Realme 15t 5G স্মার্টফোন লঞ্চের তারিখ, দাম ও স্পেসিফিকেশন

Realme 15t 5G Smartphone

Realme আনতে চলেছে তাঁদের নতুন Realme 15t 5G স্মার্টফোন। গ্রাহকদের সুবিধা দিতে বেশ কিছু নতুন ফিচার আর অত্যাধুনিক ফিচারগুলির উপস্থিতি দেখা যাবে এই ফোনটিতে। Realme 15t 5G স্মার্টফোনটি বাজারে আসবে ফ্লাগশিপ ফিচার-সহ। Realme 15t 5G ফোনটির প্রাইস হবে আপনার বাজেটের মধ্যে। কি জানতে ইচ্ছা করছে যে এই স্মার্টফোনটি কত টাকায় পাবেন স্মার্টফোনটি? আসুন তার ডিটেলস দেখে নেওয়া যাক।

Realme 15t 5G Smartphone

এখনো পর্যন্ত realme এর বেশিরভাগ স্মার্টফোনই ভারতের বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করেছে। এই স্মার্টফোনগুলি তার ফিচারের জন্য এগিয়ে আছে। প্লাস, realme স্মার্টফোনের ক্যামেরা বেশিরভাগ গ্রাহকই প্রশংসা করেছেন। Realme 15t 5G স্মার্টফোনটি রিলিজ হওয়ার কথা ছিল আগস্ট মাসের মধ্যেই। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এই ফোনটি রিলিজ হবে।

এখনো পর্যন্ত যে খবর এসেছে, Realme 15T এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ ফিচার সহ বাজেট প্রাইসে আসবে। আপকামিং Realme 15T ফোন কোম্পানির 14T ফোনের আপগ্রেডেড ভার্সন হবে। ইতিমধ্যে সামনে এসেছে, এই ফোনটির প্রমোশনাল ছবি। যে ছবি থেকে ডিভাইসটির ডিজাইন, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Realme 15T 5G Design

টুইটারে পোস্ট হওয়া একটি ছবি থেকে Realme 15T ফোনটি সম্পর্কে জানা গেছে। রিয়েলমি ১৫টি ৫জি ফোনটির ডিজাইন সম্পর্কেও ধারণা হয়েছে।এটি তিনটি কালার অপশন যথা Silver, Silk Blue এবং Suit Titanium নিয়ে আসবে। ছবিতে দেখা যাচ্ছে, আপকামিং রিয়েলমি ফোনটির বাম দিকে উপরে থাকছে স্কয়ার-শেপ ক্যামেরা মডিউল।

আরও পড়ুন: দুর্দান্ত 5G স্মার্ট ফোন লঞ্চ করলো রিয়েলমি। পাবেন 50MP ক্যামেরা, 7000 mAh ব্যাটারি, ও AI ফেস্ট। বিরাট ডিস্কাউন্ট অফার চলছে

Realme 15T 5G Camera & Battery

ফটোগ্রাফির ক্ষেত্রেও দারুন অভিজ্ঞতা দেবে এই Realme 15T 5G স্মার্টফোনটি। এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরা লো লাইটেও ভাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। এছাড়া, Realme 15t 5G স্মার্টফোনের ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির ব্যাটারি হতে পারে 7000mAh এর। যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনের ব্যাটারি কিছু মিনিট চার্জিংয়ে দীর্ঘ ব্যাকআপ দেবে।

Realme 15T 5G Display & Storage

Realme 15T Smartphone তিনটি স্টোরেজ অপশনে আসবে। এতে থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন থাকবে। যার দাম হতে করে 20,999 টাকা। যেটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট সহ, তার দাম হতে পারে 22,999 টাকা। আর যেটি সাথে 12GB RAM + 256GB স্টোরেজ নিয়ে আসে, তার দাম হতে পারে 24,999 টাকা।

আর ডিসপ্লের কথা বলতে গেলে বলা যায়, এই ফোনটি 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে-সহ আসে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 2200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

আরও পড়ুন: মাত্র ৯৯৯৯ টাকায় দুর্দান্ত স্মার্টফোন Vivo T4 Lite 5G লঞ্চ হলো। পাবেন 50MP ক্যামেরা, 128GB স্টোরেজ, 6000mAh ব্যাটারি!

উপসংহার

বাজারে লঞ্চ হওয়ার পরেই ফোনটি আপনি অনলাইনে এবং অফলাইন স্টোরে পেয়ে যাবেন। ফোনটির সমস্ত ফিচার সম্পর্কে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। এখন ক্রেতারা অপেক্ষা করছেন কবে realme এই নতুন ফোন রিলিজ করে।

Related Articles

Back to top button