Ration Card: ১৫ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন পরিষেবা! যদি না করেন এই কাজটি
Ration Card E-Kyc Update
জনসাধারণের জন্য রেশন এবং রেশন কার্ড (Ration Card) কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার নয়। প্রতিমাসে বিনামূল্যে অথবা ফ্রিতে রেশন দ্রব্য আসে আমজনতার ঘরে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে চিন্তার খবর। যদি আপনি এই কাজটি না করেন তাহলে আগামী ১৫ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ড।
Ration Card KYC Update
প্রত্যেক রেশন কার্ড হোল্ডারের বিষয়টি জেনে রাখা দরকার যে, ফ্রি রেশনের (Free Ration) সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ডের e-KYC করা বাধ্যতামূলক। আপনি যদি e-KYC না করেন, তাহলে বিনামূল্যে রেশনের সুবিধা আর পাবেন না। বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন পরিষেবা। আগামী ১৫ ফেব্রুয়ারির পর থেকে আপনার রেশন কার্ড আর কোনভাবে কার্যকরী থাকবে না। সম্প্রতি রাজ্যের তরফে এই বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে। উত্তরপ্রদেশ খাদ্য ও সরবরাহ বিভাগ রেশন কার্ড e-KYC (Ration Card E-Kyc) পূরণের জন্য সময়সীমা নির্ধারণ করেছে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অবধি।
বিনামূল্যে রেশনের সাথে আরও 1000 টাকা দেবে সরকার? কিভাবে এই টাকা পাবেন?
রেশন কার্ডের ই-কেওয়াইসি আসলে কী?
আসলে রেশন কার্ডের e-KYC বলতে বোঝায় Know Your Customer পদ্ধতি। এটি আসলে একটি ইলেকট্রনিক বা ডিজিটাল প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। আর এই প্রক্রিয়ায় আধার কার্ড ব্যবহার করা হয়। আপনি এর সাহায্যে, বায়োমেট্রিক অথবা OTP ভিত্তিক যাচাইকরণ করতে পারবেন। এখন প্রশ্ন হল কিভাবে রেশন কার্ডের ই-কেওয়াইসি করবেন?আসুন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
রেশন ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে বেশি করে রেশন পাবেন?
রেশন কার্ডের ই-কেওয়াইসি করার পদ্ধতি
১) রেশন কার্ডের ই-কেওয়াইসি করতে আপনাকে প্রথমে Google Play Store-এ যেতে হবে। ২) এর পরে, আপনাকে খুঁজতে হবে Mera Ration 2.0 অ্যাপটি। আর তারপর সেটি ইনস্টল করতে হবে। ৩) আপনি যদি যথাস্থানে মোবাইল নম্বর লেখেন তাহলে চলে আসবে ক্যাপচা কোড। ৪) আর এই ক্যাপচা পূরণ করলে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ৫) এবার আপনি ক্লিক করুন পরিবারের বিবরণ পরিচালনা বিকল্পে। ৬) এবার আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং সম্পন্ন করতে হবে e-KYC পদ্ধতিটি।