কত টাকার Jio রিচার্জে দেওয়ার হচ্ছে সুবিধা?
Reliance Jio এর ৬ বছর পূর্তি উপলখ্যে দারুন সুযোগ। বিনামূল্যে গ্রাহকেরা পাবেন তিনটি অফার, ফ্রি টকটাইম, ডেটা, লটারি আরও কত কি। এক নজরে দেখে নেওয়া যাক।
যোগাযোগের সুবিধার্থে মোবাইলে ফোন রিচার্জ করাতেই হয়। সে যতই টাকা লাগুক না কেন। আর গত বছর থেকে টেলিকম সংস্থাগুলি একে একে মোবাইল রিচার্জ প্ল্যানগুলির মূল্য বাড়িয়েছে। তবে এবার গ্রাহকদের জন্য Jio নিয়ে এলো আকর্ষণীয় সুবিধা।
৬ বছর আগে যাত্রা শুরু হয়েছিল রিলায়েন্স জিও-র। বিনামূল্যে নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা থেকে আনলিমিটেড ডেটা ব্যবহার প্রায় সকল সুবিধাই দিয়েছে এটি তার গ্রাহকদের। এবার ৬ বছরের যাত্রার বিশেষ মুহূর্তে নতুন একটি সুবিধা পেতে চলেছে এর গ্রাহকেরা। কি সেটি? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
রাজ্যের এই 1টি Scheme এ আবেদন করলেই মিলবে নিজের এলাকায় চাকরি
জিও এর 2999 টাকার রিচার্জ প্ল্যান
Jio এর ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকেরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটার সুবিধা। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি SMS এর সুবিধা।
অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে বিনামূল্যে মোট ৭৫ জিবি ডেটা (দাম ৭৫০ টাকা)। তাছাড়া, এটা নিলেই, রিলায়েন্স ডিজিটালে ৫,০০০ টাকার কেনাকাটার উপর ৫০০ টাকা ছাড় দেওয়া হবে।
বাংলায় আর বেকার থাকবে না, 100 Days Work Scheme ও নতুন চাকরী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই প্ল্যান রিচার্জে Ajio, Netmeds এবং Ixigo-তে ৭৫০ টাকা ছাড়ের অফার দেওয়া হবে। প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। প্ল্যান ব্যবহারে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এবং Disney+ Hotstar-এর 1 বছরের মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
তাহলে আর দেরিতে কিসের! এই প্ল্যানের সুবিধাগুলি উপভোগ করতে চটপট পরিকল্পনা করুন। আর সঠিকভাবে রিচার্জের মাধ্যমে প্ল্যানের মজা নিন।
রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
স্বাবলম্বী হওয়ার জন্য টাকা দিচ্ছে সরকার, এই সুযোগ নিয়ে নিজের পায়ে দাড়ান
Kahn mujhe chlm na endi ichha fence meme bbsr xnxx lkin yaar