Adani

ব্যাংক সাধারণ মানুষের কাছে আর্থিক লেনদেন এর জন্য প্রধান বিশ্বাসযোগ্য মাধ্যম। Adani কান্ডের পর থেকে সারা দেশে চিন্তার ভাঁজ। নিজের টাকা সুরক্ষিত রাখতে ব্যাংকে লেনদেন করে থাকেন সাধারণ মানুষ। বর্তমানে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে RBI সমস্ত ব্যাংককে নিয়ে এসেছে একই ছাতার নিচে। এর ফলে সারা দেশের যেকোনো প্রান্তে লেনদেন হয়েছে আগের থেকে অনেক বেশি সহজ এবং সুরক্ষিত।

Advertisement

Adani কান্ডের পর ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ!

বিগত সময়ে বিভিন্ন ব্যাংকের দেউলিয়া হবার ঘটনা সামনে এসেছে বেশ অনেকবারই। তবে এবারে এই নতুন ঘটনা তথা Adani কাণ্ড রীতিমতো হালচাল সৃষ্টি হয়েছে। সম্প্রতি Adani গোষ্ঠীর শেয়ারে বেশ অনেকটাই পতন ঘটেছে। এবারে আমানতকারিদের কপালে এসেছে চিন্তার ভাঁজ। কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত নজর রাখছে গোটা বিষয়ের ওপরে।

এই Adani কান্ডের পর থেকে আমানতকারিদের মধ্যে বেশ চিন্তা এসেছে। ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সকলের মাথায়। তবে সম্প্রতি বিবৃতি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ভারতের প্রত্যেকটি ব্যাংক নিরাপদ এবং সুরক্ষিত। এর সাথে সাথে তারা জানিয়েছেন যে, এই বিষয়ে সম্পূর্ণ পরিস্থিতির ওপরে নজর রাখছেন তারা।

Ads

শুক্রবার জারি করা ঐ বিজ্ঞপ্তিতে RBI বলেছে যে, ‘‘সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে এসেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক এবং নজরদার হিসাবে আরবিআই ব্যাঙ্কিং ক্ষেত্রের উপর প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে।’’ আরবিআই আশ্বস্ত করেছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের ব্যাঙ্কগুলি নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে।

Advertisement

জিও অফার নিয়ে এলো 2023 এর সেরা প্ল্যান, নতুন রিচার্জে কি কি পাবেন, দেখুন।

গত সপ্তাহ থেকেই এই বিষয়ে বেশ আপডেট ভেসে আসছে। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ পাবার পর থেকেই প্রতিদিনই কমে যাচ্ছে Adani গ্রুপের শেয়ার বাজারের দর। সম্প্রতি শেয়ার বাজারে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে শিল্পপতি আদানি সংস্থা। এই পরিস্থিতির মধ্যেই আদানির 20 হাজার কোটি টাকার বিপুল অঙ্কের শেয়ার না ছাড়ার কথা বলা হয়েছে।

Advertisement

Adani গোষ্ঠীর সম্পদে এসেছে বিরাট ঘাটতি। হিসেবে দেখা গেছে যে, 10 হাজার কোটি ডলারের থেকেও কমে গিয়েছে এই পরিমাণ। এই মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 8 লক্ষ 22 হাজার কোটি টাকার কাছাকাছি। বিশ্বের সবথেকে ধনী ব্যাক্তিদের তালিকায় আদানি ছিলেন তৃতীয় পজিশনে। তবে এবারে তার নাম নেমে এসেছে অনেক নিচে।

Ads

স্টেট ব্যাংক গ্রাহকদের জরুরী নির্দেশ, হেয়ালি না করে আজই এই কাজ করুন।

বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান সহ ভারতের নানা ব্যাংক ঋণ প্রদান করেছে এই Adani গোষ্ঠীকে। আদানি গোষ্ঠীর পতন হলে সেই সকল ব্যাংকে সাধারণ মানুষ যে টাকা রেখেছেন, তার সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত রয়েছেন গ্রাহকেরা। যদিও RBI সকল গ্রাহকদেরই আশ্বস্ত করেছে। এই বিষয়ে খুব বেশি চিন্তার অবকাশ নেই বলেই জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও আপডেট পেতে নজর রাখুন ওয়েসাইটে। ধন্যবাদ।Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *