Puja Vacation 2024: বাম্পার খবর! পুজোর ছুটি বাড়িয়ে দিল সরকার। পুজোর ছুটির নতুন আপডেট দেখে নিন
দুর্গাপূজো মানেই আবেগে ভাসবে বাঙালি। তাই বছরের শুরু থেকেই সবাই কাউন্ট করেন কবে থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি (Puja Vacation). সাধারণত বছরের শুরুর দিকেই সেই বছরের ছুটির ক্যালেন্ডার হাতে পেয়ে যান রাজ্যের সকল সরকারি কর্মী, স্কুল-কলেজের পড়ুয়ারা। চলতি বছর দুর্গাপূজো অক্টোবরে পড়েছে বলে গত মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন সবাই।
তবে অনেকের জানা ছিল না, অক্টোবর মাসের টানা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। চলতি বছরের পূজো ভ্যাকেশন (Puja Vacation) কবে থেকে কবে অবধি? তা কি জানেন? যদি না জেনে থাকেন, তবে আজকের এই প্রতিবেদন পড়ে নেবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।
Durga Puja Vacation 2024
দুর্গাপুজোর ভ্যাকেশন (Puja Vacation) সবার কাছেই খুব স্পেশাল। পুজোর ছুটিতে অনেকেই থাকেন কলকাতায়। আবার অনেকেই ঘুরতে যান। মোট কথা, পুজোর ছুটি প্রত্যেকেই নিজেদের মতো করে কাটান। চলতি বছরের পুজোর পঞ্চমীর দিন জানা গেল, দুর্গাপূজায় আপনারা পেয়ে যাবেন একটানা ছুটি। রাজ্য সরকার ঘোষণা করেছে এই মাসে প্রচুর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ছুটির দিনগুলিতে বন্ধ থাকবে স্কুল-কলেজ এবং সমস্ত সরকারি দপ্তর। অক্টোবরে এমনিতেই রয়েছে প্রচুর ছুটি। কিন্তু পূজা ভ্যাকেশনে লম্বা ছুটি পেয়ে মুখে হাসি ফুটেছে সবার।
পুজোর মুখে ডবল সুখবর! সরকারি কর্মীদের পকেটে আসবে আরও 19,440/- টাকা। কারা পাবেন জানুন
Puja Vacation In October 2024
চলতি বছর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা ১৬ দিনের ছুটি পেয়েছেন অক্টোবর মাসে। এই মাসে উৎসবের সময় স্বাভাবিকভাবেই খুশি হলেন সরকারি চাকরিজীবীরা। এই বছর ২ অক্টোবর নাগাদ গান্ধী জয়ন্তীর দিনই মহালয়া পড়ে। ফলে একটা দিন অর্থাৎ মহালয়ার ছুটি নষ্ট হয় রাজ্যের সরকারি কর্মীদের। তবে সেই ক্ষত পূরণ করছে পুজোর একটানা ছুটি। সকলে ১৮ অক্টোবর পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি পাবেন। এর পাশাপাশি, চলতি মাসে দীপাবলি এবং ভাইফোঁটা। ফলে ছুটির সংখ্যা অক্টোবর মাসে একের পর এক।
দারুণ খবর! পুজোর মুখে বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মীদের! বিজ্ঞপ্তি দিয়ে জানালো সরকার
এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন অক্টোবর মাসে কবে কবে ছুটি। ঠিক কতদিন পর্যন্ত পাবেন পুজো ভ্যাকেশন? তাহলেই আপনাদের জেনে নিতে হবে ছুটির ক্যালেন্ডার এর তথ্য। ৯ অক্টোবর ২০২৪ দুর্গাপূজার মহাষষ্ঠী। এইদিন থেকে টানা লক্ষ্মী পুজোর দিন অবধি অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত ছুটি চলবে। ১৮ অক্টোবরের পরের দিন অর্থাৎ ১৯ অক্টোবর শনিবার সরকারি ছুটি থাকে তবে নতুন করে এই দিনের ছুটি ঘোষণা হয়নি।
তারপরের দিন রবিবার ২০ অক্টোবর। রবিবার দিন এমনিতে বন্ধ থাকে স্কুল কলেজ অফিস। সাপ্তাহিক ছুটি এই দিন। এরপর আবার ৩১ অক্টোবর ছুটি পাবেন দীপাবলি উপলক্ষ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসে একটা দারুণ প্ল্যান করে ঘুরে আসাই যায়। তাই চট করে বানিয়ে ফেলুন উইক এন্ড ট্রিপ। আর ঘুরে আসুন পরিবারের সঙ্গে।