RBI Rules And Regulations – ব্যাংকে একাউন্ট রাখতে হলে, মানতে হবে এই নিয়ম, RBI এর কড়া নির্দেশ, New Rules 2022.

RBI Rules And Regulations – কোন কোন পরিষেবা বদলালো জানেন?

এবার দেশবাসীর জন্য নতুন ঘোষণা আরবিআই এর (RBI Rules And Regulations) তরফে। প্রতিনিয়ত আরবিআই অর্থনীতির উন্নতি কথা জনগণের স্বার্থে নানা পরিবর্তন আনার চেষ্টা করে। সম্প্রতি গত কয়েকদিন আগে আরবিআই যে বড় পদক্ষেপ নেয় সেটি হল কার্ডলেস ক্যাশ ট্রানজেকশন। আবারো যে নতুন পদক্ষেপ আরবিআই এর তরফ থেকে নেওয়া হল সেটিও ডিজিটাল ট্রানজেকশন নিয়ে।

সম্প্রতি আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস মহাশয় জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংস্থার তরফ হয়থেকে তাদের উর্ধ্বসীমা সাবস্ক্রিপশন, শিক্ষার ফি, ইনসিওরেন্স প্রিমিয়াম ইত্যাদির উর্ধ্বসীমা বাড়ানোর ক্ষেত্রে (RBI Rules And Regulations) অনুরোধ আসছিল।

যার ফলস্বরূপ গত ১৬ জুন আরবিআই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ” ই-কমার্স ম্যান্ডেট কাঠামো বাস্তবায়নের পর্যালোচনা এবং গ্রাহকদের জন্য উপলব্ধ সুরক্ষার OTP বিহীন (RBI Rules And Regulations) লেনদেনের উর্ধ্বসীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

প্রাথমিকে আরো 7 হাজার টেট পাশ প্রার্থীর নিয়োগের নির্দেশ, কলকাতা হাইকোর্টের

ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ওটিপি-র মাহাত্ম্য জানেন না এমন কোন গ্রাহক আচরণ কি? ব্যাংকের লেনদেন হোক অথবা ই-কমার্স ওয়েবসাইটে লেনদেন (RBI Rules And Regulations) হোক, সর্বদাই প্রয়োজন হয় ওটিপি। আর তাই এই ট্রানজেকশন ব্যবস্থাও যাতে হয় সুরক্ষিত এবং নিরাপদ তার জন্য এবার অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করছে আরবিআই।

তাই ডিজিটাল রেকারিং এর ক্ষেত্রে আরবিআই অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে আরো বেশি সহজ করে তোলার জন্য ম্যান্ডেটগুলিতে টাকার পরিমাণ (RBI Rules And Regulations) ন্যূনতম ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করেছে। সহজ করে বলতে গেলে আগের লোন বাসে রিংস এর ক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ওটিপি প্রয়োজন হতো। তবে এবার থেকে নতুন নিয়মে ১৫ হাজার টাকা পর্যন্ত করা যাবে ওটিপি ছাড়াই লেনদেন।

এখনই সুপ্রিমকোর্টে যাচ্ছেনা রাজ্য, জুলাইতে রাজ্যের কর্মীদের এক প্রস্থ ডিএ ঘোষণার ইঙ্গিত

এদিন নতুন নিয়ম ঘোষণার সময় খোদ আরবিআই এর গভর্নর জানান, টাকার উর্ধ্বসীমা বৃদ্ধির ফলে ওটিপি প্রয়োজন না হওয়ায় গ্রাহকদের নিরাপত্তা এবং সুরক্ষা (RBI Rules And Regulations) বিঘ্নিত হবে না। তার সাথে সাথে এদিন ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য করা হয় একটি ঘোষণা। বলা হয় কার্ডের সাথে ইউপিআই লিঙ্ক করার সুবিধার কথা। প্রথমে রূপে কার্ড দিয়ে এই পরিষেবা চালু হলেও পরবর্তীকালে সবগুলির ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে এবং এনপিসিই এইসকল পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

রাজ্যের বিদ্যুৎ দপ্তর প্রচুর সংখ্যক পদের নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button