PWC Yearly Increment

ভোটের আগেই মোদি সরকারের গিফট! PWC Yearly Increment ছাড়াও সরকারি কর্মীদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের। রাজ্যের কর্মীদের কি খবর?

সামনেই দেশজুড়ে সাধারণ নির্বাচন। কেন্দ্রের ক্ষমতা দখলে রাখতে ইতিমধ্যেই PWC Yearly Increment সহ বিভিন্ন ধরনের উপহার দেওয়া শুরু করেছে মোদি সরকার। দেশ জুড়ে সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের দিকে নজর না দিলেও কেন্দ্রের মুষ্টিমেয় সরকারি কর্মচারীদের (Central Govt. Employees) দিকে নজর দিয়েছে মোদি সরকার। এবার তাদের দিকে লক্ষ্য রেখেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বিরাট উপহার ঘোষণা করতে চলেছে কেন্দ্র। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে। কি উপহার দিতে চলেছে মোদি সরকার?

Advertisement

Dearness Allowance

এমনিতেই চলতি মাস থেকে বাৎসরিক PWC Yearly Increment পাবেন সরকারি কর্মীরা। আর তার সাথে ডিএ (Dearness Allowance) দেওয়ার কথা জানা গেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পান। এবার এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, জুলাই মাসে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য DA এবং পেনশনভোগীদের জন্য DR ৪ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। জুলাই মাসে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করলে ৪২ শতাংশ থেকে বেড়ে হবে ৪৬ শতাংশ।

এর ফলে কেন্দ্রীয় সরকারের ১ কোটি কর্মচারী বিরাট সুবিধা পাবেন। প্রতি মাসে বেতনের সঙ্গে একটা অতিরিক্ত মোটা অংকের টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সাধারণত শ্রম মন্ত্রণালয়ের AICPI সূচকের উপরে ভিত্তি করেই Dearness Allowance বৃদ্ধি করা হয়।

Ads

কেন্দ্রীয় সরকারের তরফে বছরে ২বার কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়। মে ২০২৩ এর এই সূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এর পরের পরিসংখ্যান প্রকাশিত হবে ৩১ শে জুলাই। বর্তমান রিপোর্টে জানা যাচ্ছে, DAর হার ৪৫.৫৭ পয়েন্টে পৌঁছেছে। এরপরে ৩১ শে জুলাই AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশিত হলে সেখানে 4 শতাংশ DA বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।

Advertisement

PWC Yearly Increment

আর ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে সর্বনিম্ন একজন কর্মচারীর বেতন ২০০০ টাকা পর্যন্ত বাড়বে। সেই সাথে PWC Yearly Increment পেলে বেতন আরও বাড়বে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর যদি ১৮ হাজার টাকা মূল বেতন হয়, তাহলে বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা অনুযায়ী সেখানে ৭৫৬০ টাকা পাচ্ছেন।

Advertisement
8th Pay Commission বা অষ্টম বেতন কমিশন

এরপরে ৪৬ শতাংশ বৃদ্ধি হলে ৭২০ টাকা বেড়ে ৮২৮০ টাকা হবে। এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আরো জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ভোটের আগে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সঙ্গে House Rent Allowance বা HRA বাড়াতে পারে। ২০২১ সালে HRA ২৫ শতাংশ করা হয়েছিল। এবার সেটা ৫০ শতাংশ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Ads

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সুপ্রীম কোর্টের বড় নির্দেশ।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন, কবে তাদের ডিএ আবার বাড়বে। কারণ সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে দুইবার কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়ে থাকে। এবার জুলাই মাসেই ৪ শতাংশ DA বৃদ্ধি হলে ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে DAর হার পৌঁছে যাবে।

আরও পড়ুন, চালু হল রাজ্য সরকারের নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন? জানুন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *