টানা 84 দিন সব কিছু ফ্রি ফ্রি ফ্রি! গ্রাহকদের সন্তুষ্ট করতে তিনটি সুপার ডুপার প্ল্যান আনলো Jio
Reliance Jio Recharge Plan
টেলিকম বাজারের প্রতিযোগিতা ধরতে বারবার গ্রাহকদের সুবিধা বাড়িয়ে প্ল্যান এনেছে Jio. এই সকল প্ল্যান এক লহমায় জনপ্রিয় হয়েছে ভারতের বাজারে। গ্রাহকরা সবসময়ই চান সস্তায় বেশি সুবিধার মোবাইল রিচার্জ প্ল্যান। আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই রিলায়েন্স জিও (Reliance Jio)-এর মাস্টার স্ট্রোক। এবার টানা ৮৪ দিন ধরে বিনামূল্যে সব সুবিধা পাবেন গ্রাহক।
Reliance Jio Popular Recharge Plan
এমনিতেই গ্রাহকদের সাধ্যের মধ্যে একাধিক পপুলার রিচার্জ প্ল্যান মুকেশ আম্বানির সংস্থা চালু করেছে। তবুও কিছু প্ল্যানের মেয়াদ এবং দাম নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বেড়েছিল। ফলে অনেক গ্রাহককেই দেখা গিয়েছে জিও ছেড়ে অন্য টেলিকম অপারেটর এর জনপ্রিয় প্ল্যানগুলির সুবিধা নিতে। আর সেখান থেকেই মূল প্রতিযোগিতায় ফিরে আসতে মুকেশ আম্বানির সংস্থা জিও কিছু সেরা প্ল্যান ভারতের বাজারে চালু করেছে। একটানা ৮৪ দিনের এই বিশেষ প্ল্যানে (Jio Recharge Plan) প্রচুর সুবিধা পাবেন গ্রাহক।
৮৪ দিনের রিচার্জ প্ল্যান আনলো জিও!
অনেকগুলি দিনের জন্য প্রচুর সুবিধা। এটাই জিওর এই বিশেষ আনলিমিটেড প্ল্যানের মূল হাইলাইটেড বিষয়। দুর্দান্ত ৮৪ দিনের মোবাইল আনলিমিটেট প্ল্যানগুলিতে আপনি পেয়ে যাবেন কলিং, ডেটা, SMS আর তার সঙ্গে আছে OTT সাবস্ক্রিপশন। স্মার্ট ও পছন্দের এই বিশেষ প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
এই প্ল্যানগুলিতে কী কী সুবিধা পাবেন?
রিলায়েন্স জিওর এই প্ল্যানগুলিতে একবার রিচার্জ করলে টানা ৩ মাস আপনি নিশ্চিন্তে আনলিমিটেড সুবিধা পাবেন। প্রতিদিন পর্যাপ্ত ডেটা, আনলিমিটেড কলিং, সঙ্গে জিও Cinema, JioTV এবং Hotstar-এর মত OTT পরিষেবা দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। দেখে নিন এমনই তিনটি সেরা রিচার্জ প্ল্যানের বিবরণ।
রিলায়েন্স জিওর 799 টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর লিস্টেড তিনটি সেরা রিচার্জ প্ল্যানের মধ্যে আছে 799 টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলিং, রোজ ১০০ টি করে এসএমএস, প্রতিদিন 1.5 গিগাবাইট ডিজাইটার। এছাড়াও মিলবে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। মোবাইল কলিং দেদার ইন্টারনেট ও এসএমএস সংক্রান্ত সুবিধা পাওয়ার জন্য জিওর ৭৯৯ টাকার প্ল্যানে রিচার্জ করতে হবে।
রিলায়েন্স জিওর ৮৫৯ টাকার প্ল্যান
জিওর দ্বিতীয় যে রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করা হবে, সেটি হল ৮৫৯ টাকার। এই রিচার্জ প্ল্যানটিরও মেয়াদ টানা ৮৪ দিন পর্যন্ত। এই প্ল্যানে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ টি করে এসএমএস সুবিধা আর সঙ্গে 2GB করে ইন্টারনেট প্রতিদিন। এছাড়াও এই প্ল্যানে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন তো পাচ্ছেনই।
রিলায়েন্স জিওর ৮৮৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর তৃতীয় যে প্ল্যানটি সম্পর্কে আলোচনা করা হবে সেটি হল ৮৮৯ টাকার রিচার্জ প্ল্যান। এখন প্রশ্ন হল, এই প্ল্যানটিতে রিচার্জ করলে আপনি কি সুবিধা পাবেন? তবে জেনে রাখুন এই প্ল্যানটিও টানা ৮৪ দিনের মেয়াদে আসছে। এতে আপনি পাচ্ছেন ৮৪ দিন ধরে আনলিমিটেড ফ্রি কলিং, প্রতিদিন 100 SMS সঙ্গে 1.5 GB করে মোবাইল ডেটার সুবিধা। আর থাকছে JioHotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন। তবে শুধু এটাই নয়, এই প্ল্যানে সাভান প্রো অতিরিক্ত সাবস্ক্রিপশনও পাচ্ছেন গ্রাহক।
আরও পড়ুন: Jio, Airtel, VI ফের গ্রাহকদের বড় ধাক্কা দিলো! এবারে বৈধতা কমে গেল
উপসংহার
এই বিশেষ জিও রিচার্জ প্ল্যানগুলির সুবিধা পাওয়ার জন্য আপনার মোবাইল থেকে MyJio অ্যাপ অথবা Jio.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে ও নিজের নম্বর দিয়ে লগ ইন করে উল্লিখিত প্ল্যান গুলির রিচার্জ করে নিন। বাড়িতে বসে রিচার্জ করতে পারবেন ইউপিআই পেমেন্টের মাধ্যমে।