Jio Recharge Plan: আগামী তিন মাস সবকিছু ফ্রি ফ্রি ফ্রি! সস্তায় দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করলো জিও

Jio Best Recharge Plan

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Jio) তাঁর গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান লঞ্চ করেছে। আর প্রত্যেকটি প্ল্যানে ঢালাও সুবিধা। আনলিমিটেড কল থেকে মেসেজ ও ইন্টারনেট, রিলায়েন্স জিওর রিচার্জ করলে জিও হটস্টার, জিও ক্লাউড, জিও সিনেমা কিংবা জিও টিভি সব কিছুরই ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন আগামী তিন মাস রিলায়েন্স জিও একেবারে ফ্রি অফার জারি রেখেছে। কত টাকার জিও রিচার্জ করলে ফ্রীতে পরিষেবা পাবেন?

Reliance Jio Recharge Plan 2025

আগামী তিন মাস একেবারে ফ্রী পরিষেবা। একথা শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এটাই সত্যি। আপনি যদি একেবারে রিচার্জ করেন তাহলে তিন মাস পুরোপুরি নিশ্চিন্ত থাকবেন। গ্রাহক টানতে জিও একেবারে মোক্ষম পন্থা নিয়েছে। বাজারের অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিতে দারুন বুদ্ধি এসেছে মুকেশ আম্বানির সংস্থা।

ইতিমধ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) হাজির করেছে পাঁচ দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan). যার প্রত্যেকটিতে দেওয়া হচ্ছে ৮৪ দিনের বৈধতা। যার মধ্যে যুক্ত আছে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড কল, আর SMS. শুধু তাই নয় এর সাথে একাধিক OTT সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

রিলায়েন্স জিওর সেরা তিনটি প্ল্যান

১) ৭৩৯ টাকার প্ল্যান

আপনি যদি ৭৩৯ টাকার রিচার্জ করেন তাহলে জিও আপনাকে দেবে প্রতিদিন ১.৫ GB করে ডেটা পাচ্ছেন অর্থাৎ সবমিলিয়ে মোট ১২৬GB ডেটা পাবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে SMS প্রাপ্তির সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসেবে JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity ও JioCloud অ্যাপের এক্সেস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিনা সিমকার্ডে চলবে হাইস্পিড 5G ইন্টারনেট! BSNL দিচ্ছে বিরাট সুযোগ! মিস করবেন না

২) ৭৮৯ টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও ৮৪ দিনের বৈধতা যুক্ত নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। অর্থাৎ টানা তিন মাস ধরে বিপুল সুবিধা পাবেন গ্রাহক। এরকম তিনটি জমজমাট রিচার্জ প্ল্যানের মধ্যে একটি হলো ৭৮৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে যদি আপনি রিচার্জ করেন, তাহলে পাবেন ২GB ডেটা, সঙ্গে আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। JioSaavn Pro, JioTV, JioCinema ও JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন।

৩) ৮০৫ টাকার প্ল্যান

আর রয়েছে জিওর ৮০৫ টাকার রিচার্জ প্ল্যান। এতে আপনি পাবেন প্রতিদিন ২GB করে ডেটা। এর সঙ্গে আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে SMS প্রাপ্তির সুবিধা থাকছে। বিনামূল্যে পাবেন Zee5, JioCinema ও JioCloud অ্যাপের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে।

আরও পড়ুন: ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল

উপসংহার

উল্লিখিত প্ল্যানগুলি ছাড়াও রিলায়েন্স জিও ১৪৯৯ টাকার প্ল্যান, ১৭৯৯ টাকার প্ল্যান চালু রেখেছে। এই দুটি প্ল্যানের বৈধতাও ৮৪ দিন করে। যেখানে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। এবার যদি আপনি এই প্ল্যানগুলিতে রিচার্জ করতে চান তো ভিজিট করুন জিওর অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে আপনার Jio নম্বর লিখুন। এরপর পছন্দের প্ল্যান বেছে নিয়ে ক্লিক করুন “Pay” বাটনে। বাকি সমস্ত ডিটেলস ওই ওয়েবসাইট থেকেই পাবেন।

Related Articles

Back to top button