Recharge Plan – দাম বাড়ল জিও, এয়ারটেল সহ ভোডাফোন কোম্পানি। প্রত্যেকটি প্ল্যান বাড়লো 50 থেকে 100 টাকা।
দিন দিন যে হারে জিনিষ পত্রের দাম বাড়ছে তাতে সিম কার্ড কোম্পানি গুলোও কোনো অংশে পিছিয়ে নেই (Recharge Plan). সম্প্রতি জিও এবং এয়ারটেল কোম্পানি তাদের রিচার্জ প্যান আকস্মিকভাবে বাড়িয়েছে। যা দেখে প্রায় মাথায় হাত সকল এয়ারটেল এবং জিও সিম কার্ড গ্রাহকদের। জিও কোম্পানি তার এডভার্টাইজিং প্রসেস এবং সারভিসের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে পাকাপাকিভাবে আস্থানা গড়ে তুলেছে।
Recharge Plan Increased by Vodafone Company
প্রত্যেকটি পরিবারের 4 জন সদস্যদের মধ্যে এখন 3 জন সদস্যই জিও এয়ারটেল সিম কার্ড ব্যবহার করেন। এবং বাকিরা অন্যান্য কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকেন। এছাড়াও সমগ্র দেশে ইতিমধ্যে জিও ফাইভ জি পরিষেবা চালু হয়েছে গিয়েছে এবং সবাই তা খুব ভালো ভাবে উপভোগও করছেন। এমত সময় যদি হঠাৎ রিচার্জ প্ল্যান বাড়ে তাহলে খুবই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।
জিও এবং এয়ারটেল দুটি টেলিকম সেক্টরই তাদের পক্ষে রিচার্জ প্যান 20 থেকে 25 শতাংশ বাড়িয়েছে। এবং ঠিক তার পর পর পরই 29 এ জুলাই ভোডাফোন তার রিচার্জ প্ল্যান বাড়িয়েছে। ভোডাফোনে এখন দৈনন্দিন ইন্টারনেট সহ এসএমএস, ফোন কল পরিষেবা পেতে কমপক্ষে 300 টাকা রিচার্জ করতে হবে।
সবজির দাম সেঞ্চুরি পার, মাছেরও দাম আকাশছোঁয়া! সমস্যায় পড়ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই।
তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক ভোডাফোন অর্থাৎ VI তার দৈনন্দিন 1,1.5 এবং 2 জিবি ডেটা প্ল্যানে সঙ্গে আনলিমিটেড কল এবং 10 টি মেসেজের সুবিধার Recharge Plan গুলিতে কত করে মূল্যবৃদ্ধি করেছে।
28 দিন মেয়াদ ( 1 জিবি / ডে + 100 এসএমএস / ডে ) যার মূল্য ছিল 256 টাকা। বর্তমানে দাম হয়েছে 299 টাকা।
28 দিন মেয়াদ (1.5 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 299 টাকা। যার বর্তমান মূল্য 349 টাকা।
1 মাস মেয়াদে ( 2 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 319 টাকা। যার বর্তমান মূল্য এসে দাঁড়িয়েছে 379 টাকা।
56 দিন মেয়াদ (1.5 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 479 টাকা। যার বর্তমান মূল্য 579 টাকা।
56 দিন মেয়াদ ( 2 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 539 টাকা। যার বর্তমান মূল্য 649 টাকা।
84 দিন মেয়াদ (1.5 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 719 টাকা। যার বর্তমান মূল্য 859 টাকা।
84 দিন মেয়াদ ( 2 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 839 টাকা। যার বর্তমান মূল্য 979 টাকা।
365 দিন মেয়াদ (1.5 জিবি / ডে + 100 এসএমএস / ডে) প্ল্যানের রিচার্জ মূল্য ছিল 2899 টাকা। যার বর্তমান মূল্য 3499 টাকা।
এই সবগুলি Recharge Plan এর সাথে আপনারা আরো এক্সট্রা কিছু সুবিধা পাবেন। এছাড়া ভোডাফোনের 1 দিনের জন্য 1 জিবি Recharge Plan এর দাম 19 টাকা থেকে বেড়ে 22 টাকা হয়েছে। এবং 3 দিনে 6 জিবি রিচার্জ প্ল্যানের দাম 39 টাকা থেকে বেড়ে 48 টাকা হয়েছে।
Written by Sathi Roy.