Realme 15 Pro 5G: দুর্দান্ত 5G স্মার্ট ফোন লঞ্চ করলো রিয়েলমি। পাবেন 50MP ক্যামেরা, 7000 mAh ব্যাটারি, ও AI ফেস্ট। বিরাট ডিস্কাউন্ট অফার চলছে

Realme 15 Pro Smartphone Features

ভারতের বাজারে এল Realme 15 Pro 5G স্মার্টফোন। একসঙ্গে ব্যাটারি, ক্যামেরা এবং AI সুবিধাযুক্ত এই অসাধারণ স্মার্টফোনটি কিনতে আগ্রহী হচ্ছেন বহু ক্রেতা। কোম্পানির তরফে ফোনটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে, সবদিক থেকে গ্রাহক সুবিধা পাবেন। শুধু তাই নয়, বিশেষ অফারে ফোনটি একেবারে কম প্রাইসে কিনতে পারবেন। আসুন তাহলে এই ফোনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme 15 Pro 5G Smartphone

আপনার যদি নতুন স্মার্টফোন কেনার আগ্রহ থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে Realme 15 Pro 5G Smartphone. এটা বলার কারণ হলো, এই ফোনে যুক্ত থাকা একাধিক আধুনিক ফিচারগুলো। আপনি যদি এই ফোনটি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগেই ফিচার সম্পর্কে জেনে নিন।

Realme 15 Pro 5G ফোনটির ডিসপ্লে

রিয়েলমি তার নতুন স্মার্টফোনে ব্যবহার করেছে 6.8-ইঞ্চি 144 Hz AMOLED ডিসপ্লে। যাতে আছে 1.5K রেজোলিউশন এবং সঙ্গে 6,500 নিটস পিক ব্রাইটনেস। এই ফোনটির স্ক্রিন উজ্জ্বল আলোতেও বেশ পরিষ্কার ও রঙিন দেখায়। এর পাশাপাশি, কার্ভড AMOLED প্যানেল থাকায় ফোনটি দারুন স্টাইলিশ দেখায়।

Realme 15 Pro 5G ফোনটির ব্যাটারি

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 SoC প্রসেসর। এই ফোনটি আপনি সারা দিন ধরে অনায়াসে ব্যবহার করতে পারেন। এই ফোনে আছে মেগা ব্যাটারি পাওয়ার। পাচ্ছেন 7000 mAh ব্যাটারি। সঙ্গে 80W ফাস্ট চার্জার থাকছে। ফলে মাত্র অল্প সময়ের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন।

আরও পড়ুন: সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ হলো। পাবেন 4 বছরের গ্যারান্টি

Realme 15 Pro 5G ফোনটির ক্যামেরা

এই ফোনটিতে থাকছে ঝকঝকে ক্যামেরা। 50MP ক্যামেরা এবং 50 MP সেলফি ক্যামেরা থাকছে। একদিকে যেমন ফোনটি দিনের আলোয় ঝকঝকে শার্প ছবি ওঠে, ঠিক তেমন ভাবেই এর আল্ট্রা-ওয়াইড এবং পোর্ট্রেট ভার্সনে দারুন ছবি ওঠে। এছাড়াও এই ফোনটির লো-লাইট পারফরম্যান্স চমকপ্রদ।

Realme 15 Pro 5G ফোনের AI ফিচার

একাধিক আধুনিক ফিচারের সঙ্গে Realme 15 Pro 5G স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই ফিচার। অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলির দিকে এক রকম প্রতিযোগিতা ছুঁড়ে দিয়েছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাচ্ছেন আপনার বাজেটের মধ্যে।

Realme 15 Pro 5G ফোনটির দাম

ভারতে Realme 15 Pro স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে প্রায় 31,999/- টাকা থেকে। তবে বেশি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটি 38,999/- টাকায় পাবেন। তবে অনলাইনে বিশেষ অফারে ফোনটির দাম কম হতে পারে।

আরও পড়ুন: ৩০০০ টাকা ছাড় দিচ্ছে OnePlus 13R 5G স্মার্টফোনে। সাথে পাবেন বিনামূল্যে ৫৪৯৯ টাকার Oneplus Buds 3. দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

উপসংহার

Realme এই নতুন ফোনটি তাঁর পারফরম্যান্সের জন্য ক্রেতাদের মন দখল করে নিচ্ছে। তাই প্রচুর ক্রেতার ফোনটি কেনার দিকে আগ্রহ বেড়েছে। সামনেই আসছে দুর্গাপুজো এবং দীপাবলি, অর্থাৎ ভারতে ফেস্টিভ সিজন। ফলে এই সময় অনলাইনে বেশ কিছু অফার চলতে পারে। সেই অফারে এই ফোনটি আরো কম দামে পাওয়া সম্ভব।

Related Articles

Back to top button