেডিট হবে বোনাস(Puja Bonus 2024) আর এই খবরে খুশির বাঁধ ভাঙলো কলকাতা পুরসভার ১৫,০০০ সরকারি কর্মীর।

কিভাবে পাবেন জিপিএফ এর অর্থ? নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর! সুবিধা বাড়ল কর্মীদের

Puja Bonus 2024 Update

অপেক্ষার আর মাত্র কিছুদিন। অক্টোবর মরশুমে ঢাকে পড়বে কাঠি। বাংলায় দুর্গোৎসবে মাতোয়ারা হয়ে উঠবেন বাঙালি। পুজোর সময় কর্মস্থল থেকে বোনাসের আশা করেন সকলেই(Puja Bonus). আর সেই ঘোষণা শোনার অপেক্ষাতে ও থাকেন। পশ্চিমবঙ্গের কলকাতা পুরসভায় কর্মরত হাজার হাজার কর্মী ঠিক তেমনভাবেই অপেক্ষায় ছিলেন।

সেপ্টেম্বর এই ঘোষণা হয়ে গেল তাঁদের বোনাসের (Puja Bonus 2024). কর্মীদের ব্যাংক একাউন্টে খুব শীঘ্রই পৌঁছে যাবে বোনাস। ১৫,০০০ কর্মীদের জন্য এটি একটি বড় আপডেট। এই মর্মে জানা যাচ্ছে, কর্মীদের ব্যাংক একাউন্টে ক্রেডিট হতে চলেছে কড়কড়ে সাড়ে তিন হাজার টাকা। কর্মী দের বোনাস দেওয়ার জন্য সরকারের খরচ হবে প্রায় ১৫ কোটি টাকা।

Puja Bonus For Municipality Employees

কলকাতা পুরসভায় কর্মরত হাজার হাজার কর্মীর বোনাস সংক্রান্ত নতুন ঘোষণা সামনে এল(Puja Bonus 2024). পুরসভার ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের এবার বোনাস দেওয়ার ঘোষণা হয়েছে। কলকাতা পুরসভার অধীনে ১০০ দিনের কাজ করা দক্ষ শ্রমিকদের বর্তমানে দৈনিক ৪০৪ টাকার মজুরি দেওয়া হয়।

সেপ্টেম্বরে ডিএ বাড়বে সরকারি কর্মীদের! কতটা বাড়বে মহার্ঘ ভাতা? কত টাকা অ্যাকাউন্টে আসবে কর্মীদের?

আর অদক্ষ শ্রমিকদের জন্য দৈনিক মজুরি ধার্য হয়েছে ৩০৩ টাকা। আর যে সকল কর্মীরা কাজ করেন সুপারভাইজারের অধীনে, তাঁরা দৈনিক ২০২ টাকা করে মজুরি পেয়ে থাকেন। তবে এবার ঘোষণা হল আলাদা করে বাদ বিচার করে নয়, পুরসভার অধীনে কাজ করা সব কর্মীদেরই সাড়ে তিন হাজার টাকা ‘উৎসব বোনাস’ দেওয়া হবে।

স্বাভাবিকভাবেই, পুজোর মুখে বোনাসের খবর শুনে মুখে চওড়া হাসি ফুটেছে কর্মীদের। ইতিমধ্যে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের কর্মীদের ব্যাংক একাউন্টে ধাপেধাপে এই টাকা ঢুকতে চলেছে। তৎপরতার সঙ্গে টাকা পাঠানো হচ্ছে তাঁদের। সারা বছর ধরে এই কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেন।

পুজোয় অতিরিক্ত বোনাস পেলে স্বাভাবিক ভাবেই খুশি হবেন তাঁরা। খুশি হবেন‌ এই কর্মীদের পরিবারের সদস্যরা। আরজি কর কাণ্ডের আবহে উত্তপ্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরার’ বার্তা জনরোষ সৃষ্টি করে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই কলকাতা পুরসভা কর্মীদের বোনাস পাঠানোর সিদ্ধান্তে অনড় হয়েছে।

Purbasha