Ration: রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। দ্রুত এই কাজ সারুন। নয়তো রেশন পরিষেবার লিস্ট থেকে বাতিল হবেন আপনিও

Ration Card KYC Update

সমাজের দরিদ্র মানুষকে খাদ্য সুরক্ষা দিতে সরকার চালু করেছে রেশন (Ration) প্রকল্প। আপনার কাছে যদি রেশন কার্ড (Ration Card) থাকে তাহলে চাল, গম, চিনি, ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন বাজারের চাইতেও কম দামে। তবে সম্প্রতি রেশন নিয়ে কেন্দ্র নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক রেশন গ্রহীতাকে এই কাজ করতে হবে। নয়তো রেশন পরিষেবার তালিকা থেকে বাতিল হবে আপনার নামও।

Ration Card New Rule 2025

মাঝেমধ্যেই সরকার রেশন নিয়ে নতুন নিয়ম জারি করে থাকে। এবারেও তার ব্যতিক্রম হল না। রেশন নিয়ে নতুন নিয়ম জারি হল। যেখানে বলা হচ্ছে, নির্দিষ্ট একটি কাজ না করলে সেই ব্যক্তি রেশনের সুবিধা পাবেন না। এখন প্রশ্ন হল কোন কাজের কথা বলা হচ্ছে? ঠিক কত দিনের মধ্যে এই কাজ সারতে হবে? নয়তো সত্যিই কি বাতিল হবে রেশন কার্ড?

আমাদের দেশের একটা বড় অংশের মানুষের কাছে অত্যন্ত জরুরি এই রেশন কার্ড (Ration Card). কারণ এখনো দেশের একটা বড় অংশের মানুষকে এখনও দুবেলা দু’মুঠো খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়। তারপরেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও চড়া দামে জিনিস পত্র কিনতে গিয়ে রীতিমত সমস্যায় পড়েন তাঁরা।সেই জন্যই কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে জনসাধারণকে রেশন দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কম দামে জরুরি খাদ্যপণ্য মেলে। উদাহরণস্বরূপ চাল, ডাল, গম ইত্যাদি পাওয়া যায়।

রেশন নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত!

আগেই বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য রেশন নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এখনো পর্যন্ত যা খবর মিলছে, সম্প্রতি বহু গ্রাহকই রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়েছেন। অনেকেই নাকি রেশন পাচ্ছেন না। তাই এবার কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে, রেশন কার্ডে একটি কাজ আপনাকে দ্রুত সারতে হবে। নাহলে রেশন সংক্রান্ত সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। আগামী দিনে আর রেশন পাওয়া যাবে না।

আরও পড়ুন: আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করবেন? মাত্র 5 মিনিট লাগবে! সবচেয়ে সহজ পদ্ধতিটি জেনে নিন

রেশন পেতে হলে এই কাজ অবশ্যই করুন!

সম্প্রতি কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেখানেই উল্লেখ করা হয়েছে যে, রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক হচ্ছে। যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা আর রেশন পাবেন না। এই বিষয়ে সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, রেশন প্রকল্পের সুবিধা যাতে স্বচ্ছ পথে পরিচালিত হতে পারে, রেশনের সুবিধা যাতে নায্য ও বৈধ ব্যক্তিদের কাছে পৌছোয়, তার জন্য ই-কেওয়াইসি গুরুত্বপূর্ণ করা হচ্ছে। কারণ এটা খুব সত্যি যে, কেওয়াইসি না করা থাকলে, জালিয়াতি করার সম্ভাবনা থেকে যায়। তাই ই-কেওয়াইসি আপডেট করা জরুরি।

কেওয়াইসি করতে হলে কী করতে হবে?

যেহেতু কেন্দ্রের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে রেশন গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি আপডেট করতে হবে, তাই এর জন্য নিকটবর্তী রেশন ডিলার বা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করতে হবে। এর জন্য ডকুমেন্ট হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড ও রেশন কার্ড। সেখানে আপনাকে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করতে হবে।

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবেন ১৬ লক্ষ মানুষ? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে কি জানালেন?

উপসংহার

আপনি যদি রেশনের সুবিধা পেতে চান তাহলে কেন্দ্রের (Central Government) নির্দেশ মেনে চলতেই হবে। তাই দ্রুত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন। আরো একটি কথা মনে রাখবেন, যদি গিয়ে এই প্রক্রিয়া করা সম্ভব না হয় তাহলে বাড়িতে বসে অনলাইনেও কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। বিস্তারিত তথ্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

Related Articles

Back to top button