Ration Item 2025: ফেব্রুয়ারি মাসে বেশি করে দেওয়া হবে চাল, গম। কোন কার্ডে কত সামগ্রী মিলবে? তালিকা দেখে নিন

Ration Item List In February

ভারতবর্ষের প্রত্যেক জনসাধারণের কাছে অবশ্য গুরুত্বপূর্ণ রেশন দ্রব্য (Ration Item)। প্রতিমাসে নিয়মিত দিনে রেশন সামগ্রীগুলি সংগ্রহ করতে যাওয়া হয়। সমাজের দরিদ্র জনসাধারণের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) সরবরাহ করে থাকে সরকার। জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাস এসেছে। এই মাসে আপনি কি পরিমান রেশন সামগ্রী পাবেন, আসুন তার তালিকা মিলিয়ে দেখে নেওয়া যাক।

Ration Item List 2025

ভারতবর্ষে রেশন সরবরাহ যেমন জনসাধারণের উপকার সাধন করে ঠিক তেমনভাবেই রেশনিং সিস্টেমে জালিয়াতির ঘটনাও সামনে এসেছে। আর রেশনে জালিয়াতি আটকাতে সরকারের তরফ থেকে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়াও হয়েছে। আগে যেখানে শুধুমাত্র রেশন দোকানের বোর্ডেই লেখা থাকত কি কি দেওয়া হবে। কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা থাকে মাসের শুরুতে চাল, গম থেকে চিনি জনসাধারণ কি কি রেশন দ্রব্য পাবেন। শুধু তাই নয় এখন তো গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও মেসেজ মারফত নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়। তবে ফেব্রুয়ারি মাসে আপনি কি কি দ্রব্য পেতে পারেন সেই রেশন দ্রব্যের তালিকা উল্লেখ করা হলো।

১) AAY কার্ডের রেশন সামগ্রী

প্রথমে দেখে নেওয়া যাক অন্তদ্যয় অন্ন যোজনা বা AAY কার্ডে কি কি দ্রব্য দেওয়া হবে। জেনে রাখুন, আপনার কাছে যদি AAY কার্ড থাকে আর আপনি একজন অন্তদ্যয় অন্ন যোজনা কার্ডের গ্রাহক হন তাহলে আপনি সবচেয়ে বেশি পরিমাণে রেশন পাবেন। ফেব্রুয়ারি মাসে কতটা রেশন পাবেন? এই কার্ডের উপভোক্তা জেনে নিন চলতি ফেব্রুয়ারি মাসে আপনারা পরিবার পিছু ২১ কেজি চাল, ১৪ কেজি গম বা ১৩.৩ কেজি গম পেতে পারেন।

ফেব্রুয়ারি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা। রমজান উপলক্ষ্যে রেশনে কি কি দেবে তালিকা দেখে নিন

২) PHH ও SPHH রেশন কার্ডের সামগ্রী

আপনি যদি একজন PHH বা SPHH কার্ডের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি কি কি দ্রব্য পাবেন? প্রায়ওরিটি হাউসহোল্ড বা স্পেশাল প্রাইওরিটি হাউসহোল্ড হওয়ার দরুন আপনি কার্ড পিছু ৩ কেজি চাল ও ২ কেজি গম বা ১.৯ কেজি আটা পাবেন ফ্রেবুয়ারি মাসে।

৩) RKSY I & RKSY II কার্ডের

রেশন কার্ডের উপভোক্তাদের মধ্যে সবচেয়ে কম সামগ্রী পাওয়া যায় প্রধানত দুই কার্ডে। RKSY I ও RKSY II. আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে আপনি ফ্রেবুয়ারী মাসে সেই কার্ড পিছু পাবেন শুধুমাত্র ৫ কেজি চাল। আর যদি আপনার কাছে RKSY II কার্ড থাকে তাহলে আপনি ওই কার্ড পিছু পাবেন ২ কেজি চাল। এই দুই কার্ডের ক্ষেত্রেই কিন্তু আলাদা করে গম পাওয়া যাবে না।

১৫ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন পরিষেবা! যদি না করেন এই কাজটি

৩) বিশেষ দ্রব্য সামগ্রীর লিস্ট দেখে নিন

তবে যে সকল ব্যক্তিরা রাজ্যের জঙ্গলমহল ও পাহাড়ি এলাকায় বসবাস করেন, তাঁদের জন্য স্পেশাল রেশন প্যাকেজ প্রদান করা হবে। রাজ্য সরকার তাঁদের স্পেশাল দ্রব্য সামগ্রীর প্যাকেজ দেবে। যেখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে AAY কার্ডে পাবেন ১১ কেজি চাল, PHH কার্ডে পাবেন ৬ কেজি চাল, আর RKSY I কার্ডে পাবেন ৬ কেজি করে অতিরিক্ত চাল।

Related Articles

Back to top button