200MP DSLR ক্যামেরা, 7800mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং সহ Redmi Note 15 Pro Max 5G স্মার্টফোন। দাম মাত্র 13999/- টাকা

Redmi Note 15 Pro 5G Max Specifications

ভারতের বাজারে ঝড় তুলছে Redmi Note 15 Pro Max 5G স্মার্টফোন। এই ফোনটি এত সব দুর্দান্ত ফিচার সহ তৈরি করা হয়েছে যে, ফোনটি যেকোনো মোবাইলপ্রেমীর পছন্দ হতে বাধ্য। সবচেয়ে বড় কথা এখন অধিকাংশ মানুষ চান ১৫০০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন (Best Phone Under 15000). অর্থাৎ বাজেটের মধ্যে ভালো গেজেট। ভারতবাসীর সেই চাহিদাও পূরণ করতে পারছে রেডমি। কারণ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকার কমে।

Redmi Note 15 Pro Max 5G Smartphone

মোবাইলপ্রেমীদের জন্য ভালো খবর। একসঙ্গে দুর্ধর্ষ ব্যাটারি, ফাস্ট চার্জিং, DSLR-এর মতো ঝকঝকে ক্যামেরা আর তার সঙ্গে বিপুল ফিচার। সব রয়েছে একটি স্মার্টফোনে। খুব স্বাভাবিকভাবে বলা যায়, একজন ক্রেতা যখন ফোন কিনবেন, তখন সব দিক দেখেই নেবেন। আর যে যে ফিচার একটি নতুন ফোনে অবশ্য জরুরী হয়, সেগুলি সবই এতে মজুত আছে। তাই যদি আপনিও এই ফোনটি কিনতে চান তাহলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন। স্মার্টফোনটি সম্পর্কে যাবতীয় ডিটেলস তুলে ধরা হলো।

Redmi Note 15 Pro Max 5G Specification

মধ্যবিত্তের বাজেটের মধ্যেই রেডনি লঞ্চ করেছে একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। রিডমি লঞ্চ করছে নতুন মডেল Redmi Note 15 Pro Max 5G. এই স্মার্টফোনে পাচ্ছেন ঝকঝকে ক্যামেরা, স্মুদ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি পাওয়ার। এছাড়াও থাকছে একাধিক ফেসিলিটি। যেগুলি সমস্ত ব্যবহারকারীর মন জয় করে নেবে। সাধারণত রেডমি তাঁদের সব আধুনিক প্রিমিয়াম ফিচারগুলি নোট সিরিজে যোগ করে। সেরকমই বিভিন্ন মর্ডান ও আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে রেডমির নতুন স্মার্টফোনেও। সেগুলি কি কি? আসুন জেনে নেওয়া যাক।

Redmi Note 15 Pro Max 5G Display

Redmi Note 15 Pro Max 5G স্মার্টফোনটি মডার্ন প্রিমিয়াম লুকের সাথে লঞ্চ হতে চলেছে। এই ফোনের ডিসপ্লেটি আকর্ষনীয়। থাকছে Full HD+ রেজোলিউশন সহ 6.8-inch AMOLED স্ক্রিন। এছাড়া স্মার্টফোনটির স্মুথ পারফরমেন্সের জন্য 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হচ্ছে। তার সঙ্গে ভাইব্রেন্ট কালার আর অন্যান্য বিশেষত্ব এটিকে গেমিং ও ব্রাউজিংয়ের জন্য বেস্ট করে তুলছে।

আরও পড়ুন: 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা ৫ স্মার্টফোন। ঝকঝকে ক্যামেরা, দুর্দান্ত স্টোরেজ, সুপারফাস্ট ব্যাটারি।

Redmi Note 15 Pro Max 5G Camera

রিডমির নতুন Redmi Note 15 Pro Max 5G স্মার্টফোন অসাধারণ কোয়ালিটির ক্যামেরা নিয়ে এসেছে। এই ফোনে থাকছে 200MP এর DSLR এর মতো ঝকঝকে ক্যামেরা। ফোনটি আপনাকে ফটোগ্রাফির দারুণ এক্সপেরিয়েন্স দেবে। ফোনে প্রাইমারি ক্যামেরায় 200MP DSLR ক্যামেরা তো থাকছেই, সঙ্গে মডেলটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে মাল্টিপল ক্যামেরা অপশনও।

Redmi Note 15 Pro Max Battery

Redmi Note 15 Pro Max 5G স্মার্টফোনে দুর্ধর্ষ ব্যাটারি পাওয়ার রাখা হচ্ছে। স্মার্টফোনে ভালো পারফরম্যান্স ধরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে শক্তিশালী 7800mAh ক্ষমতাসম্পন্ন দুর্দান্ত ব্যাটারি। অর্থাৎ এই ফোনটি একবার চার্জ দিলেই সারাদিন দুরন্ত গতিতে চলবে। এতে রয়েছে 120W আল্ট্রা ফার্স্ট চার্জিং সাপোর্ট। মডেলটি সম্পূর্ণ চার্জ নিতে সময় নেবে মাত্র 18 মিনিট।

Redmi Note 15 Pro Max Smartphone Price

এতসব কিছু আধুনিক ফিচার ব্যবহার করা এই স্মার্টফোনটির দাম একেবারে আপনার বাজেটের মধ্যে। জানলে অবাক হবেন এই স্মার্টফোনটি ১৫০০০ টাকার কমে পেয়ে যাবেন। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ১৩৯৯৯/- ।অবিশ্বাস্য কম দামে এই দুর্দান্ত ফিচারের স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। যার দ্বারা মধ্যবিত্তদের শখ পূরণ সম্ভব।

আরও পড়ুন: Infinix GT 30 Pro! অনলাইন গেমারদের জন্য অনলাইন ফিচার সহ গতি ফোন

উপসংহার

তাহলে আর ভাবনা কিসের? চটপট এই স্মার্টফোন ক্রয় করে নিন আপনিও। স্মার্টফোনটি কিনে নিতে পারবেন অনলাইনে ও অফলাইন স্টোর থেকেও। অবিশ্বাস্য কম দামে স্মার্টফোনটি বিক্রি হচ্ছে বলে অনেকেই স্মার্টফোনটি কেনার চাহিদা করছেন।

Related Articles

Back to top button